নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

ভারত -বাংলাদেশ কবিদের আবৃত্তি সন্ধ্যা।।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

সুধী,

কাব্যিক শুভেচ্ছা। উন্মুক্ত আকাশের রঙ ছড়ায় বাংলা কবিতার বিজয় মিছিল।
ভাতৃত্ব বন্ধনে ভৌগলিক সীমানা ছাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুগপৎ ভাবে চলছে বাংলা কবিতা।
অনুশীলন সাহিত্য পরিষদ এর আয়োজনে ১৩ ডিসেম্বর রোববার বিকেল ৩টা হতে (দুই অধিবেশনে) বিজয়নগরস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে দুুই বাংলার শতাধিক কবি’র সম্বর্ধনা, সম্মাননা
ও আবৃত্তি সন্ধ্যা ‘কাব্য রঙের ছোঁয়া’ অনুষ্ঠিত হবে।
নির্বাচিত কবিতা থেকে আবৃত্তি করবেন এ প্রজন্মের প্রতিভাবান বাচিক শিল্পীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আপনার / আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করছি।

আহ্বায়ক,

রোদেলা নীলা
যুগ্ন-মহা সচিব
অনুশীলন সাহিত্য পরিষদ
ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনুশীলন সাহিত্য পরিষদের যুগ্ম-মহা সচিব রোদেলা নীলাকে অনেক ধন্যবাদ।

কর্মসূচি সফল হোক :)

২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক দুর থেকে অনুষ্ঠান দেখার সৌভাগ্য ও সামর্থ্য কোনটাই জুটবে না অগত্যা দুর থেকেই অনুষ্ঠানে সাফল্য কামনা করছি,আয়োজকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সকল কলাকৌশলীদের কে অনেক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর আয়োজন ।

কবিতা আবৃতি পারি না !!!

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

রানার ব্লগ বলেছেন: :( আমি তো কবি না কবি হলে নিশ্চিত যেতাম। কবি হওয়া সহজ নয়, আর আমি কোঠিন কাজ একদম পারি না।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

উল্টা দূরবীন বলেছেন: কবিতা এবং আবৃতি দুটোই ভালোবাসি। কিন্তু আমার কণ্ঠ বাংলা হাঁসের মত। আবৃতিও জানি না। সুন্দর আয়োজনের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: আমিতো পরে দেখলাম.... :( হাহাহাহা.......আর যাওয়া লাগবো না....

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

রোদেলা বলেছেন: হা হা হা ,খুব মজা পেলাম .. :)

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: এমন সাহিত্য চর্চা আর কবিতা প্রীতির জন্য সাধুবাদ আর অভিনন্দন! আশাকরি অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়েছিলো। আফসোস হচ্ছে, সময় থাকতে চোখে পড়েনি আপনার লেখাটা। পড়লে যেতাম অবশ্যই।
আমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: @উল্টা দূরবীন,
হাঁস তো হাঁসই, ওদের গলার আবার বাঙলা ইংরেজ কী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.