নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তায় সমুদ্র ভ্রমণের আনন্দ (ফান পোস্ট)

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩

কবি বলেছেন,
"দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।"

কবি আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন আমরা বেশীর ভাগ মানুষ হয়তো বুঝতে পারিনি।

আমরা বহু টাকা খরচ করে, বহু রাস্তা জার্নি করে কক্সবাজার, সেইন্ট মার্টিন বেড়াতে যাই সমুদ্রের ঢেউ দেখতে যাই। বহুত ঢংঢাং করে সমুদ্রের জলে পা ভেজাই।

কিন্তু ঘরের চৌকাঠ পেরিয়ে দুই পা ফেললেই যে বৃষ্টির সময় মালিবাগ-রাজারবাগ রোড সমুদ্র হয়ে যায় কেউই খেয়াল করিনি।

ক'দিন আগে এক সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হলো। সেদিন এক নিমন্ত্রণে রাজারবাগ পুলিশ লাইনে গেলাম। মৌচাক মোড় থেকে ত্রিশ টাকায় রিকসা নিলাম। কিন্তু মালিবাগ পাড় হতেই নিজের ভুল বুঝতে পারলাম। আমার আসলে রিকসা না নিয়ে নৌকা নেয়া উচিৎ ছিলো।

রাস্তায় রিকসার পাটাতন পর্যন্ত পানি। আর পাশ দিয়ে যখন কোন গাড়ি যায় তখন যে বিশাল ঢেউ হচ্ছে, তা সমুদ্রের ঢেউকেও হার মানায়। বিশাল জলরাশি ভিজিয়ে দিচ্ছে আমার পদযুগল। আহ্! অসাধারণ ফিলিংস।

রিকসাওয়ালাকে একবারের জন্যও প্যাডেলে পা রাখতে হয়নি। পুরাটা রাস্তা গুণটানা নৌকার মতো টেনে টেনে নিয়ে গেলো।

গন্তব্যে যখন হাটুপানিতে নামলাম তখন নিজের আরেকটা ভুল ধরা পড়লো। আমার মনে হয় ফুলপ্যান্ট না পড়ে হাফপ্যান্ট পড়ে আসা উচিৎ ছিলো। যাইহোক ভিজে যখন গেছিই ইচ্ছে করছিলো দুটা ডুব দিয়ে একটু সাতার কাটি। কিন্তু, রাস্তায় অনেক ইঞ্জিনচালিত গাড়ি থাকায় আর সাহস পেলাম না।

শেষে রিকসাওয়ালাকে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা দিলাম। দিবোই না কেন? ঢাকার রিকসায় সমুদ্রের নৌকার ফিলিংস কি কম কথা?

আরেকটা আফসোস হলো। গত ডিসেম্বরে হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার, সেইন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলাম। ভুল করেছিলাম। বরং চল্লিশ টাকা খরচ করে মালিবাগ-রাজারবাগ ঘুরে এলেও খারাপ হতো না।

যারা সময় সুযোগের অভাবে এখনো সমুদ্র দেখেননি, তারা এক বৃষ্টির দিনে ঘুরে আসুন না, মালিবাগ-রাজারবাগ রোড। খারাপ লাগবে না একটুও, কথা দিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

অসিত কর্মকার সুজন বলেছেন: হা হা , ভালো বলেছেন। :) মালিবাগ-রাজারবাগ -মৌচাক এই এলাকা গুলো বর্ষায় বেসম্ভব অনুভুতি দেয়

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৭

রিয়াদ আল সাহাফ বলেছেন: খুব খারাপ অবস্থা, ভাই।

২| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০২

নোমান প্রধান বলেছেন: হা হা হা

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৯

রিয়াদ আল সাহাফ বলেছেন: হাইসেন না ভাই, অই রাস্তায় যারা চলাফেরা করে, তারা নিয়মিত কান্নাকাটি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.