নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

" কালো তারে বলে গাঁয়ের লোক "

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৯

কৃষ্ণকলি. কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলাদিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
রবিন্দ্রনাথ সেই কোন উনিশ শতকে কৃষ্ণকলি মেয়ের উপরে প্রেমে পড়ার কথা লিখে গেছেন । লেখা গুলো পড়তে উপলব্ধি করতে আসলেই ভাল লাগে। হৃদয় ছুয়ে যায় ।

বন্ধু মাদারি খুব মনে পড়ছে তোমার কথা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতাম চট্টগ্রামে বোনের বাসায় থেকে। ক্লাস করে বাসায় ফেরার পথে বন্ধু আমাকে ডেকে দেখিয়েছিল ছাতা মাথায় এক রমনীকে। এইনা চেহারা তার আবার ভাব এটা বলে আমার সামনে বেঙ্গ করে। আমার যতদূর বিশ্বাস মাদারি জানত না সেই কৃষ্ণকলি আপুটি আসলে কে!!
পরের দিন একই সময় একই রাস্তায় আবার আমাদের সামনে দিয়ে আপুটিকে দেখেছিলাম।
“মাদারি তুমি কার না কার ছাতা দেখিয়ে আমারে বল দেখ ফালতু ভাবের মেয়ে না।কালো বলে ব্যাঙ্গ কর!!
”আমি দেখি ছাতার ভিতরের পিঠে লেখা “ নার্গিস”, শিক্ষিকা, চবি ।
সেই মাদারি কিন্তু পর দিন থেকে বাড়ি ফেরার সময় আমার সাথে আর বাড়ি ফিরত না। পাশ কাটিয়ে অন্য রাস্তায় দিয়ে যেত । মনে হয় তার ফর্সা চামড়ার ইগোতে কথাটি আঘাত দিয়েছিল।

আমি কিন্তু আসলে নারীবাদী নই। শুধু মাত্র নারীত্বে বিশ্বাসী নই।

আমি মানুষ!
আমি সাধারণ কেউ। ভাবছি ও সাধারণ কথা।

আমি তসলিমা নই,
আমি পুরুষের পা চাটা দাসী ও নই।
আমি বিশ্বাস করি-
মনের ইচ্ছার বাইরে জোড় করে সহবাস করায় যদি স্ত্রী কে ধর্ষন করা হয়,
তাহলে স্বল্প বেতনের স্বামীর আয় থেকে অযথা ব্যাগের পর ব্যাগ কেনাকাটা করাও ছিনতাই।

সাম্প্রতিককালে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পেইজ,গ্রুপে মেয়েদের নিয়ে প্রায় ব্যঙ্গ করা হয়।
বিষয় মেকআপ।
আটা ময়দা মাখা মেয়েরা।
এমন কি কিছুদিন আগে প্রথম আলোতে পড়লাম,
নবদম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে স্ত্রীকে মেকআপহীন অবস্থায় দেখতে পেয়ে।

আজ আপনি যে মেয়েকে নিয়ে ব্যঙ্গ করলেন আটা ময়দা রে,
আগামীকাল সেই বিবাহিত আপনি বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য পাউডারের ডিব্বা, লেবস্টিক হাতে বাসায় ফিরবেন।
কিন্তু কেন?
কারণ আপনিও চান আপনার বউ কে আর এক্টু বেশি আকর্ষণীয় লাগুক।
আপনার ও ইচ্ছে হয় সহকর্মীরা বলুক
"আপনার ঘরণী তো মাশ-আল্লাহ"।

ব্রিটিশরা চলে গেছে অনেক আগেই।
কিন্তু ওদের চিন্তা ধারা দিয়ে গেছে আমাদের আত্মায়।
আমাদের সমাজে সাদা/ফর্সা চামড়ার মেয়ে,
আমার মোটা বেতনের ছেলের মূল্যায়ন অসীম।
বিপরীত পক্ষ অপমানের বস্তু।

আমি আজ পর্যন্ত কোন পুরুষের মুখে শুনি নি-
বিয়ে করতে গিয়ে ঘটককে বলেছে "আমার জন্য একটা শ্যামলা মেয়ে দেখবেন।"

আমি কখনো এ ও দেখিনি স্কুলে যাওয়ার পথে ফর্সা মেয়ের পাশেই হেঁটে যাওয়া কালো মেয়েটিকে কেউ "ভালবাসি" লিখে প্রেমপত্র দিয়েছে। সবাই দৃষ্টি ঐ সাদা চামড়ার দিকেই ছিল। কালোমেয়েদের কেউ হয়তো ভালই বাসে না। কেবলই সময় কাটানো বা প্রেমের নামে ভোগ করার প্রয়াস।

বউ ফর্সা নাহলে সমাজে স্ট্যাটাস থাকবে না,
বাচ্চাকাচ্চা হলে ওরা ও ফর্সা হবে ব্লা ব্লা সব যৌক্তিক কথাও প্রচলিত আছে।

কখনও দেখেছেন
টিভিতে কালো কোন আপু খবর পাঠ করছেন?
কয়টি কালো মেয়েটি এয়ার হোস্টেস হয়েছে?
কিংবা কালো মেয়েটি নাটকের/সিনেমার হিরোইন? (গল্পের প্রয়োজনে ব্যতীত)
পরিসংখ্যান করে দেখবেন কি?
একটা ফর্সা মেয়ের বিয়ের প্রস্তাব/প্রেমের প্রস্তাব
এর তুলনায় একটা কালো মেয়ের কয়টা?
আর যৌতুক, সামাজিক অমর্যাদা তো আছেই।

শুনো মেয়ে,
নাক বোঁচা, চোখ চাকমা, লম্বা খাটো যাই হও না কেন তোমার চামড়া কিন্তু ফর্সা হতে হবেই।
তবেই তুমি সুন্দরী নামের পরিচয়পত্র পাবে।
নয়তো তোমার একটুকুই শুনে সন্তুষ্ট থাকতে হবে-
"কালো হলে কি হবে, মেয়েটার চেহারা ভালই"।

আজ আমরা আটা ময়দা কেন দিচ্ছি?
আমাদের একটু ফর্সা দেখাক,
ফর্সাদের মত আমাকেও কেউ সুন্দরী বলুক।
কালো বলে আমি যেন ছোট না হই,
নিরব অপমানের আস্তরে আমি ঢাকা না পড়ি।

কালো যদি মন্দ হত কেশ পাকিলে কান্দ ক্যানে?

শুনুন ভাই,
আমি আজ চ্যালেঞ্জ করছি-
আপনি আর আপনারা ফর্সা মেয়েদের বাদ দিয়ে
কালো মেয়েকে নির্দ্বিধায় বিনাশর্তে বিয়ে করুন,
সম্মান দিন,
পছন্দ করুন,
মর্যাদা দিন,
কাল থেকে একটা মেয়েও আর আটা মাখবে না।
কাল থেকে ফেয়ার এন্ড লাভলী, বি বি ক্রিম কোম্পানির ধ্বস নামবে।
কাল থেকে কেউ আর অযথা ফর্সা হয়ে
আপনার দৃষ্টি আকর্ষণের জন্য
পাউডারের আস্তরে নিজের কালোত্ব লুকাবে না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১৯

শিশির মোরশেদ বলেছেন: আসলেই,ভাই,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.