নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

হাসির কৌতুক -- লুংগি খুলে গেলে লেখক দায়ী নয়

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৯

হা হা লু খু গে বলে একটা ব্লগিয় এব্রিভিয়েশন আমরা আগে ব্যবহার করতাম ব্লগে। এর মানে ছিল হাসতে হাসতে লুংগি খুলে গেল। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা চ্রম হাসির কৌতুক। কৌতুকের বিষয় একজন রাজনৈতিক বিশেষজ্ঞ। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলুন কৌতুকটিতে-


জনৈক রাজনৈতিক বিশেষজ্ঞ একবার লিখেছেন-



আসুন দেখি কোরার জনৈক মাহমুদ হুসেন ২০২১ এর ২৭ ডিসেম্বর কী বলেছেন।



ওকে আরেকটা মন্তব্য পড়ে নেয়া যাক।



এটা নিশ্চই কোরার জনৈক মাহমুদ হুসেন ২০২১ এর ২৭ ডিসেম্বর বলেননি!




এই লিংকটায়ও একই জিনিস আছে।


অনেক বেকুব গুগল ইন্টারনেট যে কতটা শক্তিশালী এখনো বুঝে উঠতে পারেনি। এই অনলাইন জগতে চুরি লুকানো খুব কঠিনরে গাঁধা!

হা হা হা!

মন্তব্য ১২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভয় পাইছি! :||



গুগুল আমাকে অনেক সাহায্য করে, মাঝে মাঝে আমি বগল বাজাই। (আমি বাংলা এবং ইংলিশে লেখি, অনেক গুগল ট্রান্সলেটকে ব্যবহার করে জুতসাই সংলাপ বানাই।)

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩২

আরইউ বলেছেন: ভয়ের কিছু নাই। আমি গুগল ট্রান্সলেট থেকে বানান চেক করে দেখি অনেক সময়। অনেক শব্দের বাংলা মনে না আসলে বা না জানলে গুগল ট্রান্সলেট অনেক কাজে আসে।

ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩০

ভুয়া মফিজ বলেছেন: আগে ছিল পোষ্টে; এখন মন্তব্যেও? কি একটা অবস্থা! আপনি পারেনও বটে!! এইসব করার এতো টাইম পান কোথায়? :-B

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

আরইউ বলেছেন: আপনি যদি নিশ্চিত থাকেন কোন বেকুবের পক্ষে এটা লেখা সম্ভব না আর যদি তার টুকলিবাজির অভ্যেস আছে জানেন। তাহলে এরকম মন্তব্য দেখে আপনি প্রথম কাজ কী করবেন। কপি দুই এক লাইন, সার্চ। ডিডন‘ট ইভেন টেক আ মিনিট।

৩| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: চোরায় শুনে না ধর্মের কাহিনী। এজন্যই বেচারা ধর্মের কথা শুনতে পছন্দ করে না।

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২

আরইউ বলেছেন: ধর্ম উহার ব্যক্তিগত বিষয়। উহা প্রশ্নফাঁস জেনারেশন; টুকলিফাই করে পরীক্ষায় পাস করেছে। অভ্যাস যায়নি, এই আরকি!

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

জ্যাকেল বলেছেন: বাট বাট উনি সরল লোক। আজেবাজে প্যাচগোচ কিচ্ছু জানেন না। উনার সততা নিয়ে নিজে কোন প্রশ্ন তুলেন নাহ। উনি নিজেকে খুব ভাল লোক দাবী করেন।

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

আরইউ বলেছেন: তাতো অবশ্যই। এই পোস্টের পিঠে উহা একটা পোস্ট লিখবে, উহার প্রিয়ভাজন সম্পাদনা স্পেশালিস্ট এক টুকলিফাই সাংবাদিক ছড়া লিখবে। এসবতো জানা কথা!

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্টকেই সম্ভবতো হাটে হাড়ি ভাঙ্গা পোস্ট বলে!

১৯ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

আরইউ বলেছেন: উহার হাড়ি ভাঙতে ভাঙতে এখন হাটে হাড়ির অভাব পরে যাচ্ছে, জলদস্যু!

৬| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি পারেন বটে :)
তবে পজেটিভ ভাবে দেখলে আমি বরং ওনাকে সাধুবাদ দেবো।কারণ ঐ নেকড়ে বাঘের গল্পটা ভাগ্যিস লিখেছিলেন।আর আপনিও ভাগ্যিস দেখে এখানে শেয়ার করেছেন।নইলে এমন বিনোদনের স্বাদ ব্লগবাসিদের কাছে অধরা থেকে যেতো।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৭

আরইউ বলেছেন: জ্বী, পজেটিভটাই দেখতে হবে দেখছি! মজা দেয়ার জন্য উহা একটা ধন্যবাদ পেতেই পারে।

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: কারো কোন মন্তব্য তার মতের সাথে মিলে গেলে সে মন্তব্য যথাযথ পোস্টে কপি পেস্ট করে দিলে সমস্যা টা ঠিক বুঝলাম না।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১২

আরইউ বলেছেন: তাতো অবশ্যই। আরেহ, আপনে এতদিন ছিলেন কই?

৮| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৯

জ্যাকেল বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: কারো কোন মন্তব্য তার মতের সাথে মিলে গেলে সে মন্তব্য যথাযথ পোস্টে কপি পেস্ট করে দিলে সমস্যা টা ঠিক বুঝলাম না।

হাঃহাঃহাঃ এত অন্ধত্ব কাম্য নহে।
পুরাই সিন্ডিকেটবাজি শুরু করছেন দেখি। ছিঃ

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৪

আরইউ বলেছেন: নাহ, ওনার কথায় যুক্তি আছে। কারো ঘরে টিভি ফ্রিজ আছে মনে করেন। আপনার পছন্দের সাথে যদি মিলা যায় তাইলে ঐ টিভি ফ্রিজ নিয়া আপনার বাসায় জায়গামত রাখলেই হইলো। মেকস সেন্স!

