![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে এমন কিছু আচরণ করে বসে যা রসকষহীন এই আমাদেরও হাসির খোরাক হয়ে উঠে।
আমার বোন চার বছরের ভাগ্নী লুবাবাকে যেমন খুশি তেমন সাজের মতো করে চিত্র অঙ্কন করাচ্ছিল। কোন একটা কাজে আপু লুবাবাকে রেখে বাইরে গেল। এসে দেখে সে সারা খাতা জুড়ে অসংখ্য বৃত্ত, বৃত্ত, আর বৃত্ত। আপু জিজ্ঞেস করল যে সে এসব কি এঁকেছে। লুবাবা উত্তর দিলো যে সে আলু এঁকেছে।
আলু এঁকেছে ভালো কথা কিন্তু এতগুলো আলু কেন? তখন লুবাবা আপুর হাত ধরে রান্নাঘরে নিয়ে গেল। গিয়ে দেখালো, এই যে দেখ, আমাদের কতগুলো আলু। বলে রান্নাঘরে স্তুপ করে আলুর ব্যাগ দেখালো।
আরেকদিনের কথা, আমার বোনের কাছে পাসের বাড়ির এক পিচ্চি এসে পড়ে। ওকে শব্দার্থ পড়তে দেয়া হল। একটু পর পরা জিজ্ঞেস করা হল এইভাবে,
-ডগ মানে?
- ডগ মানে কুকুর।
-কাউ মানে?
- কাউ মানে গরু।
-বাটারফ্লাই মানে?
- বাটারফ্লাই মানে ফ্রীজ।
-কি!!!
-বাটারফ্লাই মানে তো ফ্রীজ ই। আমাদের কয়েকদিন আগেই কিনছে।
ফেসবুকের আরেকটি ঘটনা দিয়ে শেষ করছি। কয়েকদিন আগে কোন এক পেইজ থেকে একটা শেয়ার করলো কোন এক বাচ্চার পরীক্ষার খাতা, যাতে সে লিঙ্গান্তর লিখেছে। অনেকটা এরকম,
রাজা------রাণী
জামাই------বউ
শিক্ষক------শিক্ষিকা
এবারেরটাই সবচেয়ে মজার, পরের টা হল
দেব------শুভশ্রী।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮
রিয়াদ আল সাহাফ বলেছেন: আজকাল বাচ্চারা ৭ জন বীরশ্রেষ্ঠের নাম না জানলেও, ১০১ জন নায়ক, নায়িকার নাম জানে।
২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭
আরণ্যক রাখাল বলেছেন: যা বলেছেন
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: দেব-শুভশ্রী! হা হা হা