![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় সবার পরিচিত এমন দুয়েকজন থাকে যারা খুব সহজ সরল এবং বোকা প্রকৃতির হয়। এরা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে।
এরা আমাদের বিশ্বাস করে ঠকে, আর আমরা ওদের বিশ্বাসটাকে পুঁজি করে ঠকাই।
হয়তো এরকম এক লোক লেডিস সানগ্লাস পড়ে এসে আমাদের জিজ্ঞেস করে, "ভাই, সানগ্লাসটা কেমন হয়েছে? আমাকে কেমন লাগছে?"
আমরা তাকে সংশোধন করে দেইনা। বলিনা যে, "ভাই এটা তো মেয়েদের সানগ্লাস। এটা কিনেন না। আপনি ছেলেদারটা কিনেন।"
আমরা বলি, "আরেহ ভাই, আপনাকে তো সেই রকম সুন্দর আর হ্যান্ডসাম লাগছে। পুরাই শাহরুখ খান।"
লোকটা কিন্তু আমাদের কথা বিশ্বাস করে। পরের দিন মার্কেটে গিয়ে তিনি আরো ১০টা লেডিস সানগ্লাস কিনে, চোখে দিয়ে ঘুরে বেড়ায়।
আমরা পেছন থেকে হাসি। গালি দেই, "শালা আবাল। লেডিস সানগ্লাস পড়ে ঘুরে।"
হিরো আলম তেমন একজন সহজ সরল মানুষ। আমরা সামনে থেকে তাকে "চরম হয়েছে, অসাধারণ, অস্থির ভাই।" বলে উৎসাহ দেই। আর পেছন থেকে গালি দিতে দ্বিধা করিনা।
হ্যা, সে যা বানায়, যা করে, যেভাবে অভিনয় করে, নাচে, কোনটাই কোয়ালিটিফুল না। কিন্তু, আমরাই কিন্তু তাকে বিশ্বাস করিয়েছি তার অভিনয় আমাদের পছন্দ। আমরা তার অন্ধভক্ত।
সে বাংলা ঠিকঠাক লিখতে পারে না। তবুও সে তার পেইজে লিখেছে,
"আমার একটা কথা শুনবেন?
আমি লেখাপড়া কম পারি বলে আমাকে নিয়ে উপহাস করেন? আমি খারাপ অভিনয় করি বলে আমাকে গালি দিচ্ছেন।আমাকে ম্যাসেজে অনেক ভাইয়া আপুরা গালাগালি করে কেন? আমি তাদের কি ক্ষতি করেছি?আমাকে, আমার অভিনয় কে ভালো না লাগলে আপনি আমার পেইজে ব্লক করে দিয়ে চলে যান প্লীজ। কেও আমাকে ম্যাসেজে গালি দিবেন না।"
দেখুন আমরা কতোটা নিচু মানুষিকতার। তার অভিনয় আপনার ভালো লাগলে ভিডিও দেখবেন না। শেয়ার করবেন না। কিন্তু গালি দেয়ার অধিকার আপনি কোথায় পেলেন?
আরেক ভদ্রলোক, তিনি পড়েন নামকরা এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। ফটো সাংবাদিক হিসেবে কাজ করেন প্রথম শ্রেণীর এক পত্রিকায়। এছাড়াও বেশ ভালো কিছু জায়গায় কাজ করেন। তিনি হিরো আলমের ছবি শেয়ার করলেন যার ক্যাপশন, "holy god!!!!! its #Alom_sex, Finally I met my hero"
আরেক ছবির ক্যাপশন "Just done photoshoot. so excited #Alom_sex"
আরেকটায়, "My model #Alom_sex"
চিন্তা করুন একবার। একটা লোকের নামে হ্যাশট্যাগ দিয়ে "sex" ওয়ার্ডটা লিখে দিতে একবারো আমাদের রুচিতে আটকায় না।
হিরো আলম আরেকটা পোস্টে জনগণকে তার পেইজে এসে গালাগালি করে নিজেদের বংশ পরিচয় না দিতে অনুরোধ করেছিলেন।
কিন্তু, আমরা কিছু মানুষ নিজেদের বংশ পরিচয় দেয়া কি বন্ধ করেছি?
করিনি। থাকলে তবেই না...
২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৮
রিয়াদ আল সাহাফ বলেছেন: আমরা অন্যদের ক্লাস নামানোর জন্য গালি দিয়ে ফেলি, কিন্তু এতে নিজেদের ক্লাসটাই যে নেমে যায়, মোটেও টের পাই না। অপরাধ করি আমরা, গালি খাওয়াই নিজের বাবামা কে।
২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩৯
গেম চেঞ্জার বলেছেন: হিরো(!) আলম তাহলে বিঃখ্যাত হয়েই গেল।
২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫১
রিয়াদ আল সাহাফ বলেছেন: আমরাই বিখ্যাত করে দিলাম। পাওয়ার অব্ কমন পিপল্। :p
৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৩
খোলা মনের কথা বলেছেন: বিনুদুঈনের মাধ্যম বটে আমাদের হিরু আলুম ভাই
যাই হোক আপনার সাথে একমত। লোকটি সহজ সরল।
২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩
রিয়াদ আল সাহাফ বলেছেন: আমরা বিনোদন নেই, আবার গালিও দেই।
৪| ৩০ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৬
নিরীক্ষক৩২৭ বলেছেন: সেদিন দেখলাম কারা যেন সাক্ষাতকার নিয়ে ইউটিউবে আপলোড দিয়েছে। বেচারা মনে হয় বুঝতেও পারে তার সাথে মজা নিচ্ছে।
মেকি মডার্ন মানুষ দেখতে দেখতে সমাজের উপর আমি বিরক্ত।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩৪
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: বাঙ্গালির উৎসাহের শেষ নাই। আবোল তাবোল যাই হোক, একটা ইস্যু পাইলেই হল।
আসলেই, আলম কারও কোন ক্ষতি করছে না। নিজেকে ক্লাসি প্রমান করার জন্য কাউকে গালি দিতে নেই। তাতে নিজের ক্লাসটাই নিচে নেমে যায়।
ভাই, বাঙ্গালিরে (সবাই না, অবশ্যই) আর কি বলবেন। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে পর্যন্ত গালি দিয়ে ছেড়েছে, এর এ তো আলম!!!!!!!!!!