৯| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেনঃ আরেহ আপনি এতোদিন ছিলেন কই?

সময় কোথায় সবসময় অন্যের দোষত্রুটি খুঁজে বেড়ানোর। সংযমের মাস। গীবত হিংসা বিদ্বেষ অন্যের পেছনে লাগা থেকে দূরে আছি আর কি।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২২

আরইউ বলেছেন: সাবাস!

১০| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্যাকেলঃ সামুর যেকোন নিরীহ মানুষ কে অহেতুক সিলি ম্যাটার নিয়ে হ্যারেজ করলে অন্তত আমি প্রতিবাদ করব। সময় কোথায় সিন্ডিকেটবাজী করার?

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৫

আরইউ বলেছেন: এক কাজ করুন, নিরীহ প্রানীটাকে নির্যাতনের প্রতিবাদে একটা পোস্ট লিখুন। একটা ভালো কাজ হবে।

১১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৩

শায়মা বলেছেন: ভাইয়া এই পোস্ট পড়ে কি শুধু ছেলেরাই হাসবে? B:-)


যাইহোক কপিবাজি লেখা এবং মন্তব্য নিয়ে পোস্টখানা পড়ে ছেলেরা মেয়েরা সবাই হাসুক কিন্তু ইদানিং প্রিয়ভাজন সম্পাদনা স্পেশালিস্ট এক টুকলিফাই সাংবাদিক ছড়া ক্রমশ বিরক্তির শেষ পর্যায়ে পৌছেছে। আমি সেদিন ভাবছিলাম আসলেই বিরক্তির একটা সীমা থাকা দরকার আর বেকুব মানুষেরা কখনই বুঝে না কি পরিমান বিরক্তিকর কর্মকান্ড তারা করতে পারে। বাপরে! :-<

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩২

আরইউ বলেছেন:




শায়মা! ইয়ে মানে... মানে সবাই পড়বে আরকি!!

টুকলিফাই সম্পাদনা স্পেশালিস্ট সাংবাদিকের ছড়া নিয়ে কী আর বলবো! জেলখানায় কয়েদীদের জন্য শাস্তি হিসেবে দৈনিক উহার ছড়া শোনা বিবেচনা যেতে পারে।

১২| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৭

শায়মা বলেছেন: . ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: কারো কোন মন্তব্য তার মতের সাথে মিলে গেলে সে মন্তব্য যথাযথ পোস্টে কপি পেস্ট করে দিলে সমস্যা টা ঠিক বুঝলাম না।


ভাইয়া মন্তব্যটা পড়ে ভাবছিলাম সত্যি কি বুঝলে না? না কি না বুঝেই বলে দিলে? আমি চিন্তায় পড়লাম। B:-)


এই মন্তব্য পড়ে ভাবছি পোস্ট পড়ে সমস্যা বুঝার পর কেউ সমস্যাটা কোথায় বুঝাতে গেলে কি পরিমান এফোর্ট তাকে দিতে হবে আল্লাহই জানেন। :(

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৩

আরইউ বলেছেন: অন্যের জিনিস চুরি করা যে অন্যায় এটা ব্লগের লোকজনকে বোঝানো অসম্ভব কাজ বলে মনে হচ্ছে!

১৩| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক বলেছেন: এক কাজ করুন, নিরীহ প্রানীটাকে নির্যাতনের প্রতিবাদে একটা পোস্ট লিখুন। একটা ভালো কাজ হবে।


ভাই@ রাজীব নূর কে আমি যতটুকু চিনি তার আপনার এসব পোস্ট বা বিদ্বেষমূলক মন্তব্য কেয়ার করার টাইম তার নাই।

সায়মা আপু@
শুভেচ্ছা নিবেন। আপনি আমার খুব প্রিয় এবং সম্মানের। আপনার সাথে তর্ক করার সাহস আমার নেই।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৮

আরইউ বলেছেন: নিরীহ অবলা প্রানীটিকে কে লিখতে বলেছে? উহাতো প্রতিবাদী পোস্টও কোথা থেকে মেরে দেবে। নিরীহ প্রানী নিগ্রহনের অপরাধের প্রতিবাদে আপনাকে লিখতে বলছি। আপনার নিশ্চই সময় আছে। নাহলে, এখানে এতগুলো কমেন্ট করলেন যে!

১৪| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৩

মিরোরডডল বলেছেন:



মোহাম্মদ গোফরান বলেছেন: কারো কোন মন্তব্য তার মতের সাথে মিলে গেলে সে মন্তব্য যথাযথ পোস্টে কপি পেস্ট করে দিলে সমস্যা টা ঠিক বুঝলাম না।


সমস্যা যে কি, এর উপযুক্ত জবাব একমাত্র সাসুম দিতে পারবে ।
সেদিন যেরকম একজনকে দিয়েছিলো সংগৃহীত কাকে বলে ।
এতো সুন্দর উত্তর, আমি অনেক হেসেছিলাম ওটা পড়ে ।


১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৯

আরইউ বলেছেন: ঐ মন্তব্য পড়ে আমি পুরা কাইত! নট গনা লাই, নপ নচ সেন্স অব হিউমার।

১৫| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৫

ভুয়া মফিজ বলেছেন: কপি-পেষ্ট যে একটা ''সিলি ম্যাটার'' এটাও আপনার কৌতুকে যোগ করে দেন। কৌতুকের কৌতুকত্ব বাড়বে!!! :-B

