নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

লেখা চুরি নিয়ে ব্লগ কতৃপক্ষ আপনাদের অবস্থান স্পষ্ট করবেন কি?

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

সামহোয়ারইন ব্লগের লেখা যেন নেটজগতের অন্য কেউ সহজে টুকলিফাই করতে না পারে সেজন্য ব্লগ কতৃপক্ষ লেখা কপি করার প্রক্রিয়াটি কঠিন করেছেন অনেকদিন হলো। যদিও প্রক্রিয়াটি ফুলপ্রুফ নয়, সামহোয়ারইন থেকে লেখা চুরি হয়ত কিছুটা কমেছে; এখন আগের মত কেউ অভিযোগ করেননা তার লেখা কেউ মেরে দিয়েছে।

রাজীব নুরের লেখা চুরির অভ্যাস আছে - এটা ব্লগের (প্রায়)সবার জানা। এ নিয়ে তাকে আমি, অপু, ম্যাভেরিক সহ অনেকে অনেক কিছু বলেছি। কিছুদিন চোরা রাজীব চুরি বন্ধ করলেও আজ আবার সে অন্যের লেখা মেরে দিয়ে ব্লগে পোস্ট করেছে। ওকে, চোরের চুরির অভ্যাস এত সহজে যাবার নয়, কিন্তু দুঃখের বিষয় সেই চোরাই পোস্ট ব্লগের মডারেটর কাল্পনিক_ভালোবাসা লাইক করেছেন এবং পোস্ট টি বর্তমানে নির্বাচিত পাতায় শোভা পাচ্ছে।

লেখা চুরি নিয়ে এটা কি কতৃপক্ষের ডাবল স্টানডার্ড নয়! বিষয়টা অনেকটা এমনঃ আমার ব্লগ পাতার লেখা চুরি হতে দেবোনা, কিন্তু, অন্য কোথাও থেকে চুরি করে আনা লেখা আমরা প্রমোট করবো!

আপডেটঃ
১। চুরি ধরিয়ে দেয়ায় আমাকে “ছাগল“ “গাধা” এসব শুনতে হলো রাজীবের কাছ থেকে।
২। অনেক “শিক্ষিত” ”সচেতন” ব্লগাররাও জানেন না যে রাজীব যা করেছে তা দিনে দুূপুরে চুরি।

৩। [সকাল ৭:১৪; ২ ফেব ২০২২] কতৃপক্ষের নীরবতাকে কতৃপক্ষের অবস্থান ধরে নেয়া যায় কিনা ভাবছি!
৪। [সকাল ১০:২৮; ২ ফেব ২০২২] শ্রদ্ধেয় ব্লগারদের যৌক্তিক অনুরোধে শিরোণাম থেকে " লেখা চোর রাজীব নূর — " বাদ দেয়া হলো।


রাজীব এর পোস্ট

রাজীব যেখান থেকে চুরি করেছে

মন্তব্য ৬৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় প্রথম আলো থেকে নেয়া

তাও যদি সূত্র প্রথম আলো বলা হতো তাহলেই তো দোষ থাকতো না

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৭

আরইউ বলেছেন:



আসলে এভাবে কপিপেস্ট করাটাই অন্যায়। প্রথম আলোর সূত্র দিলেও এটা টুকলিফাই।

২| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা....... বাবা তোমার দরবারে সব চোরাদের খেলা =p~
কেউ চোর ধরে,
কেউ প্রমোট করে,
আমি অধম লাফাই..... :P :D

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৯

আরইউ বলেছেন:



রাজীব প্রমানিত লেখা চোর এটা সবাই জানে। কিন্তু, কতৃপক্ষ চুরি নিরুৎসাহিত না করে একটিভলি সেই চোর্যকর্ম প্রোমোট করলেতো সমস্যা।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: রাজীব দেখি সূত্রসহ টুকলিফাই করেছে!

