নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ফেরিওয়ালা ...

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১০


উন্মাতাল দিনের রাঙা পাঁয়ে শেকল পড়াতে ইচ্ছে করে আজকাল;
আমি বিনা দর-দামে বেঁচে দিতে চাই অযৌক্তিক হাসি খেলা্র দিন,
আমি একদম বিনে পয়সায় নিলামে চোড়াতে চাই অযাচিত স্মৃতির মেলা ।
ক্লান্ত দিনের শেষে অনাবিল সূর্যের ডুবন্ত মুখ,
মাঘী সন্ধ্যায় উত্তাপ ছড়ানো আলিঙ্গন ;
সব কিছু একেবারেই মুছে ফেলতে চাই কোন এক অদৃশ্য বিলীন যন্ত্রের ছোঁয়ায় ।
এখানে এক চিলতে রোদও পড়েনি কোন দিন;
এমন অন্ধকার ঘুঁটঘুঁটেই ছিল ,
যেমন অন্ধকারে আগলে ছিল আমার শাড়ীর কালো আঁচল-ঘন লাল টিপ।
নীল চুড়িগুলো ভেঙ্গে যাচ্ছে একটা একটা করে,
ভেঙে যাচ্ছে সময় –ভেঙে যাচ্ছে ছন্দ।
মনে হয়, আর কোন দিন রোদ্দুরের গল্পের মোড়ক উন্মোচিত হবে না,
কোথাও ফুটে উঠবেনা একটা নীল পদ্ম।
নস্টালজিকের অভিপ্রায় বেঁচে দিতে চাই চিরদিনের জন্যে ;
হাঁপিয়ে উঠেছি খুব;
ক্লান্ত মস্তিষ্ক আর কোন স্মৃতি বহন করতে পারছে না,
সোনালী রঙ ছটা রোদ্দুর দিন নিলামে চড়িয়ে নিশ্চিন্তে চাষ করতে চাই আগত সময়।।


মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৫

এম. আরাফাত মাহমুদ বলেছেন: ভালো লিখেছেন

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩

রোদেলা বলেছেন: শুভেচ্ছা জানবেন।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ প্রামানিকদা।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৪

ফুলফোটে বলেছেন: আহারে...!!!!!!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১০

রোদেলা বলেছেন: :((

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪

সুমন কর বলেছেন: বেশ হয়েছে।

১ম+।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

রোদেলা বলেছেন: এই ছাই পাশ আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

৫| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭

খেয়ালি দুপুর বলেছেন: অসাধারণ লেগেছে কবিতা! অনেক অনেক ভাল থাকা হোক রোদেলা।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

রোদেলা বলেছেন: কবিতা হয়েছে কিনা বুঝতে পারছিনা,তবে আপনার নিক অসাধারন লেগেছে-খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০১

এস কাজী বলেছেন: বাহ ছবির সাথে কবিতাটার অপূর্ব মিল । সুন্দর সুন্দর :)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৪

রোদেলা বলেছেন: কেবলি নস্টালজিয়া,শুভেচ্ছে শতত.।.।

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩

জেন রসি বলেছেন: সব যন্ত্রণা মুছে গিয়ে বর্তমান উপভোগ্য হোক।

কবিতা ভালো লেগেছে।

++

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৫

রোদেলা বলেছেন: সাথে থাকুন ,এই সব হাবি জাবি পড়ুন তাতেই আমার ভালো লাগা।ধন্যবাদ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: ক্লান্তি, আর বিষাদের একঘেয়েমীতে জরাক্রান্ত হচ্ছে স্মৃতিরা, সেচ্ছায় চলে যাচ্ছে ইচ্ছেরা- এ এক অদ্ভুত নির্বাসনযজ্ঞ; সবকিছু মুছে ফেলে নতুনকে স্বাগত জানানোর যাত্রা শুভ হোক।
শুভেচ্ছা।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৭

রোদেলা বলেছেন: চেষ্টারা প্রতিনিয়ত ব্যর্থ হাসি হাসে .।.।।তবুও জীবন সাদা কালো থেকে রঙিন ফরমেটে আসতে চায়।

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো B-) B-)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

রোদেলা বলেছেন: শুভেচ্ছা গ্রহন করুন।

১০| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৪

ভ্রমরের ডানা বলেছেন: পঞ্চম ভাল লাগা। আপনার প্রতিটি কবিতা মন দিয়ে পড়ি। খুব ভাল লাগে।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭

রোদেলা বলেছেন: খুব কৃতজ্ঞ আমি-ভ্রমরের ডানা।

১১| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:০১

রোদেলা বলেছেন: শুভেচ্ছা সতত।

১২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৩

রোদেলা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ ভাবনা। বেশ ভাল কবিতা। মন ছুঁয়ে গেল।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭

রোদেলা বলেছেন: সাথে ফিরে যাবার জন্যে শুভেচ্ছা।।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩০

রুদ্র জাহেদ বলেছেন: লেখক বলেছেন: চেষ্টারা
প্রতিনিয়ত ব্যর্থ হাসি হাসে
.।.।।তবুও জীবন সাদা কালো
থেকে রঙিন ফরমেটে আসতে
চায়।
অনবদ্য ভাবনার কবিতা।খুব ভালো লাগল প্রিয় কবি

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

রোদেলা বলেছেন: খুব সুন্দর বলেছেন।






আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.