নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

কম্পের ছন্দ

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

ছাত্রদল আর ছাত্রশিবির
দিচ্ছে পিলার নাড়া,
বিল্ডিং যেন উঠলো কেঁপে,
রয়না যেন খাড়া।

টের পেয়েছি আজকে আমি,
গল্প নয়তো মিছে।
এক দৌড়ে বের হয়ে,
আসলো সবাই নিচে।

ফেসবুকেতে উঠলো ঝড়,
কম্পটা খুব কিউট।
সেলফি দিলো কম্পের সাথে,
মুখটা করে পাউট।

স্ট্যাটাস অনেক করলো প্রসব,
টের পেয়েছে বলে।
বাকিরা সব আফসোসে মরে,
কেন ঘুমাচ্ছিলো হলে?

লোকেরা সব আড্ডা দিলো,
বাসার নিচে নেমে।
মফিজ সাহেবও যোগ দিলেন,
পুরোই নেয়ে ঘেমে।

হাসতে হাসতে বললেন তিনি,
"জানেন ভাই জানেন?
একটুও আমি ভয় পাইনি
মানেন রে ভাই মানেন।

কত্ত সাহস আমার দেখুন,
নামতে চাইনি মোটে আমি।
বউ শুধু করলো রিকোয়েস্ট,
হাজার হোক, আমি তো স্বামী।"

"বুঝলাম অনেক সাহস আপনার,
ঠিক পেয়েছি প্রমান।
এবার ভাই কাঁধের লুঙ্গি
জায়গা মতোন নামান।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.