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

আরইউ বলেছেন:


হ্যা! সূত্রও মেরে দিয়েছে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫১

সাসুম বলেছেন: @ব্লগার আর ইউ- দেখতে পেলাম উনি একটা সূত্র লিখে দিয়েছেন পোস্টের নীচে। এটাকে চুরি বলা যায়না। বরং রাজীব নূর আগে সূত্র দিতোনা লিখায় এখন সূত্র দেয় এজন্য আমাদের সবার সাধুবাদ পাবার যোগ্য। অন্তত উন্নতি হয়েছে।

বিঃদ্রঃ আমাদের এই মুহুর্তে ব্লগে চুরি বা টুক্লি ছাড়া লেখার মত ব্লগার গুনতে হলে হাতের এক আংগুলে গুনে শেষ করে ফেলা যাবে। সব মাছেই গু খায় খালি নাম খারাপ হয় রাজিব নূর মাছের।

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

আরইউ বলেছেন:



সাসুমঃ হ্যা, তার উন্নতি হয়েছে। এখন অন্য লেখার সূত্রও মেরে দিচ্ছে।

আর হ্যা, কোনটাকে লেখা চুরি বলে তা নিয়ে আপনার স্পষ্ট ধারণা নেই বুঝতে পারছি।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৬

সোনালি কাবিন বলেছেন: রাজীব্বাইয়ের অবস্থা নুরু সাবের মত হয়ে যাবে নাকি আবার ? 8-|

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

আরইউ বলেছেন: উপরওয়ালার কাছে দোয়া করেন! হা হা হা।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩২

অপু তানভীর বলেছেন: হায় রে কপি পেস্ট !

নিচে রেফারেন্স দেখে অনেকের মনে হতে পারে যে লেখাটা রেফারেন্স রহ পোস্ট করা হয়েছে । কিন্তু একটু ভাল করে খেয়াল করলে আসল কপি পেস্টের ব্যাপারটা ধরা পড়বে !

প্রথম আলোর ওয়েবসাইটে লেখাটা যে লিখেছে সে রেফারেন্স হিসাবে ঐ বইয়ের নাম দিয়েছেন । আর আমাদের জনাব ব্লগার সাহেব সেই রেফারেন্স সহ লেখা সেখানে হুবাহু কপি করে এখানে পোস্ট করে দিয়েছে ।

ব্যাপারটা কিন্তু এমন না যে উনি বইটা পড়ে ঘেটে সম্পাদনা করে তারপর লিখেছেন। সেখানে রেফারেন্স দিয়েছে । তেমন হলে কোন সমস্যা ছিল না । এখানে রেফারেন্সটাও ঐ প্রথমআলোর সাইটে দেওয়া ছিল ।

আরও ভাল করে উদাহরন দিলে ব্যাপারটা পরিস্কার হবে । আমার এই পোস্টের ভেতরে ঢুকলে দেখতে পাবেন পোস্টে কিছু আছে এবং নিচে তিনটা সুত্র উল্লেখ করা আছে । আমি এই লেখা লিখেছি এই সুত্রের সাহায্য নিজে । এখন কেউ যদি আমার লেখা হুবাহু করি করে সুত্র সহ এবং ব্লগেই পোস্ট করে তাহলে সেটা কে কপি পেস্ট বলা হবে কি না ? অবশ্যই হবে । এখন সে যদি সে যদি বলে সে সুত্র উল্লেখ করেছে তবে সেটা গ্রহনযোগ্য হবে? পোস্ট দেখে মনে হবে সুত্র তো উল্লেখ করেছে । এখানেও হুবাহু তাই হয়েছে ।

এখানে জনাব ব্লগার সাহেব যেখান থেকে কপি পেস্ট করেছেন সেখানকার লিংক উল্লেখ করতেন তাহলে ব্যপারটা গ্রহনযোগ্য হত ! অথবা এমন হত উনি লিখতেন ওমুক স্থান হতে কপি পেস্ট কৃত তাহলে ভাল হত !

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৪

আরইউ বলেছেন:



ধন্যবাদ, অপু। রাজীবের চুরির বিষয়টা নিয়ে আমি আদতে মোটেও চিন্তিত নই। রাজীব বেহায়া শ্রেনীর মানুষ; সে চুরি করবে আবার বড় গলায় কথা বলবে এমনটাই আমি আশা করি। আমি অবাক হয়েছি কাল্পনিক_ভালোবাসা লেখাটিকে নির্বাচিত পাতায় নিয়েছেন দেখে।

