![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-অদ্ভুত সবকিছু।
যখন কোন কাজে ডুবে থাকি তখন সেটাই হয়ে থাকে ধ্যানজ্ঞান ।
মনে হয় এটাই জীবনের মানে। কিন্তু অচিরেই প্রমাণিত হয়, এই ধরনের ভাবনা অলীক ছাড়া আর কিছু নয়।
যখন পরিচিত পরিবেশের মধ্যে থাকি, মনে হয় কিছুই পরিবর্তন হবে না। পরিবর্তনের চিন্তাও মাথায় আসে না । পরিচিত পরিবেশ, পরিচিত মুখ, পরিচিত চিন্তা। স্থির আনন্দ-দুখের জীবন। কিন্তু, নিয়মিত বিরতিতে ছেদ পরে । সব পরিবর্তন হয় । আমাদের অলক্ষ্যে নয়। একেবারে সামনা-সামনি। মেনে নিতে হয়।
কিছু সময় এক ধরনের মেজাজ খারাপ করা শূন্যতা কাজ করে। একটা সময় পর আবার নতুন ভাবনা চলে আসে। নতুন দুখ-আনন্দ । চলতে থাকে । এই চক্র থামে না। এটা থামার নয়
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০
রিমন মোড়ল বলেছেন: একই রকমের চক্র, শুধু পরিস্থিতি ভিন্ন। এবং আমাদের মানিয়ে নেয়ার ক্ষমতাও অস্বাভাবিক রকমের ।
আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯
হাসান মাহবুব বলেছেন: চক্রাবদ্ধ জীবনগতি!