নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প ৪

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

চারিদিক অন্ধকার...
আকাশের ওই পানে চেয়ে দেখেছি
অন্ধকার...
আর
তার মাঝখানে বসে আমি একা,
একাত্তরের দিনগুলি বইটি পড়ছিলাম।
এরই মাঝে আকাশের দিকে তাকিয়ে দেখি
সবকিছু যেন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে।।
ধূসর মেঘগুলো উড়ে বেড়াচ্ছে।
মাথার ভিতর খালি একটি প্রশ্ন ঘোরাফেরা করছে সারাদিন।
পাইনি , আমি পাইনি কোনো উত্তর।
সারাদিন শুধু ভেবেছি আর ভেবেছি,
আমি ক্লান্ত।

অসমাপ্ত অর্থাৎ যার সমাপ্তি নেই।
যার শুরু আছে; তবে শেষ কোথায়!
অথবা সেই অসমাপ্ত জায়গা থেকে শুরু হয় নতুন কিছু। যেমন, শেষ বিকেল।
দিন শেষে নেমে আসে অন্ধকার।
তবে শেষ বিকেলে না থাকে পূর্ণ অন্ধকার;
না থাকে পূর্ণ আলো। সময়টি হচ্ছে আলো ও অন্ধকারের মাঝামাঝি।
সেটি পৃথিবীর অসমাপ্ত সময়।
সুতরাং অসমাপ্ত সব কিছুই অপূর্ণ হলেও তার চিত্রটি থাকে শেষবিকেলের মতো অসাধারণ।
যার সৌন্দর্য অনুভব করার আগেই শেষ হয়ে যায়।
নেমে আসে অন্ধকার।

মাঝে মাঝে আমার লেখা অসমাপ্ত গল্প গুলো
মাথার ভিতর অদ্ভুত ব্যথা তৈরি করে,
আচ্ছা আমার সব অসমাপ্ত গল্পগুলি কি কখনই
লেখা শেষ হবে না!
নাকি অনন্তকাল আমি লিখে চলব সময় গুলোর অসমাপ্ত গল্প।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.