নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প-২

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫

মগজের ভেতর জন্ম নেয় ধোয়ার কল্পরাজ্য।
রাজ্যের অন্ধ ঘুম এসে ভীড় জমা‌য় আমার চোখের পাতায়।
গীটারের ফ্রেডে চাপ দিলেই পৃথিবী মাতে এক অদ্ভুত শান্তির হাহাকারে।
চশমার কাচে মুছে যায় জীবনের সকল হতাশা, ক্লান্তি। আর নেশা উঠে চায়ের কাপে, মগজের ঘুম ঘরে।
সয়ে গেছে পৃথিবীর সকল আঁধার,
যেখানে মনের গভীরে থাকে আনন্দ আর হতাশা।
গ্রামের সেই আঁকা বাঁকা মেঠো পথটির কথা মনে পড়ে,
মনে পড়ে যায় দুষ্টু ছেলেটির ল‍্যাঙ মেরে ফেলে দেওয়ার কথা।
আর মনে পড়ে পেয়ারা গাছে পাখির বাসাটির কথা।
সরল মেয়েটি দুটি পুতুল দিয়ে আমাকে বলেছিল,
আজ থেকে তুই আমার সই ‌হবি?
গার্লস স্কুলের ছাউনিতে বাজে সব কুয়াশার গান।
যেখানে হাওয়ায় হাওয়ায় প্রতি মুহুর্তে জীবনের নতুন শুরু।
আর মনে পড়ে স্কুলের সেই কৃষ্ণচূড়া গাছটির কথা। যেখানে কৃষ্ণচূড়ার রঙ হারিয়ে যায় না হতাশার অন্ধকারে।
সেখানে ছেলেবেলার স্বপ্নেরা ছায়ার মতো হেটে চলে। স্মৃতিতে রঙ্গিন আলোয় হাসিমুখে ফুটে এক আনন্দ নগর। সেখানে আজও আমার মনের গভীর কোনে স্বপ্নের হাসি-মুখ মানুষ গুলো।
তুমি আমি বড্ড ব্যস্ত, নগর ব্যস্ততায় জড়িয়েছি যে।
ঘুমের অবচেতনে শহরের কোলাহলে ধোয়া হয়ে যাই আমি।
ল্যাম্পপোস্টের আলোয় জমে নগরীর সব ছায়াদের দীর্ঘশ্বাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.