মুক্তিযুদ্ধ / মুক্তিযোদ্ধা বিষয়ক পোস্ট বলে উনি হয়ত খেয়াল করেননি। কিন্তু, ওনার মনে রাখা উচিত রাজীব প্রমানিত লেখা চোর। রাজীবের পোস্ট শুড নেভার গেট এ ফ্রি পাস।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কপিরাইট কী এবং কত প্রকার, উত্তর জানলে বেহুশ হয়ে যাবেন। তাই লিখব না তবে শুধু এতটুকু বলব, নতুন লেখা হুট করে কোথাও প্রকাশ করবেন না।

লেখাচুরি নিয়ে যত মামলা হয়েছে বেশির ভাগ পাবলিসিটির জন্য হয়েে।

লেখাচোর শব্দ আমার কাছে আতঙ্ক! :(

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪১

আরইউ বলেছেন:


ধন্যবাদ, মোহাম্মাদ। কপিরাইট নিয়ে আমি কিছুটা জানি। আপনি বিষয়টা নিয়ে সংক্ষেপে লিখুননা, প্লিজ।

কারো কারো কাছে “লেখাচোর” শুনতে ভালোলাগে।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৫

সাসুম বলেছেন: আর হ্যা, কোনটাকে লেখা চুরি বলে তা নিয়ে আপনার স্পষ্ট ধারণা নেই বুঝতে পারছি।
আচ্ছা

বেনিফিট অফ ডাউট বলে একটা কথা আছে দুনিয়াতে। রাজীব সাহেব যেহেতু একটা সূত্র উল্লেখ করে দিয়েছেন সো উনাকে এটা দেয়াই যায়। যদিও দেয়া না দেয়া আপনার নিজের ব্যাপার। তবে এ ধরণের লিখার ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় সেটা হল - উপরে অপুর দেখানো মতে দেয়া।

আমিও জানি আপ্নিও জানেন রাজীব নুর টুকলিফাই মেরেছেন , আমি জাস্ট তাকে বেনিফিট অফ ডাউট দিলাম এই কারনে যে সূত্র দেয়ার অভ্যাস হইছে , নেক্সট এ আরো পরিপক্ক হবে তার লিখা, উপরে অপুর দেখানো পথে লিখবেন উনি।

বিঃদ্রঃ পোস্টে আপডেট দিয়ে পারসোনালি খোচা মারা টা ভাল লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২

আরইউ বলেছেন:



বিশ্বাস করুন, রাজীবকে অনেকবার বেনিফিট অফ ডাউট দেয়া হয়েছে। সে যে অপরাধ করেছে/ করছে এটাইতো সে বোঝেনা।


বিঃদ্রঃ ব্লগিং না হলে ঠিক জমেনা!

৯| ৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইদানিং ইহাই কালচার। সবটে লিখা শুরু করে,আমি যখন এই ছিলাম......... লিখার শেষে যাইয়া দেখা যায় উহা সংগ্রীহিত!

কেউ কপি পেষ্টকে চুরি মনে করে না ইদানিং ভাবে 'সংগ্রীহিত' লিখিয়া দিয়াছি।

সবাই ভুলিয়া যায় যে লেখার নিচে একটা শেয়ার বাটন থাকে!

৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

আরইউ বলেছেন:



বিষয়টা খুবই দুঃখজনক। অন্যের জিনিস নিজের বলে কী লাভ?

১০| ৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৩

কুশন বলেছেন:



রাজিব নুর লেখেন, মন্তব্য করেন, ব্লগার হিসেবে তিনি অবশ্যই আলোচনায় আসবেন সব সময়।

৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

আরইউ বলেছেন:



চমৎকার মন্তব্য করেছেন। এই নিন কেয়া বল সাবানের পক্ষ হতে একটি গিফ্ট হ্যামপার।

১১| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫৮

সোবুজ বলেছেন: সূত্র স্পষ্ট উল্লেখ করা আছে।এটা সমালোচনা করার জন্য সমালোচনা করা।

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৬

আরইউ বলেছেন:




আপনার জন্যও থাকছে কেয়া বল সাবানের পক্ষ হতে একটি গিফ্ট হ্যামপার।

১২| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২১

জিকোব্লগ বলেছেন:



রাজীব নুর কে লেখা চোর খেতাব দিয়ে,
তার নিকের আগে 'লেখা চোর' যুক্ত করা হোক!

