নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিমন মোড়ল

আমি অন্য সবার মতই।

রিমন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

রিকশাওয়ালার ছবি!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৬

কিছুদিন আগে অফিস থেকে খিলগাঁও আসছিলাম ।

অফিস থেকে বের হয়ে ভাবলাম রিকশা নিব। একটা রিকশা ডাকলাম ।

- অই রিকশা যাবা?

-কই?

-খিলগাঁও রেলগেট। কত ?

- ৯০ টাকা।

-হ্যা? কত?!!!

-৯০ টাকা।

আমার তখন পুরা আক্কেলগুড়ুম। বলে কি। ২৫ টাকার ভাড়া ৯০ টাকা। পুরাই জিনিয়াস!

বললাম

-যামু না। তবে একটু দাড়াও ।

প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলাম।

তরুন তুর্কি রিকশাওয়ালা।

আমি মোবাইল ক্যামেরা দিয়ে সেই ড্রাইভারের ফটো তুল্লাম। এইবার সে পুরাই হতচকিত। ব্যাপক উদ্বিগ্ন হইয়া গেল! সে ফ্যাল ফ্যাল করে ভিতু চোখ-মুখে তাকায়া থাকল ! আর আমি আরেকটা রিকশা নিয়ে চলে আসলাম! :P

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: সে রিক্সাওয়ালা বললো যে, সেও আপনার ছবি তুলে রেখেছে, সময় মতো সামুতে দেবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

রিমন মোড়ল বলেছেন: যোগাযোগ রাখেন। আমাকে জানাবেন কিন্তু। :)
ধন্যবাদ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ফটু কোথায়?? ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

রিমন মোড়ল বলেছেন: মোবাইলেই আছে। !:#P

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: আরেকটু ফাঁপড় নিতেন!

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

রিমন মোড়ল বলেছেন: নিতে পারতাম। নিলাম না! বেচারা অলরেডি ভয় পাইছিল! 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.