![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সার্থক জনম অামার জন্মেছি এ দেশে; সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।
এক গ্রামে জমির আলী নামে এক বৃদ্ধ লোক ছিলেন। তার বয়স ছিল ১১০ বছর। এত বয়সের মানুষ গ্রামে আর ছিল না। তাই তার বেশ গর্ব ছিল বয়স নিয়ে এবং তিনি সবাইকে তার বয়স জানান দিতেন। কারো সাথে দেখা হলেই বলতেন-
আসসালামুআলাইকুম, আমি জমির আলী- ১১০, আপনার কত?
এরকম যাকেই পেতেন তাকেই বলতেন, আসসালামুআলাইকুম, আমি জমির আলী- ১১০, আপনার কত?
একদিন তিনি গেলেন পাশের গ্রামে। সেখানে দেখেন আরেক বৃদ্ধ বটগাছের তলায় বসে কাঁদছে।
তিনি তার কাছ যেয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি জমির আলী- ১১০, আপনার কত?
লোকটা বিরক্ত হয়ে বললেন, জমির আলী- ১১০ মানে কি?
জমির আলী একটু ভাব নিয়ে বললেন, আমার বয়স ১১০; আপনার কত?
বৃদ্ধ এবার একটু মুচকি হেসে বললেন, আমার বয়স ১২০
জমির আলীর মাথায় বাজ পড়লো , তার হাসি শুকিয়ে গেল
। তিনি বৃদ্ধকে বললেন, মিয়া ভাই কান্দেন কেন?
বৃদ্ধ বললেন, আমার বাবা বকেছে।
জমির আলীর মাথায় আবার বাজ পড়লো । তার মুখ ফ্যাকাশে হয়ে গেল
। তিনি মিনমিন করে জিজ্ঞেস বললেন, আপনার বাবাও আছে? তো আপনার বাবা বকলো কেন?
বৃদ্ধ বললেন, দাদার সাথে বেয়াদবি করেছি তাই।
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২
ঋদ্ধি বলেছেন: কৌতুকটি পড়ে কতখানি ফানী লাগলো বুঝতে পারছি না; তবে আমি প্রথমবার এটা শুনেছিলাম একজন হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসরের কাছে। ডাক্তার সাহেব এতো মজা করে বলেছিলেন, হেসেছিলাম অনেকক্ষণ।
২| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২১
বাকোশপোলের কালাম বলেছেন: হতভম্ব হয়ে গেলাম!
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
ঋদ্ধি বলেছেন: হতভম্ব হবার জন্যে ধন্যবাদ।
৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৯
আনু মোল্লাহ বলেছেন: বেশ ভালো লাগল। শুভেচ্ছা নিবেন।
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮
ঋদ্ধি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগলো, ফানী