নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত, ধর্মীয় উন্মাদ দ্বারা নয়!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

ধর্মকে অনাবশ্যকভাবে জটিল বানিয়ে ফেলেছে এক শ্রেণীর ধর্মব্যবহারকারী, তথা ধর্মব্যবসায়ী। এরাই সত্যিকার ধর্ম প্রেমিকদের মগজ ধোলাই করে রেখেছে ।

আমি আমার ধর্মকে ভালোবাসি,মেনে চলি, শ্রদ্ধা করি । আমার ধর্মের সকল নিয়ম-কানুন আমার কাছে পছন্দের । কারন আমি ধর্ম প্রেমিক ।

এখানে আমার প্রশ্ন হচ্ছে ধর্মকে ভয় পাব কেন? ধর্ম কি মানুষকে ভয় দেখানোর জন্য

কিছু মানুষ ধর্মকে ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত । অধিকাংশ ক্ষেত্রে এরাই ধর্মের নামে অপপ্রচার চালিয়ে বেড়াই।

বিজ্ঞানমুখর এই একবিংশ শতাব্দীতেও শতকোটি ধর্মীয় উন্মাদ বসবাস করে যারা নিমগ্ন আছে আদিম যুগীয় চিন্তা ভাবনা নিয়ে। খেয়াল করে দেখবেন এরা ধর্মের নামে ভুল ব্যাখ্যা শুধু দিয়ে বেড়ায় না, চালিয়ে যাচ্ছে ধর্মের নামে অপপ্রচার । অথচ হাজার হাজার বছর আগেও সক্রেটিস এরিস্টোটলের মত কালোত্তীর্ণ মানবেরা জন্ম নিয়েছিলেন। আমি একটা জিনিস লক্ষ্য করলাম "সময় সবাইকে আধুনিক করে না" আধুনিকতা নিজের একটি বোধ হতে স্ফুরিত হয়। এটির জন্য প্রয়োজন উন্নত মানসিকতার।

হতাশা অথবা অপরাধবোধ মানুষকে ধর্মান্ধ করে তুলে। Religious Delusion এক ধরনের মানসিক রোগ যা ধর্ম পালন করতে গিয়ে বাড়াবাড়ির কারনে সৃষ্টি হয়।

আক্রান্ত রোগী নিজকে ধর্মীয় অবতার ভাবতে শুরু করে। অবচেতন মনে সে ঈশ্বর

বা প্রয়াত ধর্মীয় গুরুর সাথে কথা বলে। পরে অন্যদেরকে বলে ঈশ্বর তাকে এইসব

কথা বলেছেন। এটা বলে সে নিজেকে বড় ভাবতে থাকে।

অামার মতে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত, ধর্মীয় উন্মাদ দ্বারা নয়!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:

মানুষ ধর্মকে বানায়েছিল সময়ের প্র‌্য়োজনে, সামন্তবাদ ও রাজতন্ত্রের নির্যাতনের প্রতিবাদ হিসেবে; প্রয়োজন শেষ হয়েছে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩০

রহস্যময় পৃথিবী বলেছেন: ধর্মের প্রয়োজন ফুরালে কিন্তু কোন নিয়ম কানুন মানুষ মানবে না, আর ধংসের দিকে এগুবে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:

"রহস্যময় পৃথিবী বলেছেন: ধর্মের প্রয়োজন ফুরালে কিন্তু কোন নিয়ম কানুন মানুষ মানবে না, আর ধংসের দিকে এগুবে। "

-ভুল ধারণা।

ধর্ম ছিল একটা আবিস্কার, সময়ের সাথে যার প্রয়োজন ফরায়ে যাবে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

রহস্যময় পৃথিবী বলেছেন: চাঁদগাজী বলেছেন:ধর্ম ছিল একটা আবিস্কার, সময়ের সাথে যার প্রয়োজন ফরায়ে যাবে।
-আমার মতে ধারনাটা ভিত্তিহীন ।

আমি কুরআন মানি । তাই বলেছি ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

নবাব চৌধুরী বলেছেন: চাঁদ গাজি ভাই আপনি বলেন তাহলে এখন সভ্যতাকে সামাল দিতে ধর্মের বদলে আর কী আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.