নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা বা ব্রাজিলকে নিয়ে ট্রল করতে গিয়ে কি আমরা নিজের দেশকেই একভাবে ছোট করছি না?

২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:০৪

২০১৪ সালে বিশ্বকাপে সুযোগ পাওয়া ৩২ টা দলের মধ্যে হন্ডুরাস ছিলো হয়তো সবচেয়ে দূর্বল দল। আমরা বাংলাদেশীরা অবশ্য এনিয়ে প্রচুর মজাও করেছি। কোন একজন "হন্ডুরাসের বাংলাদেশী ফ্যান" নামে কোন একটা পেইজ খুলে ফেললো।

হাজার হাজার ফলোয়ার হলো সেই পেইজে। প্রচুর পোস্ট, ট্রল শেয়ার হলো।

কিভাবে যেন সেই পেইজ হন্ডুরাসের মিডিয়ার চোখে পড়লো। তারা অবশ্য বুঝেনি বাংলাদেশীরা মজা করেই এই পেজ তৈরী করেছে।

তো তারা খুশী হয়ে তাদের প্রথম জয় বা গোল বাংলাদেশের উদ্দে্যশ্যে উৎসর্গ করে দিলো। অবশ্য তারা কোন গোল দিয়েছিলো কিনা আমার মনে নেই।

(ও হ্যা, দয়া করে এই ঘটনা নিয়ে কোন রেফারেন্স বা নিউজ লিঙ্ক চাইবেন না। আমি ফেসবুকে মানুষের স্ট্যাটাস দেখেই এটা জানতে পেরেছিলাম।)

দেখুন আমরা কত সহজেই কোন একটা দেশের, জনগণের সুনজরে আসতে পারি। আমি বলছি না ব্রাজিল বা আর্জেন্টিনার ফ্যান পেইজ খুলে তাদের নজরে আসতে হবে। তবে আমরা মনে হয় তাদের এতো অপমান না করলেও পারি।

একজন দেখলাম একটা ছবি শেয়ার করে মেসির হাতে বদনা ধরিয়ে দিয়েছে।

আরেকটা ছবিতে দেখলাম মেসি কাপ না জিতে নেইমারের জুতায় চুমু দিচ্ছে।

আরেকজন মেসিকে গালাগালি করে স্ট্যাটাস দিয়েছে আর্জেন্টিনাকে কোন কাপ জিতিয়ে না দেয়ার অপরাধে।

এরকম আরোও হাজার হাজার পোস্ট, হাজার হাজার ট্রল।

ছি...!...ছি...!

যারা এসব বানায় আর যারা শেয়ার করে তাদের প্রতি একরাশ ঘৃণা ছাড়া আর কিছু বলার নেই।

আসলে আমরা যাদের নিয়ে এতো মাতামাতি করি; একবার ভেবে দেখুন তাদের চোখে পড়লে ব্যাপারটা কেমন দেখাবে।

যারা এসব করে তাদের পরিচয় আমার জানার দরকার নেই; তবে এতোটুকু বলবো, আপনি কিন্তু সবকিছুতেই শুধু নিজেকে বা আপনার পরিবারকে প্রতিনিধিত্ব করছেন না। প্রতিনিধিত্ব করছেন আপনার সমাজকে। অনলাইন দুনিয়ায় প্রতিনিধিত্ব করছেন আপনার দেশকেও।

ব্রাজিল বা আর্জেন্টিনা যদি জানতে পারে তাদের ফ্যানরা এরকম তাহলে হয়তো ফিফাকে বা গ্ল্যোবাল খেলার চ্যানেলগুলোকে একসময় অনুরোধ করবে তাদের খেলা যাতে বাংলাদেশে প্রচার করা না হয়।

না, এরকম হবার কোন সম্ভাবনা বাস্তবে নেই। তবে আপনার দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ কিন্তু চিরজীবনের জন্যই উধাও হয়ে যাবে।

স্যরি, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার মুখে হয়তো এতো কথা মানায় না।

তবে একটা কথা বলে শেষ করি, নিজের সমাজকে, নিজের দেশকে কোথাও বড় করতে পারেন আর না পারেন; অন্ততপক্ষে ছোট করবেন না।

এদেশটা আপনার একার না, আমাদেরও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:২৫

দ্যা প্রোক্রাস্টিনেটর বলেছেন: অনেক ভাল লেগেছে লিখাটা , শুভ কামনা রইল

২| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:৩৬

গেম চেঞ্জার বলেছেন: আসলেই, আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে বেশিই ছাগলামি হয়ে যাচ্ছে। সাপোর্ট করা না করা যার যার ব্যাপার। এখানে এইসব লেম/অপমানসূচক ছবি/ট্রল/বাক্য বের করাটা মানসিক দৈন্যতা ও ছাগলামির চুড়ান্তসীমা বৈ কিছু নয়। মজা করা আর লেমিং এর মধ্যে ব্যাপক তফাৎ আছে।

৩| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:৪৫

নাবিক সিনবাদ বলেছেন: সাপোর্ট করস ভালো কথা, বাট এইসব ছাগলামীর মানে কোন মানে হয়।

৪| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৫:৫১

শরীফ ভূঁইয়া বলেছেন: আমরা এমনিতেই বেশি আবেগ দেখাই। ফেবুতে দেখলাম ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্টারস রা এই রমজানেও একে অপরকে যাচ্ছেতাই ব্যবহার করে যাচ্ছে।

৫| ২৮ শে জুন, ২০১৬ ভোর ৬:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। আমরা জা‌তি হি‌সে‌বে বেশী‌ বেশী। এজন্যই‌তো সভ্য জা‌তি হি‌সে‌বে দাম পাইনা...

৬| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সালাম,

এইগুলো হল বাঙালির ব্লাডগত প্রুবলেম।
নেভার মাইন্ড অল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.