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪১

আরইউ বলেছেন: হা হা হা! আর কেউ ডিফেন্ড করতে আসেনি; শিশুশ্রেনীর একজনকে পাঠিয়েছে।

১৬| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোরডোডল@
দেখি কি উত্তর দেন সাসুম ভাই।

১৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: টুকলিফাই সম্পাদনা স্পেশালিস্ট সাংবাদিকের ছড়া নিয়ে কী আর বলবো! জেলখানায় কয়েদীদের জন্য শাস্তি হিসেবে দৈনিক উহার ছড়া শোনা বিবেচনা যেতে পারে।


ভাইয়া তাহলে কি সামু নামক জেইলখানায় ভালোবাসার জালে আটকে যাওয়া আমরা কয়েদীদেরকে দৈনিক এখন থেকে এই সব বিরক্তিকর তিড়িং বিড়িং ছড়িং শাস্তি হিসাবে শুনতে হবে!!!!!!!!!!!

ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন!!! :-P

এর চাইতে তো জ্ঞানী গুনীজনের ফুলের মালা কাব্যই ভালা ছিলো। কিছু গিয়ান অর্জন হইত সকলের। :(

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৩

আরইউ বলেছেন: যথার্থ বলেছেন, এটাই এখন আমাদের শাস্তি!

১৮| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪০

মিরোরডডল বলেছেন:




মোহাম্মদ গোফরান বলেছেন: সংযমের মাস। গীবত হিংসা বিদ্বেষ অন্যের পেছনে লাগা থেকে দূরে আছি আর কি।

শুধু এ মাসের জন্যই দূরে থাকা ? সারাবছর কি মেইনটেইন করা উচিৎ না ?

সংযমের মাস বলে কি বাসায় চোর আসলে, চোর কে সাথে নিয়ে ইফতার আর সেহরি করবে ?

সেই প্রিয় ব্লগারকে কেনো গিয়ে বলা হচ্ছে না, এই সংযমের মাসে যেনো চুরি থেকে বিরত থাকে, সেটা কি বলা হয়েছে ?


১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৫

আরইউ বলেছেন: হা হা হা। ওনার কাছে এটা কোন অন্যায় নয়। পছন্দ হয়েছে, মেরে দিয়েছে। এতে দোষের কী!

১৯| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: লেখক ভাই ৬ বছরে মাত্র একটি পোস্ট করেছেন

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৬

আরইউ বলেছেন: তো? ৬ বছরে লেখা ১ টা পোস্টে সমস্যা কী?

২০| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: গোফরান ভাইয়ামনি,
তর্ক করতে হবে কেনো? শুধু বলো এই মন্তব্য তুমি কোন দিক ভেবে করলে? বুঝে না না বুঝে? সত্যিই আমার জানতে ইচ্ছে করছে।

মানুষ অবশ্যই কপি বা কোট করতে পারে। আমরাই এই ব্লগে অনেকের মন্তব্য কপি করে বা কোট করে সহমত লিখি বা ব্যবহার করি।

কিন্তু এই পোস্টে কি সেটা করা হয়েছে বলা হচ্ছে?

আমার কাছে মনে হয়েছে রাজীব ভাইয়া পান্ডিত্য জাহির করার জন্য অন্যের পোস্ট থেকে ঐ অংশ টুকে এনে এইখানে বসিয়ে দিয়ে চুপচাপ বসে আছেন। যেন ভাবখানা আমি কত বুঝেছি লিখেছি দেখেছো?

অনেকটা মিস্টার বিন স্টাইল। হা হা
কসম আমার এই পোস্টের ঐ টুকলিফাইং মন্তব্য অংশ পড়ে মিঃ বিনের মাঝে মাঝে বোকামী করে বড়াই করা একটা চেহারা আছে না সেটা চোখে ভাসলো।

আমিও মনে করি রাজীবভাইয়া সহজ সরল এবং অন্যের মন্তব্য নিন্দা মন্দ গায়ে মাখার টাইম নাই তাই মানুষ হাসুক আর কাঁদুক আর লাঠি নিয়েই তেড়ে আসুক ভাইয়া ধেই ধেই করে যা ইচ্ছা তাই বলে নাচবেই।

তার নাচ থামায় কাহার সাধ্য আছে।

বরং নাচ উস্কানোর দু একজন মানুষ আছে।

আর তোমার আজকের মন্তব্য পড়ে মনে হলো তুমিও সেই বোকামীকে উস্কে দেবার দলেই পড়ে যাচ্ছো।

যাইহোক এই কারণেই পোস্ট ভালো করে না পড়ে শুধু ভালোবাসার মানুষ বা সহজ সরল মনে হওয়া মনুষ ভেবেই লাফ দিতে নেই। হা হা

২১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি বিগত ৬ বছরে এই ব্লগে এগুলোর সাথে কোনদিন যুক্ত ছিলামনা। ইভেন ব্যাক্তিজীবনেও নয়।@মিরোরডডল।

২২| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩

মিরোরডডল বলেছেন:




সেতো অনেক ভালো মৌলিক লেখা লিখতে পারে কিন্তু তারপরও কেনো কপি পেস্ট বন্ধ হচ্ছে না কারন এটা তার একটা ডিজিজ । বিল্ট-ইন প্রবলেম যেটা কখনোই ঠিক হবে না ।

ইচ্ছা থাকলে মানুষ কিছু অভ্যাস পরিবর্তন করতে পারে কিন্তু অস্থি মজ্জা হাড়ে রক্তে যেটা ঢুকে গেছে ওটা আর বের হবেনা । এই কাজ অনন্তকাল চলবে । তাই আর এখন এগুলো নিয়ে বলিনা ।

