নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

হিন্দু নারী মূর্তি বনাম হট কুল জেনারেশন

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮

আমরা মুসলিম। ইসলাম হওয়া উচিৎ আমাদের দর্শন, আমাদের আদর্শ। আমাদের নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কখনোই আমাদের অন্য কোন ধর্মকে কটাক্ষ করে কথা বলেননি। সবারই নিজনিজ ধর্ম রক্ষা করে অন্যের ধর্মকে সম্মান করা উচিৎ।

সামনেই দূর্গা পূজা। হিন্দুরা ওদের ধর্ম মত মূর্তি বানাবে, পূজা করবে; এতে আমাদের সমস্যা কোথায়? দেন না ওদেরকে ওদের মতো পূজা করতে। সরস্বতী পূজার সময় এক হিন্দু বন্ধু দুঃখ করেই বললো, ওরা যখন ওদের মণ্ডপের মূর্তি নিয়ে ভ্যান এ করে আসছিলো, রাস্তার অনেকেই নাকি গালি দিচ্ছিলো।

বেশ অনেকজন ছেলেমেয়েকে দেখলাম নারী মূর্তি নিয়ে অশ্লীল মন্তব্য করতে।

মূর্তি বানানো, মূর্তিকে শাড়ি পড়ানো, মূর্তিকে এক যায়গা থেকে অন্য যায়গায় স্থানান্তর করতে গিয়ে কে মূর্তির কোথায় হাত দিলো তা নিয়ে কেনো আমাদের মাথাব্যথা?

কয়েকজন হট্-কুল্ জেনারেশনের তরুন তরুনীকে দেখলাম আলোচনা করছে কোন দেবী কতটা হট, কার ফিগার কতটা আকর্ষণীয়।

শেইম অফ দেম!!!

আপনার মায়ের ফিগার নিয়ে কেউ কমেন্ট করলে আপনার কেমন লাগবে, একবার ভেবে দেখেছেন কি? মূর্তিটা ওদের মা।

নিজের সম্মান বাড়াতে না পারেন, প্লীজ, কমাবেন না।

আপনার জন্য আমাদের; পুরো মুসলিম জাতির; যাতে গালি শুনতে না হয়, এটা মাথায় রাখবেন।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: কিছু লোকের এরকম আচরণ সত্যিই জঘন্য। মুসলিমদের নবী-রাসূল নিয়ে কুরুচিপূর্ণ কথা বললে যেমন
মুসলিমদের খারাপ লাগে তেমনি হিন্দুদেরও খারাপ লাগে যখন কেউ তাদের দেব-দেবীদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে।

তবে হ্যাঁ ধর্মীয়ভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের দিক থেকে বোধহয় এদেশের মানুষ অনেকটা ভালো। অন্যান্য অনেক দেশে তো ধর্মীয় উস্কানিতে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের হত্যা পর্যন্ত করছে। অনেক রাষ্ট্রই আবার মানুষের ধর্মীয় অধিকারই হরণ করে বসেছে। যদিও তাদের মূলনীতি স্বাধীনতা।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪২

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। আজকাল আমরা সবাই খুব আক্রমণাত্মক হয়ে গেছি। নিজের নামাজ কালামের খবর নাই, অন্যদের কন্তা হারাম, কনটা হালাল টা নিয়ে মাতামাতি।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৮

মানবী বলেছেন: হিন্দু মুসলিম সব ধর্মেই কিছু দুর্ভাগা লোক আছে যারা যথাযথ পারিবারিক শীক্ষার অভাবে অন্য ধর্মকে সন্মান করতে শিখেনি। এরা যতো ডিগ্রী অর্জন করুক দিন শেষে এরা নির্বোধ মূর্খ ছাড়া কিছু নয়।

নিতান্ত ইতর ব্যক্তির পক্ষেই সম্ভব মুসলিম না হয়েও ইসলামের সমালোচনা করা, হিন্দু না হয়েও হিন্দু ধর্মকে কটাক্ষ করা!
উভয়ই সান ভাবে ঘৃ্ন্য ও বর্জনীয়।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৫

রিয়াদ আল সাহাফ বলেছেন: ঠিক বলেছেন, যথাযথ পারিবারিক শীক্ষার অভাব।এই রকম কয়েকজনের জন্য যখন সারা মুসলিমদের গালি শোনা লাগে তখন খুব খারাপ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.