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৮

আরইউ বলেছেন:



এটা সময়ের দাবী তাই আমি পোস্টের শিরোণামে “লেখা চোর“ রাজীব নূর যুক্ত করলাম।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আমি লিখতে পারি না , কিন্তু প্রচুর ইচ্ছে এইরকম সেইরকম ব্লগার হবার । উনার মতো করে লিখলে আমাকে চোর বলা হবে নাকি ব্লগার বলা যাবে ? মডারেটর এর সাপোর্ট ও তিনি পাচ্ছেন কিন্তু !

'' গদাম '' শব্দটাকে মিস করি প্রচুর X(( X((

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

আরইউ বলেছেন:



এই সাপোর্ট টাই আমাকে হতাশ করেছে, তানীম!

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৯

আমি তুমি আমরা বলেছেন: সে এক আজীব চুর।
চুরি করা লেখায় তার ব্লগবাড়ী ভরপুর।
লেখা চুরি ধরিয়ে দিয়ে লজ্জা দেবেন?
তার লজ্জা যেন হাওয়ায় মিলিয়ে যাওয়া কর্পূর।

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:১১

আরইউ বলেছেন:



হা হা হা। অনুমতি দিন, লাইনগুলো প্রয়োজনে ব্যবহার করতে চাই।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:০৯

নীল আকাশ বলেছেন: খুব সম্ভব কাভা ভাই রাজিবের তেলেসমাতি বুঝতে পারেননি। মনে করেছেন রানু অনেক খেটে খুটে সেই বই ঘেটে এই যুদ্ধের কাহিনী লিখেছে।
আফসুস! সামু থেক্র রানুকে একটা ভালো কোয়ালিটির মাউস গিফট করা উচিত যেন সে আরো ভালোভাবে ড্রাগ করে কপি করতে পারে।
কুশন এসেছে ভাল কথা কিন্তু এই চীজ সোবুজটা কে চিনলাম না।
কুশনের সহদোর নাকি?

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:১৫

আরইউ বলেছেন:



এমন কিছু হয়ত হয়েছে।

সোবুজ শ্রেফ একটা কপিক্যাট। মাস্তান গাজীর ভাব ধরতে চাচ্ছে, কিন্তু পেরে উঠছেনা। পেছনে হয়ত রাজীব নূর বা তার মত কোন সাগরেদের হাত আছে। ওরা ছাড়া কোন বুদ্ধিমান ব্লগার কেন বেহায়াটাকে নকল করে মন্তব্য করতে চাইবে?

১৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:১২

নীল আকাশ বলেছেন:
সম্ভবত স্ট্যান্ডবাই ইউনিট

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:১৭

আরইউ বলেছেন: এগুলো ক্যাচাল করার জন্যই তৈরী করা হয়েছে।

১৭| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:০৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: কাল্পনিক ভালোবাসা থেকে কাভা ঠিক ছিলো। আমরা সেটা জানিও। কিন্তু নীল আকাশ যে হঠাৎ রানু বললেন, আমাদের মত ব্লগারদের তো বুঝতে অসুবিধা হয়!

নীল আকাশ সোবুজ এর আইডি ঠিকই দেখেছেন; অনেকেই আঁচও করতে পারে নি!

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

আরইউ বলেছেন:



হা হা হা! সবার নামতো আর সংক্ষেপে বলা হয়না। শুধু বড় বড় ব্লগারদের ভাগ্যেই এটা জোটে!

১৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:৫১

নেওয়াজ আলি বলেছেন: শিক্ষিত লোক তাই লেখা চুরি করে গ্রেট

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫২

আরইউ বলেছেন:




আমি নিশ্চিৎ রাজীব নকল করে পরীক্ষা পাস করেছে। তাই তার কাছে নকল করা কোন অপরাধ বলে মনে হয়না।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৯

রক্ত দান বলেছেন: এই করে করে এত নীতি কথা শুনায়? সেজন্যই তার ধর্ম সহ্য হয় না। কথায় বলে চোরায় শুনে না ধর্মের কাহিনী!

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৩

আরইউ বলেছেন:



এবং কথায় আরো বলে “চোরের মা‘র বড় গলা“

২০| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অভিযোগ খুবই গুরুতর, অনেকের বিরুদ্ধে এই অভিযোগ ব্লগিং এর শুরু থেকে শুনে আসছি । যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ।

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৪

আরইউ বলেছেন:



কে নেবে ব্যবস্থা!!!

