নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

অভিমানী চিঠি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

এই কথাগুলো কখনো শুনতে হবে ভুলেও ভাবিনি কোনদিন।

হু, কথা দিচ্ছি, তোমাকে আর কখনো জ্বালাবো না।

হয়তো তোমার অনুপস্থিতি, অনীহা, আমাকে অভিমানী বানাবে। তবুও তোমার কাছে আর নিজের আবেগ, ভালোবাসা প্রকাশ করে আবারো ভুল করতে যাবো না। এই কথাগুলো আর শুনতে চাইনা। আমার যুক্তিতে আমি এখনো অটল। আমার দৃষ্টিভঙ্গি, আমার দর্শন, আমার বিশ্বাস, সবে মিলে আমি।

আমার মতে এটাই ভালোবাসা। এটাই আবেগ। চরম ভালোলাগা, ভালোবাসার মানুষটার কাছে যদি নিজের আবদার, মিনতি প্রকাশ করা ভুল হয়ে থাকে, তবে এ কাজ আমি আর করবো না কিন্তু নিজের জানা, নিজের বোঝা, নিজের বিশ্বাসটাকে ভুল বলবো না।

আমার কান্না আটকানো কথা, চুপচাপ সব মেনে নেয়া, দু ফোটা অশ্রু, নির্ঘুম নিকোটিন ভরা রাত, একলা পথ চলা, তোমাকে ভাবা, মিস করা, তোমার কাছে হয়তো মূল্যহীন। এটা তোমার জন্য হয়তো অনেকেই করেছে। কিন্তু, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, তোমাকে কাছে পাবার গভীর আর্তনাদ আমার কাছে অনেক মূল্যবান।

তোমার জন্য এই ভালোবাসা আমি কাউকেই অবমূল্যায়ন করতে দেবো না। এমন কি তোমাকেও না।

তোমাকে কাছে পাবার আমার একটু আকুলতা, তোমাকে একটু ছুয়ে থাকার আকাঙ্ক্ষা, একটু গা ঘেষে বসতে চাওয়া, একটু ফোনালাপ বা এসএমএস আদান প্রদান, অন্ততপক্ষে আমার ডাকে একটু সাড়া দেয়া, তোমার কাছে মূল্য না থাকলেও আমার কাছে অনেক সুখের অনুভূতি।

জানি না, এ অনুভূতি সারা জীবন এমন অস্পর্শনীয় থাকবে কিনা কিন্তু না বলা ভালোবাসাটা আর কখনোই বলে নষ্ট হতে দিবো না। তোমাকে যে দেবীর আসনে রেখেছি আমার তুচ্ছ ভালোবাসার স্বপ্ন পূরণের জন্য তোমাকে সে আসন থেকে কখনো নামাতে চাইনা।

কত স্বপ্নই তো না ছোঁয়া থেকে যায়। সব স্বপ্ন কি মানুষ পূরণ হবার জন্য দেখে? আমি তো আরোও কত হাস্যকর স্বপ্ন দেখি। সুখের স্বপ্ন, স্বপ্ন পূরণ হবার স্বপ্ন। পূরণ হবে না বলে কি স্বপ্ন দেখা থামাতে পারবো? আর সেটা কি কেউ পারে? অবচেতন মনের নাটাই যে কারো হাতে থাকে না।

আমি স্বপ্ন দেখি আকাশে উড়ার। সে স্বপ্ন কি পারবে বন্ধ করতে? তাহলে পাখির উড়াউড়ি বন্ধ করে দাও। আমিও পাখি হতে চাইবো না আর।

আমার আবেগ প্রকাশ তুমি বন্ধ করতে পারবে কিন্তু আবেগ?

তোমার কথাই মেনে নিলাম। তবুও কি ভাল থাকবে না? ভালো যে তোমাকে থাকতেই হবে।

ভালোবাসি যে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১

কালনী নদী বলেছেন: অদ্ভুত এই ভালোবাসা, কষ্ঠে থেকেও সে চায় প্রিয়ার ভালোলাগা! আইয়ুব বাচ্চুর একটি গানের কথায় আছে, আমার দির্ঘশ্বাস্বের একটা স্রোতে তোমার সুখের তরি ভাসালেই বুজতে তুমি কষ্ট কাকে বলে। ভাইয়া আপনাকে কিছু বলার ভাষা আমার নেই শুধু প্রিয়তে রাখলাম আপনার লিখায় আমার কিছু ভালো লাগার কথা। তাও ব্যর্থতায় হা হা। গরীব হয়ে জন্মানোটা আসলেই পাপ।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

নিরাশ পরশ বলেছেন: ................কিছুই বলবো না..............

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

আরাফআহনাফ বলেছেন: ছুঁয়ে যাওয়া শব্দ সমাহার।
ভালো লাগা জানবেন।
+++++++

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সুমন আকরাম বলেছেন: বলার কিচ্ছু পেলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.