মনে আছে কিনা আরইউ, অনেক আগেই আমি বলেছিলাম যে অন্যের মন্তব্যও কপি করে । আমারটা করেছে বহুবার তাই আমি জানি । মন্তব্য নিয়ে জোড়াতালি দিয়ে পোষ্ট দিয়েছিলো । তারপর আসলেই আর কিছু বলার থাকে না ।



১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৮

আরইউ বলেছেন: ইয়াপ, খুব মনে আছে।

আপনার অ্যাসেমেন্টের সাথে আপনি সম্পূর্ন একমত এটা একটা রোগ।

২৩| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: মিররমনি আসলেই সাসুমভাইয়াকে বড় প্রয়োজন।
দেখি ভাইয়া এখন এই জিনিসের ব্যাখ্যা কেমনে দেয়।
আমারও মনে হচ্ছে একমাত্র সাসুমভাইয়ারই সেই এফোর্ট আছে এই জিনিসের উদাহরনসহ ব্যাখ্যা দেবার।

যাইহোক গোফরানভাইয়া অন্তত এক মাসের জন্যও এই সব সমস্যা থেকে দূরে আছে। তাই সমস্যা দেখবো না দেখবো না করে দেখতে পারছে না বুঝতেও পারছে না। নো প্রবলেম ভাইয়া একমাস পরে এসে ইনশাল্লাহ সমস্যা বুঝতে পারবে। :)

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৯

আরইউ বলেছেন: আমরা অপেক্ষায় থাকবো!

২৪| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০১

মিরোরডডল বলেছেন:




মোহাম্মদ গোফরান বলেছেন: আমি বিগত ৬ বছরে এই ব্লগে এগুলোর সাথে কোনদিন যুক্ত ছিলামনা। ইভেন ব্যাক্তিজীবনেও নয়।@মিরোরডডল।


সো ??? সো হোয়াট ???
আমি কি বলেছি গোফরান যুক্ত ? ইউ আর নট সাবজেক্ট ম্যান ।

All I want to know please give some logical reasons what made you think copy paste isn’t a problem.
You justified him, so you must have something to say about it.

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৮

আরইউ বলেছেন: আহ! আপনি এসব কঠিন কঠিন প্রশ্ন করেন কেন। বেচারা দলীয় প্রেসনোট নিয়ে এসেছে, বক্তব্য দিয়েছে, ভেগেছে। প্রেসার শেষ।

২৫| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:০৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: বিরাট একটা হাসির ইমু হপে।
মিঃ গোফরান ভাইউ মনি ( শায়মা আপার মত করে ডাকলাম) দলকানা লোকেরা জীবনেও নিজ পার্টির দোষ খুঁজে পায় না। অন্ধত্ব কাকে বলে ছিহ!
মন্তব্য হোক বা পোস্টই হোক কপি পেস্ট মারাত্মক অপরাধ। আল্লাহর ওয়াস্তে সত্যকে সত্য বলতে শিখুন প্লিজ। মিথ্যাকে মিথ্যাই বলুন প্লিজ। অন্যায়কে প্রশ্রয় দেয়াও গুনাহের কাজ।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৯

আরইউ বলেছেন: যেহেতু হাসছেন সেহেতু আমার মৌলিক কৌতুকখানা সার্থক। ভালো থাকুন।

২৬| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩৮

এপোলো বলেছেন: কৌতুক পরে মজা পেলাম। পরে কমেন্টগুলো পড়ে আরো মজা পেলাম। মনে হলো সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে। তখন আবার কৌতুকে ফেরত গেলাম তারিখগুলো দেখার জন্য। আরেহ! এ তো দেখি খুব সম্প্রতি লেখা, আজকের তারিখ দেখা যাচ্ছে।
এখন বুঝলাম কমেন্ট গুলো কেন এতো সিরিয়াস। ফুলকপি আর বাঁধাকপি ভাজির উপর গতমাসে এত এতো আলোচনার পরে আজকে এই কৌতুক এর অবতারণা এর মাহাত্মকে অনেকগুন বাড়িয়ে দিলো।
মহাজাগতিক ভাই অনেক চিন্তা করেই বলছেন, "চোরায় শুনে না ধর্মের কাহিনী"

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫০

আরইউ বলেছেন: পুরা বিষয়টাই একটা মহা-কৌতুক!

২৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৩

একলব্য২১ বলেছেন: আমি মাঝে মাঝে রাজীব নুর ভাইয়ের লেখা পড়ি। উনি তো ভালই লিখেন। কপি পেস্টের দরকার কি। আশা করি উনি এর ব্যাখ্যায় দিবেন। উনার ব্যাখ্যা জানার অপেক্ষায় রইলাম।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৫৩

আরইউ বলেছেন: নোপ, কোন ব্যাখ্যা পাবেন না! এর আগে উহাকে অনেকবার বলা হয়েছে। উহা অন্য সবাইকে বেকুব মনে করে; মনে করে উহার চুরি কেউ ধরতে পারবেনা।

পুরোনো একটা পোস্ট দেই পড়ে দেখুনঃ Click This Link

২৮| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:০৫

মিরোরডডল বলেছেন:




নাহ শুভ, কোন ব্যাখ্যাই সে দিবে না ।
রাজীব খুব ভালো একজন মানুষ, ভালো ছেলে, ভালো লেখে , সহজ সরল ।
ভালো সন্তান, ভালো পিতা, সবই ঠিক আছে ।

কিন্তু যেটা ঠিক নেই, রাজীব একজন লেখা চোর । কপি পেস্ট মাস্টার ।
ভীষণ রকম নির্লজ্জ । ব্লগে বহুবার তার চুরি প্রকাশ করা সত্ত্বেও সে এটা নির্বিকারভাবে করেই যাচ্ছে ।
মনে হয় লেখাচুরি তার একটা জন্মগত অধিকার ।
তখন তার সরলতা কে আর সরল মনে হয়না , ভং ধরেছে মনে হয়, Sorry but that exactly how I thought.

