নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময় পৃথিবী

ঝুলছি সময়ের কার্ণিশে, নীল কিংবা লাল সময় বুঝে। হঠাৎ হঠাৎ, নিশ্চুপ কবিতারা সময় দিশেহারা। তারপর চুপচাপ অন্তহীন সময় তবুও ঝুলে থাকার জয়। মানুষের সব বিশ্বাস আসলে অবিশ্বাস থেকে জন্ম! আমার মধ্যে আমি স্বতন্ত্র জীবন যাপন করছি! পৃথিবীটা রহস্যের, রহস্য শেষ হয়ে গেলে বেঁচে থাকতে ইচ্ছা হয় না।

রহস্যময় পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত গল্প-৮

২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৮


শব্দরা মরে না। ওরা ক্লান্ত হলে, ঘুমিয়ে পড়ে।
স্বপ্নের ভেতর শব্দগুলো বেপরোয়া চলে তাদের ইচ্ছেমতো। অবিরাম মিলিয়ে যায় মনের কোণের স্বপ্ন যত। শব্দগুলো স্বপ্ন দেখায়।।

কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে, তখন চলে স্বপ্নের সাথে খেলা। এরপর ওরা একে একে জাগে। মুক্তি মেলে তখন কবির আর কবিতার ।।

গল্পটা কবে শুরু হয়েছিলো তা ঠিকমত মনে করতে পারছি না। স্বপ্নের শুরুর কথা কি আর কারো মনে থাকে? স্বপ্ন যেমন হঠাৎ শুরু হয়ে নিজের মত চলতে থাকে, গল্পের শুরুটাও তেমনি হঠাৎ।।

যে ঘটনা কোন পূর্বাভাস না দিয়ে শুরু হয় আবার পুর্বাভাস না দিয়েই শেষ হয়ে যায়, তাকে স্বপ্ন ছাড়া আর কি বলা যায় !!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


লেখা বেশী রূপক হয়ে যাচ্ছে, আরো বাস্তবতা দেন লেখাকে, লেখাকে জীবনের সুর দেন।

২| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।

৩| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: স্বপ্ন মানুষকে ভাবায় ;প্রহত করে।কেবল মাত্র স্বপ্নের বলেই একজন মানুষ তার পরবর্তী দিনগুলোতে বেঁচে থাকার সংকল্প করে।এটা মহান আল্লাহ্‌র অশেষ সুন্দর একটি নেয়ামত।আর সুন্দর নেয়ামতের সুন্দর ব্যাবহারই কাম্য।

৪| ২৩ শে জুন, ২০১৯ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: চলুক.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.