নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

ক্রাশ খাওয়া সেই মেয়েটি (ফান পোস্ট)

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০১

মেয়েরা সাধারণত নিজে থেকে কাউকে নক্ করেনা। কিন্তু হঠাৎ এক তরুনী আমাকে নক্ করে বসলো। ও আমার ফ্রেন্ডলিস্টে থাকলেও এর আগে আর কখনোই এই মেয়ের সাথে ফেসবুকে বা ফেস টু ফেস কথা হয়নি। টিনের চালে কাক বসলে, মানুষ যতটা অবাক হয়, তার চেয়ে কিঞ্চিত বেশীই অবাক হলাম।

জনগণের খেদমতের স্বার্থে সম্পূর্ণ কথোপকথন টাই প্রাইভেট থেকে পাবলিক করে দিলাম। তবে বেচারীর পরিচয়টা গোপন রাখলাম।

-হ্যালো, কেমন আছেন? আমাকে একটু হেল্প করতে পারবেন? একজন বললো, আপনি ছাড়া আর কেউ একাজে হেল্প করতে পারবে না। করবেন? প্লীজ, প্লীজ, প্লীজ।

-ভালো আছি। কি হেল্প? বলেন চেষ্টা করবো।

-চেষ্টা করলে হবে না। হেল্প করতেই হবে। কথা দেন।

-কথা টথা দেয়া পসিবল না। ইচ্ছা হলে বলেন, ইচ্ছা না হলে থাক।

-আপনি এমন কেন? কোন মেয়ের সাথে মানুষ এরকম আচরণ করে?

-আমি এরকমই। বাই।

-বাই না, বাই না। আচ্ছা বলছি। আমি একটা ছেলের উপর ক্রাশ খাইছি। এখন ওকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। ছেলেটা আমাকে চিনেও না। কি করবো?

-এটা জানার জন্যই হেল্প চাচ্ছেন?

-হুম।

-কে বললো, এই কাজে আমি এক্সপার্ট? আমি জীবনে কোন ছেলেকে পটাইনি। এক্সপেরিয়েন্স নাই। স্যরি হেল্প করতে পারছি না।

-হি হি হি। কিন্তু বলেন না, কি করবো?

-ওই ছেলেকে ডিরেক্ট বলেন। তাহলেই হয়।

-ও তো আমাকে পাত্তাই দেয় না।

-তাহলে আগে পাত্তা পাওয়ার চেষ্টা করেন। তারপর ডিরেক্ট বলে দেন। মেয়েদের ইগনোর করা খুব কঠিন কাজ। বলেন, হয়ে যাবে ইনশআল্লাহ্।

-অসম্ভব। কোন মেয়ের পক্ষে এটা ডিরেক্ট বলা পসিবল না। জানেন না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফুটে না? আমি পারবো না।

-তাহলে বুকে পাথর চাপা দিয়ে বসে থাকেন।

-কিন্তু, আমি যে সুন্দর না। আমি স্মার্ট না। খারাপ স্টুডেন্ট, আরোও অনেক কিছু।

-রিয়েলি লাভ করেন?

-হুম। অনেক বেশী। ও এতো সুন্দর করে কথা বলে যে কথা শুনেই প্রেমে পড়ে গেছি।

-ভালো। ভালোবাসতে জানলে এতো গুণ লাগেনা। বলে ফেলেন। হয়ে যাবে। বেস্ট অব্ লাক।

-বলেই দিবো?

-হুম।

-শিওর?

-হুম।

-আচ্ছা। বলে দেই তাহলে?

-বলেন। আর কি হলো জানায়েন।

(একদিন পর)

-আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ।

-আরে আমাকে না। যার উপর ক্রাশ খেয়েছেন তাকে বলেন।

-তাকেই তো বললাম।

-আমিই কি সেই হতভাগা?

-হতভাগা হবেন কেন?

-স্যরি। আমার সাথে প্রেম করে মজা পাবেন না। আমি ব্যাক্তিজীবনে খুব আনরোমান্টিক মানুষ।

-আপনি না বললেন, মেয়েদের ইগনোর করা কঠিন। তাহলে ইগনোর করছেন কেন?

-ইগনোর করা কঠিন, তবে অসম্ভব না। তবে আপনাকে আমি ইগনোর করছি না। আমার দ্বারা এটা পসিবল না সেটাই বললাম।

-সত্যিই আপনি রাজী না?

-না। এটা অসম্ভব।

-কেন? আমি সুন্দর না বলে?

-কারণ সেটা না। আর আসল কারণটা বলতে চাচ্ছি না।

-তাহলে সমস্যা কি? আপনার কি অন্য কোন সমস্যা আছে?

-ধুর। এই চেষ্টাটা অন্য কোথাও করেন। হয়ে যাবে ইনশআল্লাহ্। ভালো থাকবেন। বাই।

(কয়েক ঘন্টা পর)

-আপনি একটা হিপোক্রেট। মুখে একটা বললেন, আর অন্তরে অন্য কথা।

তারপর থেকে আমি ব্লকড। পাত্তাও দিলাম, আবার গালিও খাইলাম। ভুল হয়ে গেলো। প্রেমটা করাই উচিৎ ছিলো।

ঈশ! একটা রোমান্টিক প্রেমকাহিনী অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেলো।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

আরভিন বলেছেন: ওহ্নো এ কি করিলেন আপনি।প্রেমটা করাইই উচিত ছিল আপনার :3

০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:১৩

রিয়াদ আল সাহাফ বলেছেন: ভাব ধরতে গিয়ে রামধরা খেয়ে গেলাম। :)

২| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১

আপনার আপন বলেছেন: missed up

০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:১৬

রিয়াদ আল সাহাফ বলেছেন: জীবনের সবচেয়ে বড় মিসটাই করলাম মনে হচ্ছে। :)

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৬

স্বপ্নীল স্বপ্নবাজ বলেছেন: ঈশ ! B-)

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৭

রিয়াদ আল সাহাফ বলেছেন: :)

৪| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৫

ললিত দুহিতা বলেছেন: ব্লক করসে, কিন্তু, সাবধান।
বিভিন্ন উপায়ে আপনাকে চেকে রাখতে পারে :P

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৫

রিয়াদ আল সাহাফ বলেছেন: উনি উনার বান্ধবীদের কাছ থেকে নিওমিত আপডেট নিচ্ছেন। সাবধানে আছি। হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.