আমার দৃঢ় বিশ্বাস রাজীবের কাছে এটা একটা এন্টারটেইনমেন্ট, এই যে সবাই তাকে নিয়ে কথা বলে পোষ্ট দেয়, সেটাতে সে আনন্দ পায় । তাই সবার উচিৎ তাকে নিয়ে আর কখনও না লেখা বা সমালোচনা না করা । দীর্ঘদিন এটা নিয়ে বলিনি কিন্তু আজ আবার বলে ফেললাম । সম্পূর্ণ রূপে তাকে ইগ্নর করাটাই সমীচীন ।




১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫১

আরইউ বলেছেন:



আপনার থিওরি কিন্তু মন্দ না।
আমি আপনার হতাশার জায়গাটা বুঝতে পারছি। তবে, কপি-পেস্টের বিরূদ্ধে লেখাটা চালিয়ে যাবো আপাতত কারণ অনেকে দেখছি তথ্যসূত্র দিচ্ছে। শতভাগ সঠিক না হলেও এটা একটা শুরু। না লিখলে এই উন্নতিটুকুও হয়ত হতোনা।

২৯| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: তবে প্রথম পাতায় কিন্তু আরো কপি-পেস্ট পোস্ট আছে, নির্বাচিত হিসেবেও আছে।
সেগুলি নিয়ে কোনো উচ্চবাচ্চ হয়না কেনো?

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৫

আরইউ বলেছেন:



আমার আজ চোখে পরেনি। হয়ত খেয়াল করিনি। যখন চোখের সামনে এসেছে আমি তা নিয়ে লিখেছি। সেদিন শাহ আজিজের “সংগৃহীত” পোস্ট নিয়ে লিখেছে (অ্যাজ ইউজুয়াল, পোস্ট ড্রাফটে নিয়ে নিয়েছি)।

কোন কপি-পেস্ট নির্বাচিত পাতায় গেছে একটু দয়া করে লিংক দেবেন কি, জলদস্যু?

৩০| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: তবে প্রথম পাতায় কিন্তু আরো কপি-পেস্ট পোস্ট আছে, নির্বাচিত হিসেবেও আছে।
সেগুলি নিয়ে কোনো উচ্চবাচ্চ হয়না কেনো?

এই ব্লগে যত সমস্যা সব রাজীবনূর আর চাঁদগাজী কে ঘিরে। আর কাউকে নিয়ে কোন মাথা ব্যাথা নাই।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০১

আরইউ বলেছেন: কিপিটআপ!

৩১| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: গোরফান সাহেবের মন্তব্য পড়ে খুব আমোদিত হলাম ! :D =p~

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০২

আরইউ বলেছেন: উনি একাই ওনার চোরাই গোত্রের হয়ে ফাইট দিয়ে যাচ্ছেন!

৩২| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০০

সোনাগাজী বলেছেন:



টেষ্ট কমেন্ট

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৫

আরইউ বলেছেন: জ্বী, নিজের লুংগী সামলায়া!

৩৩| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: কোন কপি-পেস্ট নির্বাচিত পাতায় গেছে একটু দয়া করে লিংক দেবেন কি, জলদস্যু?
আপনি সামন্য চোখবোলালেই পেয়ে যাবেন।




মোহাম্মদ গোফরান বলেছেন: এই ব্লগে যত সমস্যা সব রাজীবনূর আর চাঁদগাজী কে ঘিরে। আর কাউকে নিয়ে কোন মাথা ব্যাথা নাই।
এটাও মনে হয় সম্পূর্ণ সঠিক না। আমার যদি ভুল না হয়, কিছুদিন আগে খুবই পরিচিত একজন্য ব্লগার সম্ভবতো কপি-পেস্টের কারণে বেশ কিছুদিন জেনারেল হয়ে ছিলেন।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৯

আরইউ বলেছেন: নো ওরিস, বুঝতে পারছি। আমি খুঁজে নোট রাখবো। চিয়ার্স!

৩৪| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



দেখছি আমার কমেন্ট করার ক্ষমতা আছে এই পোষ্টে।

রাজিব ভালো ও পপুলার ব্লগার; তিনি দেশের মানুষের জীবন নিয়ে প্রচুর লেখেন। উনি অন্যদের লেখা থেকে কিছু নিলে, সেটা অনেক সময় উল্লেখ করেন না, এটি সঠিক নয়।

উনার দৃষ্টিভংগী, ধারণা, ভাবনাচিন্তার জন্য তিনি ব্লগে অনেকের টার্গেটে পরিণত হয়েছেন; উনার লেখার যতটুকু হাত আছে, অ্ন্যের লেখা থেকে নেয়ার দরকার আছে বলে আমি মনে করি না।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২১

আরইউ বলেছেন:


আপনি ঠিক বলেছেন। রাজীব ছেলেটা খুব ভালো, একদম নিরামিষাাশী বামুন।

দোষ শুধু একটা পিয়াজ খায়; পিয়াজ সব সময় খায়না, শুধু যখন একটু গো মাংস খায় তখন।

গো মাংসও সে সব সময় খায়না, যখন একটু নেশা টেশা করে তখন খায়।

নেশা টেশাও আবার সব সময় করেনা, জাস্ট যখন একটু বাইজী নাচায় তখন।

এছাড়া সে খুবই ভালো ছেলে!

