![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সন্ধ্যায় পুরানা পল্টন থেকে হলে ফিরছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ বৃষ্টি বেড়ে যাওয়ায় রাস্তার পাশে দোকানের ছাউনির নিচে দাড়ালাম। ট্রাফিক পুলিশরা ছাতা মাথায় ট্রাফিক কন্ট্রোল করছে।
সিগনালে অনেক গাড়ি দাড়িয়ে আছে। হঠাৎ একটা গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে ট্রাফিক পুলিশকে বললো, তাদের গাড়িটা যাতে ছেড়ে দেয়া হয়।
পুলিশ উত্তর দিলো, "গাড়িতে গিয়ে বসেন। সময় হলে পুরা রাস্তাই ছেড়ে দিবো।"
তখন ড্রাইভার আবার বললো, "জানেন এটা কার গাড়ি? এটা সচিবের গাড়ি। স্যার গাড়িতে বসে আছে। স্যার আমাদের যেতে দিতে বলেছেন। স্যারের জরুরী মিটিং আছে।"
তখন পুলিশ উত্তর দিলো, "এখানে জ্যামে যারা বসে আছে সবারই জরুরী দরকার আছে। স্যারকে বলবেন, জরুরী মিটিং থাকলে পরের দিন থেকে ১০ মিনিট আগে বের হতে।"
আশেপাশের লোকজনও পুলিশকে সমর্থন জানালো। দুয়েকজন সুযোগ পেয়ে ড্রাইভারকে দুয়েকটা ঝাড়িও দিয়ে দিলো।
মহামান্য সচিবের ড্রাইভার রাগে গজগজ করে করতে গাড়িতে গিয়ে বসলো।
পাওয়ার প্র্যাকটিস্ আমাদের দেশে কমন ব্যাপার হয়ে গেছে। তিনি সচিব বলেই অন্যান্য সব গাড়ি আটকে উনাকে যেতে দিতে হবে। এমন অনেক দেখেছি, সরকারী আমলা বা রাজনৈতিক নেতার গাড়ি অন্যদের জ্যামে ফেলে রংসাইড দিয়ে এ্যাম্বুলেন্সের মতো সাইসাই করে ছুটে যাচ্ছে। ট্রাফিক পুলিশ পারলে মুমূর্ষু রোগীর এ্যাম্বুলেন্স আটকে সেই গাড়ি যেতে দেয়।
অবস্থার পরিবর্তন হচ্ছে। আজকে যেমন ট্রাফিক পুলিশ সচিবকে ভয় না পেয়ে নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করলেন, তেমনি সবাইকেই নিজের জায়গা থেকে শুধু নিজের দায়িত্বটা পালন করতে হবে।
আজকে সচিব পারেনি হুংকার দিয়ে চলে যেতে। একদিন হয়তো কেউ পারবে না ক্ষমতার অপব্যবহার করতে।
পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, পরিবর্তন আসবেই।
২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: পরিবর্তন আসাটা জরুরী হয়ে পড়েছে। আত্ম সচেতনা বৃদ্ধি পাচ্ছে।সুভলক্ষন.।
৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২০
আবদুল্লাহ সাফি বলেছেন: +++
৪| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২
বাংলার জামিনদার বলেছেন: এটা একটা গল্প মাত্র।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৯
বিজন রয় বলেছেন: পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, পরিবর্তন আসবেই।
+++