নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা দেখেও না দেখার ভান করি, আজ থেকে চলুন তাই দেখি।

রিয়াদ আল সাহাফ

রিয়াদ আল সাহাফ › বিস্তারিত পোস্টঃ

দুয়ারে শিশির বিন্দু

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩

: কী দেখেন?

-- রিকসার মেয়েটাকে দেখি।

: ওই মেয়ের মধ্যে দেখার কী আছে?

-- মেয়েটা সুন্দর না?

: সুন্দর না কচু। আপনার রুচি এমন বিচ্ছিরি কেন?

-- কী জানি! বিচ্ছিরি রুচি নিয়েও এখন পর্যন্ত কোনো প্রেম হলো না; হাইফাই রুচি হলে কী জানি হতো!

: আবার কী দেখেন? আমার দিকে তাকান। অন্যদিকে তাকিয়ে থাকলে কথা বলা যায়?

-- এই মেয়েটাও কি বিচ্ছিরি?

: হুম। দেখেন না কী রকম বেঢপ লম্বা। এমনকি আপনার চেয়েও লম্বা।

-- তাহলে ওই কোণার মেয়েটা?

: ওই মেয়ের রক্তশূন্যতা আছে মনে হয়। কেমন জানি বিচ্ছিরি টাইপ ফর্সা।

-- এবার বলো, যে মেয়েটা মাত্র ঢুকলো সে কেমন?

: এই মেয়েটা জাঁদরেল চেহারা। ঝগড়াটে হবে। বিয়ে করলে বউ রেখে আপনার পালাতে হবে নিশ্চিত।

-- আর ওই মেয়েটা, যে জুস খাচ্ছে?

: ও তো শ্যামলা। শ্যামলা মেয়ে আপনার সাথে মানাবে না।

-- তাহলে ওই চশমিশ?

: আপনাকে না আগেই বলেছি, আপনি চশমা পরেন, আরেক চশমাওয়ালীকে বিয়ে করবেন না। পরে নেক্সট জেনারেশন মায়ের পেট থেকেই চশমা পরে বের হবে।

-- আচ্ছা, তাহলে যেই মেয়েটা কাউন্টারে বিল দিচ্ছে, সে কী রকম?

: ওর চেহারা তো আরো বিচ্ছিরি। পোষাকের কালার চয়েজও পঁচা।

-- আর হলুদ জামা পরা মেয়েটা?

: ও কী রকম ক্ষ্যাত দেখছেন না? এই ডিজাইনের ড্রেস কেউ আজকাল পরে! ইয়াক!

-- ও খোদা! রেস্টুরেন্টে আর একটামাত্র মেয়েই বাকি আছে। বাকি কাউকেই তোমার পছন্দ হলো না। এবার বলো, লাল শাড়ি পরা মেয়েটা কেমন। তুমি না বললে, আজকে আমাকে প্রেম করিয়ে দিবে? আমি তো বলেইছি, তোমার পছন্দ মতোই প্রেম করবো। প্লিজ, এবার নেগেটিভ কিছু বলো না।

: আচ্ছা, আপনি নিষেধ করছেন বলে নেগেটিভ কিছু বলছি না। তবে আপনি মনে হয় খেয়াল করেননি, মেয়েটার কপালে সিঁদুর দেয়া। একে বিয়ে করলে বিনা পরিশ্রমে দুয়েকটা বাচ্চাও পেতে পারেন। করবেন? হি হি হি।

-- এই দাড়াও দাড়াও। আরেকটা মেয়ে আসলো। এই মেয়েটা জোস। জিন্স, টি-শার্ট পরে আসছে। স্মার্ট আছে। সবদিক দিয়েই চমৎকার। একশতে একশ। এবার তোমার না বলার কোনো সুযোগ নেই।

: কী শুরু করলেন আপনি! আরেকবার কোনো মেয়ের দিকে তাকালে খোঁপার কাঁটা দিয়ে চোখ গেলে দিবো। এদিকে ঘুরে বসেন। অন্যদিকে তাকানো নিষেধ; একেবারে হারাম। এদের কেউই আপনার জন্য পারফেক্ট না।

-- তাহলে কে আমার জন্য পারফেক্ট?

: আমার চোখের দিকে তাকান।

-- তাকালাম। এই, কী হয়েছে? এই, কাঁদতেছো কেনো? চোখে কিছু পড়েছে নাকি?

: না, চোখে কিছু পড়েনি। এমনি কাঁদছি।

-- এমনি কেউ কাঁদে?

: আমি কাঁদি। আপনি এবার চুপ করেন। খাওয়া শেষ করেন, বাসায় যাবো।

-- আচ্ছা। আমার কি তাহলে কোনোদিন প্রেম হবে না?

: কিছু হলে এতোদিনে হয়ে যেতো। এখন মনে হচ্ছে আপনাকে দিয়ে আর কিছু হবে না।

-- কেন?

: কারণ আপনি যে গাধা! আপনি যে চোখের ভাষা বুঝেন না!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি বুঝলেই চলবে =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৫

রিয়াদ আল সাহাফ বলেছেন: সে বুঝে তো।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা লগল।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৬

রিয়াদ আল সাহাফ বলেছেন: ধন্যবাদ হাসু মামা।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি কিন্তু চোখের ভাষা বুঝি :P

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৭

রিয়াদ আল সাহাফ বলেছেন: আপনার তাহলে এই সমস্যা হবে না।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: চোখের ভাষা বুঝা খুব কঠিন কিছু না।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১১

রিয়াদ আল সাহাফ বলেছেন: একই জিনিস কারো কাছে সহজ কারো কাছে হয়তো দুর্বোধ্য।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

আরিফুল হক আকিব বলেছেন: নারী চোখ?সে ত বিশাল এক ধাঁধাঁ

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৩

রিয়াদ আল সাহাফ বলেছেন: আসলেই, কোনটা বুঝে কোনটা বলে ফেললে আবার কোন ঝামেলা হয়ে যায়! না বোঝাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.