৩৫| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২১

নিমো বলেছেন: লেখক বলেছেন:কোন কপি-পেস্ট নির্বাচিত পাতায় গেছে একটু দয়া করে লিংক দেবেন কি, জলদস্যু?

view this link

view this link





১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৫

আরইউ বলেছেন: সুইট! অনেক ধন্যবাদ, নিমো।

৩৬| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:



সামুতে রাজীবের লেখা বেশীরভাগ ব্লগার পছন্দ করেন; আপার লেখার পপুলারিটি কেমন?

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৩

আরইউ বলেছেন: সানি লিওনির ”ম্যুভি” অনেকে পছন্দ করে। আপনার ম্যুভির বাজার কেমন?

৩৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

জটিল ভাই বলেছেন:
ভেবেছিলাম কৌতুক শুধু পোস্টেই সীমাবদ্ধ। এখনতো দেখি কমেন্টে সিরিজ চলছে। ওকে। পপকর্ন নিয়ে পুরো সিরিজ দেখবো থুক্কু পড়বো বলে প্রস্তুত হলাম। আপনি আবার মাঝপথে পোস্ট সরিয়ে দিয়েনা না। অন্তত এর কাউন্টার পোস্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন। নয়তো আপনাকে আমার পপকর্নের বিল দিতে হবে =p~

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯

আরইউ বলেছেন: দিন দুইয়ের জন্য পোস্ট রেখে দেয়ার ইচ্ছে আছে। গ্যালারিতে আশা করি ভালো সিট পেয়েছেন!

৩৮| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৯

নিমো বলেছেন: অত্যন্ত দুঃংজনক হলেও সত্য, ব্লগে লেখা চুরির ব্যাপারে উদাসীনতা ছাড়া আর কিছুই পরিলক্ষিত হয় না। তার চেয়েও বড় ব্যাপার নির্বাচিত পাতায় পৌছে যাওয়া। এ যেন চুরিতো চুরি, আবার সিনাজুড়ি। অনেক ব্লগ / ফোরামে Creative Commons license এর অধীনে লেখা প্রকাশের সুযোগ থাকে। এটা ব্লগ ভেবে দেখতে পারে। এতে লেখা নিয়ে চুরি খানিকটা কমবে বা চোররা মহোৎসবে করতে খানিকটা বাধা পাবে।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৪২

আরইউ বলেছেন: এটা খুবই হতাশার। নির্বাচিত পাতায় কপি-পেস্ট নিয়ে আমি আগে পোস্ট লিখে কতৃপক্ষের কাছ থেকে কোন জবাব পাইনি। এটা খুবই বাজে ধরণের উদাসীনতা।

৩৯| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খালুই কয় চালুনি রে, তোর পাছায় কেন ছ্যাঁদা!
দোষ গুন, ভালো মন্দ মিশেলেই মানুষ। কেউই একেবারে খাটি মানুষ হতে পারেনা। খাটি সোনায় গহনা যেমন হয়না তেমনি কিছু মন্দ না থাকলে সে মানুষ নয়। সে হয় তখন মহা মানব। কিছুটা দোষ ত্রুটি থাকা ততক্ষন খারাপ নয় যতক্ষন সে না বলে সেই নিপাট খাটি মানুষ! কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেকের চেয়ে বেশী দোষ থাকা সত্তেই আমরা নিজেদের খাটি মানুষ বলে জাহির করি আর যে দোষ আমার মধ্যে বিদ্যমান তার বিন্দু মাত্র অন্যের মাঝে দেখতে পেলে পাড়া মাথায় তুলি। তুলনামূলক ভাবে চালুনির চেয়ে খালুইর ছিদ্র অনেক বড়, কিন্তু খালুই নিজের অবস্থার কথা না ভেবে তার চেয়ে ছোট ছিদ্রের চালুনিকে জিজ্ঞাস করে তোর পাছায় কেন ছ্যাদা! এ জন্যি এই প্রবাদ বাক্যঃ
খালুই বলে চালুনি তোর পিছে কেন ছ্যাঁদা।
কিন্তু আমাদের সবার মনে রাখা দরকার "One bad man should not call another bad man a rogue."

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭

আরইউ বলেছেন: এখানে সবাই প্রাপ্ত বয়স্ক; ইশারায়-উপমায় কথা বলার কিছু নেই। আপনি মন খুলে কথা বলতে পারেন।

৪০| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৩

সোনাগাজী বলেছেন:


আপনার সমস্যা হলো, আপনি লিখতে পারেন না।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৫৯

আরইউ বলেছেন:



গচা! এটা বুঝতে আপনার আনুমানিক কত সময় লাগলো?

৪১| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: @অপু তানভির

রাজীব নূর কে পচিয়ে পোস্ট দিলে কিংবা তার পক্ষে কেউ কথা বললে আপনি আমোদিত হবেনই। এ আর নতুন কী? ব্লগে কম বেশী এটা সবাই জানে।

কীপ হেটিং টু আদারস ম্যান। কীপ ইট আপ।

৪২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব আর চাদগাজী কে এই ব্লগে হেট করার পেছনে প্রধাণ ৩ কারণঃ

১) ছাগুদের সাথে সহমত ভাই হন না বলে।
২) তাদের লেখা অলমোস্ট সব পোস্ট হিট হয় এবং আলোচিত ব্লগে স্থান পায় ফলে হিংসা করে।
৩) তারা মুক্তমনা ব্লগার। গার্বেজ পোস্ট কে তৈলমর্দন স্বরূপ ভালো পোস্ট বলতে পারেনা।

আরো অনেক কারণ আছে তবে এই ৩ টা অন্যতম।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৮

আরইউ বলেছেন: মুক্তমনা মানে বোঝেন আপনি?

