নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

সুখী মানুষের জামা

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২১

সুখী মানুষের গল্পটা প্রায় সবাই জানেন।
সুখী মানুষটি জবাব দিয়েছিল
- সাহেব আমার তো কোন জামা নেই।

আসলে সুখ জিনিষটা কী তা নিয়ে অনেকেই দিধা-দন্দে থাকি । অনেকেই ভাবি সুখ-শান্তি মানে সমস্যামুক্ত জীবন। যদি আমরা কেউ এমনটা মনে করি তাহলে সৃষ্টিকর্তার দেওয়া মূলনীতির সাথে কিছুতেই যায় না।

* যদি কোরঅান প্রসঙ্গে আসি আল্লাহতালা
তিনি বলেছেনঃ
‘আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মধ্যে (থাকবে এভাবেই); সূরা আল বালাদ, আয়াত ৪।

আমরা যদি কেউ দুনিয়ার জীবনে পরম শান্তি লাভ করতে চাই; যদি কেউ ভেবে থাকি যে একটু চেষ্টা করলেই বুঝি দুখ-কষ্টহীন একটা জীবন পাওয়া যেত; কিংবা এমন না হয়ে এমন হলে মনে হয় আমার জীবনে আর কোনো কষ্টই থাকতো না—তাহলে চরম ভুল ধারণার মধ্যে আছি। সম্পূর্ণ সমস্যামুক্ত পরম শান্তির জীবন পৃথিবীতে লাভ করা সম্ভব নয়।

অনন্ত সুখ স্বর্গে নাকি এই পৃথিবীতে?
সুখ কীসের ওপর নির্ভর করে? আপনি কোথায় আছেন তার ওপর? বেশির ভাগ লোকই একবাক্যে স্বীকার করবে যে সুখ নির্ভর করে ভাল স্বাস্থ্য, জীবনের লক্ষ্য ও অন্যদের সঙ্গে সুন্দর সম্পর্কের ওপর।
*এই সম্বন্ধে বাইবেলের একটা প্রবাদ বলে:
“প্রণয়ভাবের সহিত শাক ভক্ষণ ভাল, তবু দ্বেষভাবের সহিত পুষ্ট গোরু ভাল নয়।”—হিতোপদেশ ১৫:১৭.

দুঃখের সঙ্গে বলতে হয় যে অনেক আগে থেকেই এই পৃথিবী ঘৃণা, দৌরাত্ম্য ও নানারকম দুষ্টতায় ভরা
তাহলে, স্বর্গ বা আত্মিক জগৎ সম্বন্ধে কী বলা যায়, মারা যাওয়ার পর যেখানে অনেকে যাবে বলে আশা করে থাকে? এটা কি আসলেই এমন এক জায়গা যেখানে অনেক সুখ ও শান্তি রয়েছে? (My curious mind wanted to know that),,,

কাজী নজরুল ঠিকই বলেছেন, পবিত্র হৃদয়ের থেকে বড় কিছু নেই।

" ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি’।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহবান,
এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

শেখ ফজলল করিমের কবিতার উদাহরন দিয়েই বলতে হয়;
" প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর!"

অধার্মিক, আধা ধার্মিক, অতি আধুনিক, অবিশ্বাসী, বস্তুবাদী, মানবতাবাদী আপনি যে হোন না কেন আপনার সুখ ভাই আসলেই আপনার হৃদয়ের।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি বুঝি যে জীবন বহন করে যাচ্ছি, তা যেন হাসি,আনন্দ আর কান্নায় ভরে থাকে।। কারন এটাই ইহলৌকিক।।।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: শুধু ভাবুন সুখে আছি- তাহলেই সুখে থাকতে পারবেন।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

ভারী চশমা বলেছেন: ভাল লিখেছেন।আসলে সুখময় ক্ষণগুলো আমাদের চারপাশেই লুকিয়ে থাকে। শুধু খুঁজে নিতে হয়।


৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

ওমেরা বলেছেন: পৃথিবী পরিপূর্ণ সুখের জায়গা নয় । সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপু।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৪

রহস্যময় পৃথিবী বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৮

রহস্যময় পৃথিবী বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.