নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

মানুষ হবার পালা

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

হতেই পারে তোমার সিজিপিএ ফোর আউট অব্ ফোর, আর তার সিজিপিএ কোন রকমে টু,
হতেই পারে তোমার বাবা শিল্পপতি, আর তার বাবা সামান্য একজন দিনমজুর,
হতেই পারে তুমি সবসময় দামী ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করো আর সে সস্তা নন-ব্র্যান্ড,
হতেই পারে গুলশান বারিধারায় তোমার ডুপ্লেক্স বাড়ি, আর সে থাকে বুড়িগঙ্গার ওপারে চিপা গলিতে,
হতেই পারে প্রতি বছর তুমি গাড়ির মডেল চেঞ্জ করো, আর তার পকেটে লোকাল বাসের ভাড়াটাও থাকে না,
হতেই পারে গাড়ির মডেলের চেয়েও দ্রুত তোমার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড চেঞ্জ হয়, আর সে কাউকে প্রপোজ করার সাহস ই পায়না,
হতেই পারে সেমিস্টার ব্রেকে তুমি সুইজারল্যান্ড বা হাওয়াই বেড়াতে যাও আর সে টিউশনি থাকবে না বলে মাবাবাকেও দেখতে যেতে পারেনা,
হতেই পারে কেএফসি, পিজা হাট ছাড়া তুমি নাস্তা করো না, আর সে সর্বোচ্চ পাড়ার চায়ের দোকানে যায়,
হতেই পারে হাঁচি দিলেও তুমি মাউন্ট এলিজাবেথ এ চেক-আপ করাও, আর সে জ্বরে পুড়ে মরলেও ডাক্তারের ফিস্ আর ওষুধের ভয়ে রুমেই অজ্ঞান হয়ে পড়ে থাকে,
হতেই পারে রাস্তা দিয়ে হেটে গেলে সবাই তোমার দিকে একবার তাকাতে বাধ্য, আর সে তোমার দিকে তাকাতেও সাহস পায়না,
তাই বলে তাকে খোটা দেয়া বা তিরস্কার করার কোন অধিকার তোমার নেই। সময় থাকতেই মেধাবী হয়েছো, সময় থাকতেই ধনী। এবার তোমার মানুষ হবার পালা।
সময় থাকতেই মানুষ হও। নাহলে অন্য মানুষ জোড় করে ধরে মানুষ করে দেবে।
তখন কিন্তু মনের পাশাপাশি গায়েও ব্যাথা লাগবে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
"তাই বলে তাকে খোটা দেয়া বা তিরস্কার করার কোন অধিকার তোমার নেই।"

ভাল লাগা রেখে গেলাম।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ সালাহউদ্দীন আহমদ ভাই। শুভেচ্ছা জানবেন।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:

কথায় খই ভিজে না।

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

রিয়াদ আল সাহাফ বলেছেন: :)

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

Misuk Roy বলেছেন: কেউ হইতে চায় না মনুষ্যের অধিকারী। বুগ্লেন ভায়া!

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫৩

রিয়াদ আল সাহাফ বলেছেন: বুঝলাম ভাইয়া। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.