নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প-৬

১৮ ই জুন, ২০১৯ রাত ৮:৫৯

গল্পের প্লট গল্পের স্টেশনেই হাবুডুবু খায়,
এই তো হারিয়ে যাওয়া স্রোতের বিপরীতে।
জোছনার কানে কানে আজো বলি,
একটু আলো তুলে দাও হাতের মুঠোয়,
চেতনার নীল সোপান ছুঁয়ে দেয় আবেগকে।

দুঃখ বিলাস,অস্থির সুখের পায়রা সবই নিয়েছি,
জানি নিজেকে খুঁজে পাবনা সুতীব্র আলোয়
ব্যাস্ত স্রোতের ডানায় চড়েছি বলে।
ভেসেছি পলাশের মুগ্ধতায়, শীতের কুয়াশায়..
নিঝুম শীতের রাতে, ঝিরিঝিরি কুয়াশায়,
চোখ ভিজলো, মুখ ভিজলো..
হৃদয়টা ভিজলো না।

সিদ্ধান্তহীনতার অপরাধ যখন ঠাঁই নেয়
অশুভ ভিমরতির আড়ালে
স্বপ্নকে মনের চিলেকোঠায় খুঁজে না পেয়ে
আজ না হয় বিস্মৃতির বদ্ধ কুঠিরে
কড়া নাড়লাম ..
আঁধারকে প্রশ্রয় দিতে গেলে মনের গহীনে
নিজের ঠিকানা করে নেয়

একটি অসমাপ্ত গল্প এখানে শেষ নয়
মনে রেখ দুরন্ত ভালবাসা পেলে গল্প ছেড়ে আমিও কবিতা লিখবো একদিন।

মনে রেখ....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।আরও ভালো লিখার প্রত্যাশা করি।

৩| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১৩

মেঘ প্রিয় বালক বলেছেন: সুন্দর প্রকাশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.