নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিমন মোড়ল

আমি অন্য সবার মতই।

রিমন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

মানুষ হয়ে জন্মেছি। আই এম হিউম্যান ।

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

মানুষ হয়ে জন্মেছি

কোন হাত ছিল না

কোন পছন্দ ছিলনা

কোন বিকল্পও হয়ত ছিলনা

কোন অতীত ভাবনা ছিলনা

কোন ভবিষ্যৎ এর চিন্তা ছিল না

কোন ধারণা ছিলনা

কিন্তু জন্মেছি মানুষ হয়ে ।

এখন আমার অতীত আছে,

পছন্দ আছে,

বিকল্প চিন্তা আছে,

ভবিষ্যৎ আছে,

ভাবনা আছে!

মানুষের দুঃখ দেখে হতাশ হই।

হতাশা অত্যন্ত যন্ত্রণার,

আরও তীব্রতর হয়,

যখন মানুষের দুঃখ লাঘবের কোন ক্ষমতা থাকে না।

ভেবে যাই।





জীবন ও মৃত্যু,

সত্য ও অসত্যের এক অবিরাম আলাপন,

অনন্ত ঐ কষ্টের চাহনি,

অশ্রুযুক্ত নয়নের আহাজারি!



জীবন ও মৃত্যু,

আনন্দের আতিশয্য,

বেদনার নীলিমা মাখা,

অট্টহাসির বিকট শব্দ,

অবিরাম চেতনা!



জীবন ও মৃত্যু,

কল্পলোকের ভেলা,

স্বপ্নতুর ভবিষ্যৎ!

রক্তিম খেলা,

আবেগের নিঃসরণ!

অনন্তের পথে,

নিরন্তর চাওয়া!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.