২১| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯

সাজিদ উল হক আবির বলেছেন: রাজীব নূরের যে পোস্টটি তার নিজের পাতা পার হয়ে নির্বাচিত পাতায় উঠে গেছে, তা প্রায় আদ্যোপান্ত কপি করা। এই ধরনের কনটেন্ট দিয়ে, বা প্রমোট করে যদি ব্লগ কর্তৃপক্ষ মনে করে এই ব্লগ সচল রাখা সম্ভব, তবে ব্লগের লালবাতি জ্বলতে বেশী দিন লাগবে না। ফেইক আইডি / নিক থেকে ঘন ঘন মানহীন কপিপেস্ট পোস্ট - ক্যাচালের কমেন্ট যারা করছে, তাদের বদলে নতুনদের সুযোগ দেয়া হোক। ব্লগের 'রেসিডেন' ব্লগারদের হামবড়ামি বাদ দিয়ে ব্লগীয় ইন্টার‍্যাকশন বাড়াতে ব্লগ কর্তৃপক্ষ পদক্ষেপ নিক।

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬

আরইউ বলেছেন:



আমি কিছুটা হতাশ! রাজীব বেহায়া শ্রেনীর; সে চুরি করবে, চুরি করে ধরা খাবে। কিন্তু, কতৃপক্ষ তার চুরি করা লেখাকে প্রমোট করলেতো বিপদ।

২২| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চুরি বিদ্যা বড়ো বিদ্যা না পড়লে ধরা!

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭

আরইউ বলেছেন:



চোর রাজীবের মত লাজ লজ্জাহীন বেহায়া হলে ধরা পরলেও সমস্যা নেই!

২৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪০

ঢাবিয়ান বলেছেন: ্@ রাজীব নুর , আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনি বহুদিন ধরে এই ব্লগে আছেন। আপনি ভাল ছবি তোলেন , ডাইরির আকারে দৈন্দিন জীবনের চাল চিত্র তুলে ধরেন বিভিন্ন লেখায়। ছবি সম্বলিত সেই পোস্টগুলো এই ব্লগের অন্যতম আকর্ষন। বিশেষ করে প্রবাসীদের কাছে এই পোস্টগুলোর গুরুত্ব অনেক বেশি। বিগত বেশ কয়েক মাস যাবত আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনছে ব্লগাররা। কেন আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লিখেন , কেন কপি পেস্ট লেখা নিজের নামে চালান ? কেন মাল্টি নিকে এসে উল্টো পালটা কমেন্ট করেন? আপনি যেহেতু স্বনামে লিখেন তাই আপনি সবচেয়ে বেশি ক্ষতি করছেন আপনার নিজের ইমেজের। ছদ্মনামে লিখলে অনেক কিছুই করা যায়। ্কিন্ত স্বনামে লিখলে সেই নিকের দায় দ্বায়িত্ব অনেক বেশি। আশা করি আপনি আপনার ভুল্গুলো শুধরে নিয়ে আপনার জনপ্রিয় ধারাবাহিক সিরিজগুলো লেখায় মনোনিবেশ করবেন।

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

আরইউ বলেছেন: আপনি কি আসলেই বিশ্বাস করেন উনি আপনার কথা শুনবেন!

২৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজিব ভাই এ ধরনের কাজ আর করবেন না।

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬

আরইউ বলেছেন: হা হা হা! চোরে কি শোনে ধর্মের কাহীনি!

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১

জিকোব্লগ বলেছেন:



পোস্টের শিরোণামে “লেখা চোর“ রাজীব নূর যুক্ত করার জন্য ধন্যবাদ।

নুরুলইসলা০৬০৪ = সোবুজ। আর মনে হচ্ছে লেখা চোর রানু চাগা কে
কিছুদিনের জন্য কুশন গিফর্ট দিয়েছে। এই পোস্টে ,'শেষ বিচারের দিন
যীশুই আমাদের শেষ ও একমাত্র অবলম্বন' এবং 'হিযরতের আলোকিত
সেই পথ ধরে...'পোস্টে কুশনের মন্তব্য তাই বলে। এখন কুশন শুধু মন্তব্য
করে টেস্ট করছে । এই লেখা চোর রানু ব্লগে তেলাপোকা হয়েই টিকে আছে।
আর অতিকায় হস্তী লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৭

আরইউ বলেছেন:



গুড পয়েন্ট। সোবুজ নুরুল হওয়ার সম্ভাবনা প্রবল।
ধন্যবাদ!

