নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

"মোড়ল বাড়ির বিড়ালও মোড়ল"

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

আমাদের এলাকায় একটা প্রবাদ প্রচলিত আছে যে, "মোড়ল বাড়ির বিড়ালও মোড়ল"

আজকে কথাটার সত্যতা উপলব্ধি করলাম। বড় একটা কর্পোরেট অফিসে গিয়েছিলাম একটা কাজে। দেখা করলাম এইচ.আর. ডিপার্টমেন্টের হেডের সাথে। অনেক বড় অফিসার, অনেক ভদ্র মানুষ, অনেক অমায়িক ব্যবহার। একেবার মাই ডিয়ার টাইপ মানুষ। সেই লোক রিসিপশনের এক মহিলাকে দেখিয়ে আমাকে বললেন আমার সিভি সহ যাবতীয় কাগজপত্র ওই মহিলার কাছে দিয়ে যেতে।

ওই মহিলা সুযোগ পেয়ে আমার যা ইন্টারভ্যিউ নিলেন; রীতিমতো মনে রাখার মতো। মহিলার যা ভাব কোম্পানির সিইওর ও মনে হয় এতো ভাব নেই।

আমি মহিলাকে একটা ঝারি দিতেই পারতাম। কিন্তু পরে সম্ভাবনা আছে, উনি আমার সাথে রাগ করে সিভিটা জানালা দিয়ে ফেলে দিতে পারেন। তাই, কিছুই বললাম না।

আসলেই, কিছু কিছু বাঁশের চেয়ে তার কঞ্চি বেশী বড় হয়।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হতেই হবে! মোড়ল বাড়ীর লুক বলে কথা ;)


+++

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩

রিয়াদ আল সাহাফ বলেছেন: সুযোগ পেলে সবাই ভাব নেয়।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

বিপরীত বাক বলেছেন: সূর্যের থেকে বালির গরম বেশি দেখায়।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

রিয়াদ আল সাহাফ বলেছেন: কথা সত্য। আজ হারে হারে টের পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.