নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

ডঃ আতিউর রহমান; একজন দিন বদলের অগ্রদূত

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৪

পুরাতন একটা সিস্টেম সবাই ফলো করতে পারে। কিন্তু, নতুন কোন ট্রেন্ড চালু করতে সত্যিই সততা এবং সাহসের প্রয়োজন।

ডঃ আতিউর রহমান হয়তো পারতেন, অন্য কাউকে দোষ দিয়ে, লোক দেখানো তদন্ত কমিটি গঠন করে, সবকিছু অস্বীকার করে পদে বহাল থাকতে, দেশের এতদিনের একটা ঐতিহ্য চালু রাখতে। কিন্তু, তিনি তা করেননি।

একজনের পক্ষে হয়তো সম্ভব না প্রতিষ্ঠানের সব কিছু দেখাশোনা করা কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায় উনার উপরেই পড়ে। তাই, নিজের ব্যার্থতার কথা স্বীকার করেও কেউ কেউ হয়ে উঠে আদর্শের প্রতিক।

আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করলেন। একদিন হয়তো আমরা দেখবো, অন্য কোন কর্মচারী, কর্মকর্তা, আমলা, বা মন্ত্রী দায় স্বীকার করছেন।

আসলে দোষ স্বীকার করলেই তো সংশোধনটা আসবে।

ডঃ আতিউর রহমান, একদিন আপনার এক শিক্ষক আপনার নাম আতাউর রহমান থেকে বদলে আতিউর রহমান করে দিয়েছিলেন। কারণ হিসেবে বলেছিলেন, আতাউর রহমান দেশে হাজার হাজার আছেন কিন্তু আতিউর রহমান একজনই।

হ্যা, আপনার মত কিংবদন্তি একজনই। আপনার চোখে আপনি ব্যার্থ হতে পারেন কিন্তু আমাদের চোখে আপনি সফল, সৎ, এবং আত্বসম্মানবোধ সম্পন্ন নির্ভীক একজন মানুষ। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সবচেয়ে সফল একজন গভর্নর। দিন বদলের একজন অগ্রদূত, একজন সত্যিকারের নায়ক।

স্যালুট ইয়্যু, স্যার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২

ঢাকাবাসী বলেছেন: উনি কি অতো ভাল মানুষ? পাবলিকের শত শত কোটি টাকা চুরির কথাটি লুকিয়ে রেখে তিনি ভারতে গেছেন কি করতে?

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

জাহী তানভি বলেছেন: আতিউর কি করেছেন জানি না ,তবে তার সময়ে যে কেলেঙ্কারি হল তা অভূতপূর্ব ,এর দায় তিনি এড়াতে পারেন না ।বরং তিনি এটা লুকাতে চেয়ে নিজেকে অপরাধী করেছেন ।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: ডঃ আতিউর রহমান; একজন দিন বদলের অগ্রদূত।
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.