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

সোনালি কাবিন বলেছেন: রাজীব সাহিবকে অপশন দেয়া যেতে পারে যে, সে নিজে কোনটা পছন্দ করে ----

১) লেখাচোর রাজীব নুর
অথবা
২) কুম্ভীলক রানু

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

আরইউ বলেছেন:



অথবা আরো সহজ সরল করে ৩. “রাজীব চোরা“?

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৪

রানার ব্লগ বলেছেন: :(

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩০

আরইউ বলেছেন: বিষয়টা আসলেই খুব হতাশাজনক।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কারো নামে সরাসরি এই ধরনের অভিযোগ গ্রহনযোগ্য নয় । আর একটু ভেবে দেখলে হয়তো ভাল হতো

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩১

আরইউ বলেছেন: ধন্যবাদ, সাখাওয়াত! আমি পোস্টের টাইটেল পরিবর্তন করেছি।

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আরইউইউ,

বিনয়ের সাথে আমি একটা মতামত উপস্থাপন করছি। প্রথমত, প্রথম আলোর পোস্ট আর রাজীব নুরের পোস্টের মধ্যে পার্থক্য শুধু শিরোনামে, প্রথম আলো লিখেছে - জামিলউদ্দীন আহসান, বীর প্রতীক, আর রাজীব নুর লিখেছেন - মুক্তিযোদ্ধা জামিলউদ্দিন আহসান। এ ছাড়া আমার চোখে আর কোনো পার্থক্য ধরা পড়ে নি। অর্থাৎ, লেখাটা প্রথম আলো থেকে রাজীব নুর ভাই হুবহু শেয়ার করেছেন মাত্র। এমনকি, প্রথম আলো পত্রিকায় আর্টিকেলের নীচে যে সূত্রটা উল্লেখ আছে, রাজীব ভাই সেটাই লিখেছেন। তার এ পোস্টে শিরোনাম বা পোস্টের নীচে কোথাও 'সংগৃহীত' বা 'কপি-পেস্ট পোস্ট' কথাটা লেখা নেই। বিভিন্ন কমেন্টের উত্তরে তিনি কোথাও এটা প্রথম আলো থেকে সংগৃহীত পোস্ট, এটাও উল্লেখ করেন নি, অর্থাৎ, এটাকে তিনি পূর্বাপর নিজের আর্টিকেল বলেই সাব্যস্ত/প্রচার করেছেন, কপিরাইটের দৃষ্টিতে যা অবৈধ এবং অপরাধ। একজন স্বনামধন্য ব্লগার হিসাবে এটা করা তার মোটেও ঠিক হয় নি। যতজন ব্লগারকে আমি খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি, ব্লগার রাজীব নুর ভাই তাদের অন্যতম। তার যে-কোনো সাফল্য বা প্রতিভায় আমি খুব মুগ্ধ ও আনন্দিত, তেমনি তার অগ্রহণযোগ্য আচরণ আমাকে খুব বেদনাহত করবে।

যেখানে 'নির্বাচিত পাতায়' স্থান পাওয়া বেশ গৌরব ও কৃতিত্বের বলে আমরা মনে করি, তখন এমন একটা 'সংগৃহীত পোস্ট', যা খুব বিতর্কের সৃষ্টি করছে, তা নির্বাচিত পাতায় স্থান পাওয়া যৌক্তিক মনে করি না (এখনো তা নির্বাচিত পাতায় আছে কিনা জানি না)। তবে, এমন পোস্ট নির্বাচিত পাতায় যেতে পারে, এ সংক্রান্ত কোনো নীতিমালা থাকলে তা ভিন্ন কথা (এবং সেই নীতিমালাকে আমি সমর্থন করছি না)।