৪৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: গোরফান সাহেব, আমি এই পোস্ট দেখে আমোদিত হইনি, হয়েছি আপনার মন্তব্য দেখে । রাজীব সাহেব কপিপেস্ট করে এটা নতুন কিছু না । এতে আর আমোদ নেই । আমোদিত হচ্ছি আপনি কি নির্লজ্জ ভাবে একটা কুর্কমের পক্ষে সাফাই খেয়ে যাচ্ছেন । এটা স্রেফ চামচামি বলে । আর কিছু না ।
আপনি কি নিজের মন্তব্য গুলো পরে খেয়াল করে দেখেন ? কী পরিমান তৈলমন্দন করেন আপনি ?

এই পোস্টেই কতগুলো মন্তব্য করে তেল দিয়ে ! কিভাবে এসব পারেন কে জানে !

৪৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১২:৫১

নূর আলম হিরণ বলেছেন: অনেক শিক্ষনীয় গল্প আছে যেগুলি কাউকে বোঝানোর জন্য বলা হলে সেটার কপিরাইট লাগেনা। quara'য় মানুষ কিছু জানতে চেয়ে প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর যে কেউই দিতে পারে। এই উত্তরগুলি কপিরাইট কিনা আমার জানা নেই। সেখানে উত্তর করলে উত্তরকারীর কপিরাইট এর ব্যাপারে তেমন কিছু বলা নেই। সম্ভবত এগুলো ফেয়ার ইউজের মধ্যেই পড়বে।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০১

আরইউ বলেছেন: না জেনে শুঁড়ির সাক্ষী মাতালের মত কথা বলে লোক হাসাবেন না দয়া করে।

৪৫| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:০১

এস এম মামুন অর রশীদ বলেছেন: চিত্রসাংবাদিক, মফস্বলসাংবাদিক, যেকোনো সাংবাদিক, শিল্পী--শিল্পসাহিত্যের জগতে, লেখালেখির স্বকীয়তা ও বিশুদ্ধতার ক্ষেত্রে এঁদের আচরণ হবে ব্রহ্মচারীর মতো, অথচ সামুতে তাঁদের কপিপেস্ট এবং এতদসংক্রান্ত বিষয়ের প্রতিক্রিয়ায় ব্যক্তিগত যে আচরণ, সবাইকে থ করে দিচ্ছে। ভবিষ্যতে অবশ্যই বাংলা ব্লগের বিকাশ ও ইতিহাস নিয়ে গবেষণা হবে, তখন বাংলা ব্লগ জগতকে ধ্বংস করার জন্য এদের নাম প্রস্তরাক্ষরে লেখা থাকবে। সেসঙ্গে সামুর মডারেটরের নামও, কপিবরদের স্কন্ধদেশে আরোহণের পথ সুগম করার জন্য।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৩

আরইউ বলেছেন: একটা চিন্হিত প্রমানিত লেখা চোর কে বাচাঁতে কতিপয় ব্লগার যেভাবে নিজেদের পশ্চাৎদেশ উন্মুক্ত করে দিয়েছেন তা দেখে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। ভালো থাকুন, ম্যাভেরিক।

৪৬| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৭

জিকোব্লগ বলেছেন:



কয়লা ধুলেও ময়লা যায় না। তাই প্রতিবাদ করলেও রাজীব চোরের হাত টান স্বভাব বদলাবে না।
ব্লগ কর্তৃপক্ষ কোনো একদিন একে আবর্জনা মনে করলে, ব্লগ কর্তৃপক্ষই একে পরিষ্কার করবেন।
তবে এর বাচ্চা কাচ্চা বড় হয়ে কোনো একদিন ব্লগে যদি চোখ মেলায়, বাচ্চা কাচ্চারা দেখবে
তাদের পিতা ব্লগে চোর ও বেহায়া হিসেবেই পরিচিত ছিল। এই লজ্জার কথা চিন্তা করেও লোকটার
ভালো হয়ে যাওয়া উচিত।

আপনার পোস্ট ও পোস্টে মন্তব্যগুলো পড়ে মনে হচ্ছে ব্লগে তর্ক বিতর্কর চেয়ে গাধা বান্দর বলদ ভাল্লুক
ও উহাদের চামচাদের খেলা দেখেই বেশি মজা।

এনালাইসিস করে চোরদের মুখোশ খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শুভ ব্লগিং।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৫

আরইউ বলেছেন: এই পোস্টের কৌতুকের চেয়ে মন্তব্যের কৌতুকগুলো কোন অংশে কম হাস্যকর নয়, জিকো!

৪৭| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: অপুতানভির@ আপনি কোন লেভেলের ব্লগার রাজীব নূর পোস্টে বলা আছে। আপনি নিজেকে একটা কিছু বা মুই কি হনুরে মনে করা বাদ দেন। কোন প্রিয় ব্লগার কে কাউন্টার করলে চামচামি হয় কেমনে? এটা কি ব্লগ নাকি ছাগলের খোয়াড়! আমি কি মন্তব্য করব আপনার কাছে জিজ্ঞেস করতে হবে? এতো বছর ব্লগে অথচ প্রিয় ব্লগার কে কাউন্টার করাকে বলছেন চামচামি।

মডু কি ঘুমায়! এ ব্যক্তি আক্রমণ কি চোখে দেখেনা।

শোনেন এই ব্লগে অন্তত ২০০০ পোস্ট আছে যেখানে শত ব্লগার কে নিয়ে এমন পোস্ট দেয়া হয়েছে এবং সেখানে একই ব্লগার শত শত কাউন্টার মন্তব্য করেছেন। আগে ব্লগের ইতিহাস জানেন তারপর নিজেকে মুই কি হণুরে ভাইবেন।

৪৮| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: অনেক কিছু বলার ছিল। নিচের লাইনটা সব শেষ করে দিল!


