নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তায় অর্ধনগ্ন সাধুবাবা এবং আমি

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০

আজি রাস্তা দিয়া হাটিয়া আসিবার সময় কৌপিন পরিহিত, জটা কেশধারী, উসকো খুসকো শ্মশ্রুমন্ডিত এবং রসাল বৃক্ষের বক্রশাখা হস্তে এক সাধুবাবার দর্শন লাভ করিলাম। সাধুবাবা আমায় ইশারায় নিকটে ডাকিলেন। উনার নিকটে যাইবা মাত্রই উনার মুখ হইতে গঞ্জিকার সুঘ্রান আমার নাসারন্ধ্রে পৌছাইলো।

তিনি আমার মুখাবয়ব পানে ক্ষণিক চাহিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, "তোর তো দেখিতেছি উজ্জ্বল ভবিষ্যত। জীবনে অনেক উন্নতি করিবি। সুখ পাইবি।"

প্রত্যুত্তরে কহিলাম, "ও।"

তিনি এইবার তাহার দক্ষিণ হস্ত আমার দিকে বাড়াইয়া সুধাইলেন, "দে বাবা। বাবাকে কিছু প্রণামি দে।"

এইবার আমি তাহার খোমাপানে চাহিয়া কহিলাম, "আপনার ভবিষ্যত তো আমার থাকিয়াও উজ্জ্বল। আপনি জীবনে আমার থাকিয়াও সুখী হইবেন। এইবার আমার দক্ষিণা দেন।"

সাধুবাবা কিয়ৎক্ষণ নিশ্চুপ থাকিয়া কহিলেন, "বয়োজেষ্ঠজনের সহিৎ বেয়াদবি করিবি না। যাহ, বাটি যা।"

না, বয়োজেষ্ঠজনের সহিৎ বেয়াদবি করা মোটেও উচিৎকর্ম নহে। তাই, সাধুবাবার কথাটি মানিয়া গৃহাভিমুখে হন্টন আরম্ভ করিলাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


এদেশের মানুষ আপনার মতো সুযোগ না পেয়ে সাধু হচ্ছে, মাধু হচ্ছে; আপনার মতো সুযোগ পেলে হয়তো আরো ভালো পোস্ট দিতেন সেই লোক; ওদের অংশ আপনার বা অন্যের পরিবার দখল করে রেখেছে! ওদের সাথে বুদ্ধির লড়াই না দিয়ে, সালমান রহমানের ছেলের সাথে চেস্টা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.