রাজীব নুর ভাইয়ের কাজটি এহেন অগ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও আমি মনেপ্রাণে বিশ্বাস করছি, শিরোনামটি খুবই অফেন্সিভ হয়ে গেছে। একজন ব্লগারকে এভাবে 'লেখা চোর' বলে আখ্যায়িত না করেও এবং কোনোরূপ ভর্ৎসনাব্যঞ্জক শব্দাবলি ব্যবহার না করেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়, এবং সেটাই উত্তম পন্থা হবে বলে মনে করি।

সেই সঙ্গে রাজীব নুর ভাইয়ের উদ্দেশ্যেও এই পোস্টেও সবিনয়ে বলতে চাই, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্বটি বিবেচনা করুন, এটার সাথে অহেতুক তর্ক বা বড়াই না করে যেটা সত্য তা মেনে নিয়ে হয় পোস্টের শিরোনামে 'প্রথম আলো থেকে সংগৃহীত পোস্ট' কথাটি জুড়ে দিন, অথবা পোস্টটি মুছে ফেলুন। নিজের সম্মান ধরে রাখতে হবে। অর্জিত সম্মান হলো এমন - কেউ আমাকে একটা কটূ কথা বললে সেটার জ্বলুনি সারাজীবন থাকবে। কিন্তু, যদি এমন হয়, যে-কেউ আমাকে যখন তখন যা তা বলে অপমান করছে, তখন ধরে নিতে হবে, সমাজে (ব্লগে) আমার কোনো মূল্যই নাই, এতখানি অধঃপতন হয়েছে।

নিজের দায়িত্ববোধ থেকে এ কমেন্টটি লিখলাম।

ধন্যবাদ এবং শুভেচ্ছা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬

আরইউ বলেছেন:



ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই! আমি আপনার বক্তব্যটা বুঝতে পারছি।

আপনি সময় করে এই পোস্ট ও পেস্টের লিংক্ড পোস্টগুলো একটু পড়ে দেখবেন। দয়াকরে মন্তব্যগুলোও একটু পড়বেন। হয়ত বুঝতে পারবেন পুরো বিষয়টা।

ভালো থাকুন!

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আরইউ, আপনাকে অনেক ধন্যবাদ শিরোনামটি মোডিফাই করার জন্য। এখন এটা খুব ডিসেন্ট হয়েছে। আর আপনার দেয়া লিংকটা আমি তখনই পড়েছিলাম, আমার কমেন্টও আছে সেখানে।

আমরা ফেরেশতা নই। নিজের অজান্তে অনেক ভুল ভ্রান্তি করি। মানবিকতা ও সৌজন্য হলো সেটাই, কেউ ভুলগুলো ধরিয়ে যদি তা শুধরে ফেলি বা শোধরানোর চেষ্টা করি।

আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমার অন্তরে একটা শ্রদ্ধার জায়গা আছে। ভালো থাকবেন।

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা ফেরেশতা নই। নিজের অজান্তে অনেক ভুল ভ্রান্তি করি। মানবিকতা ও সৌজন্য হলো সেটাই, কেউ ভুলগুলো ধরিয়ে যদি তা শুধরে ফেলি বা শোধরানোর চেষ্টা করি < আমরা ফেরেশতা নই। নিজের অজান্তে অনেক ভুল ভ্রান্তি করি। মানবিকতা ও সৌজন্য হলো সেটাই, কেউ ভুলগুলো ধরিয়ে দিলে যদি তা শুধরে ফেলি বা শোধরানোর চেষ্টা করি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮

আরইউ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

৩২| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৩৯

ভুয়া মফিজ বলেছেন: পড়লাম, লিঙ্ক দু'টা দেখলাম এবং বাক্যহারা হতে গিয়েও হলাম না। সাইকোপ্যাথের এক নং অনুসারী হিসাবে এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আমার মনে হয়, ব্লগ টিম উহার কারসাজি না বুঝেই নির্বাচিত করে ফেলেছে, আর একবার করে ফেললে রিভার্স করা যায় কিনা, আমার জানা নাই। এ'ব্যাপারে অবশ্য ব্লগ টিমের একটা ব্যাখ্যা পেলে ভালো হতো।

আপনি তো এগুলো আবার ড্রাফটে নিবেন, তাই বেশী কিছু বললাম না। তবে একেবারে ডিলিট করে দিয়েন না। অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক/তথ্য আছে দেখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.