নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প-৫

১৫ ই জুন, ২০১৯ রাত ১২:৩৯


কাথা থেকে মাথাটা একটু বের করে বাইরে তাকালাম। জানালা দিয়ে অবিরাম বর্ষণ দেখা যায়। বৃষ্টির রিমঝিম শব্দ হচ্ছে। বাইরে চমৎকার আবহাওয়া। উপরে তলায় টিনের চালে মনে হচ্ছে কেউ নুপুর পরে নাচছে। বাইরে যাবার প্রশ্নই উঠে না। কাথাটা আবার মুড়ি দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম।
সেদিন মেয়েটির অনেক গল্প জমানো ছিল লেখার মতন। আজ আর বলার মতো কোন গল্পই মনে পড়ছে না।

সেই কবেই সাগরদাড়ির বুকে কপোতাক্ষ বিলীন
হয়েছে। তবুও শুয়ে শুয়ে মেয়েটির কল্পনায় ছেলেবেলার নদী। চোখ বন্ধ করতেই দেখা পাচ্ছে,,,

নীলচে নদী। অবিরাম বয়ে যায়।
অচেনা মাঝি ঐ নদীটায়
হাওয়া বয়ে যায়!
স্রোত বয়ে যায়!
স্রোতের সুরে পাগলা হাওয়ায়
মাঝি আনমনে গান গায়!
নিরালায় নাও বায় -
আর আনমনে গান গায়!

The great philosopher " John locke " এর মতে -
অতিরিক্ত অসুস্থতার মাঝে মানুষের ভিতর জীবন নিয়ে এক ধরনের হাই ফিলোসোফি কাজ করে,,,

মাথার ভেতর ভাল্লাগেনা নামক পোকারা মাকড়সার জালের মতো এলোমেলো ভাবে জাল বুনতে থাকে মেয়েটির। কোনো কোনো বিষন্নতার গল্প কাউকে বলা যায় না। অদ্ভুত সেই বিষন্নতা। বিচিত্র সেই মন খারাপ। আর সেই জালে হাসি আর আনন্দ গুলো আটকে যায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৯ রাত ২:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন নামক নৌকা সময় নদীতে বহমান....

২| ১৫ ই জুন, ২০১৯ সকাল ১১:১৯

মা.হাসান বলেছেন: আপনার লেখা ঝরঝরে, বানান ভুলের পরিমাণ অত্যন্ত কম। আমার কাছে লেখা ভাল মনে হয়েছে। যারা লিখেন, তাদের একটা অংশ অপরে কি ভাবলো বা অপরে পড়লো কিনা এর তোয়াক্কা না করেই লেখেন। তবে সম্ভবত অধিকাংশই চান অপরে পড়ুক এবং মন্তব্য করুক । আপনি প্রথম দলের হলে আমার এই মন্তব্য নিষ্প্রয়োজন। দ্বিতীয় দলের হলে বলব, ছবিটি লেখার শেষে না দিয়ে শুরুতে এড করলে আপনার লেখার ভিউ অনেক বাড়তে পারত বলে মনে হয়।

৩| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: এত ছোট পোষ্ট কেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.