আরইউ বলেছেন: উহার হাড়ি ভাঙতে ভাঙতে এখন হাটে হাড়ির অভাব পরে যাচ্ছে, জলদস্যু!

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:০৬

আরইউ বলেছেন: মন্তব্যগুলোও পড়ে দেখবেন, ঋণাত্মক!

৪৯| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৭

জ্যাকেল বলেছেন: @গোফরান
সামুতে অপু তানভীর সর্বাধিক জনপ্রিয় ব্লগার(অন্তত পরিসংখ্যান অনুসারে)। আপনি উনার সাথে তুলনা করলে তো একেবারে কিছুই না। নিজেকে কেন এত নিচে নামাচ্ছেন।

আর অন্যায় যে মেনে নেয় সে অন্যায়কারীর চেয়ে কম নহে এটাও কি জানেন না? নাকি নিজে আরেক ডার্থ ভেডার(বাংলাদেশ ভার্সন) হইবার ধান্দায় আছেন?

৫০| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই পোষ্ট হিট লিষ্টে আছে।
আপনার উদ্দ্যেশ্য সফল। এখানে
শিক্ষামূলক কোন পোষ্ট হিট লিষ্টে
থাকেনা। কারন পাঠক পরের নিন্দা
করতে ও পড়তে ভালোবাসে।
চালিয়ে যান জয়ের মালা আপনার
এবং আপনার সহযাত্রীদেরই রবে।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১০

আরইউ বলেছেন: ম্যাভেরিকের ভাষায় বলছি আপনি শুঁড়ির সাক্ষী মাতাল! মাতলামো কম করেন দয়া করে।

৫১| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্যাকেল@ আমি জামাতি ছাগুদের সাথে কথা বলিনা।

৫২| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৭

জ্যাকেল বলেছেন: আপনের মত ছুপা'র সাথে কথা বলবার সখ নাই আমার। চামচামির একটা লিমিট থাকে আর ট্যাগামির একটা মাত্রা থাকে। আপনে উভয়ের লিমিট ক্রস করেছেন। নিজেকে ফাউল পাবলিক হিসাবে জাহির করেছেন। পিরিঅড।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১১

আরইউ বলেছেন: উহাদের গ্যাং এখন ছাগু ট্যাগের ঠিকাদারী নিয়েছে।

৫৩| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৯

জ্যাকেল বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই পোষ্ট হিট লিষ্টে আছে।
আপনার উদ্দ্যেশ্য সফল। এখানে
শিক্ষামূলক কোন পোষ্ট হিট লিষ্টে
থাকেনা। কারন পাঠক পরের নিন্দা
করতে ও পড়তে ভালোবাসে।


আপনার লেভেল অনেক উপরে আমি ধরতাম। মনে করেন প্রামানিক ভাই'দের সাথে। কিন্তু ইদানিং সে ধারণা ভুল প্রমাণ করতেছেন। আমার মনে হইতেছে ব্লগে প্লাগিয়ারিজমার উপরে বাধ্যতামুলক ভিডিও কোর্স করানো উচিত।

@সম্মানিত মডারেটর সাহেব,

প্লাগিয়ারিজম সম্পর্কে আপনার পক্ষ থেকে স্টিকি একটা পোস্ট চাই নিদেন পক্ষে।

৫৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৭

অপু তানভীর বলেছেন: গোফফান সাহেব, চামচামি কাকে বলেন জানেন কী ? চামচামি হচ্ছে আপনি যখন চোখ কান বন্ধ করে অন্যের দোষকে দোষ দেখেন না । সেটা হচ্ছে চামচামি ।
আপনে কিসের পরিসংখ্যান দিলেন আর কেনই বা দিলেন কে জানে ! আমি কোন ব্লগে নিজেকে মুই কী হনু রে ভাবি নি । দেখাতে পারবেন কি ? পারবেন না । আপনি এই কথা জানতে পেরেছেনও রাজীব নূরের পোস্ট থেকে । এবং আগে বলেছি চামচামি করলে নিজের কোন কিছু চিন্তা ভাবনা থাকে না । যার চামচামি করা হয় তার কথাই ধ্রুব সত্য মনে হয় !

আপনি এখানে একজন কপিপেস্টার পক্ষে সাফাই গাইছেন । নিজের লেভেল বুঝছেন তো ?
কপিপেস্ট হচ্ছে অতি নিম্ম শ্রেনীর চোরেরা করে আর সেই চোরের সাফাই গাইছেন । নিজের লেভেল বুঝুন !

রাজীব সাহেব আমাকে পছন্দ করেন না । এটা সে নাই করতে পারে। তার চুরি একদম হাতে হাড়ি ভেঙ্গে দিয়েছি আমি । এটা তো স্বাভাবিক । আমার কারণেই সে দীর্ঘ ব্যান খেয়েছে । এরকম হয়ে মুখে যা আসে সে বলতেই পারে । কিন্তু আমার কোন পোস্ট কিংবা মন্তব্যে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করতে পারবে না । সে যোগ্যতা তার নেই ।

৫৫| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা এই পোস্টে শেষ মন্তব্য।

অপু@ আপনি যে হিংসুক এবং রসজীবের হিট আপনার চেয়েও বেশী সে কারণে কতটা জেলাস সেটা পুরনো ব্লগারদের সবাই জানে। আর আমার কারো চামচামি করার প্রয়োজন পড়েনা। আমার সম্পর্কে ভালো ভাবে জেনে নিবেন।

আমি কি একবারও বলছি আমি তার কপি পেস্ট পোস্ট সমর্থন করি। আমি শুধু বলছি সে হয়তো সামঞ্জস্য রেখে পোস্টের সাথে মিলে যাওয়াতে হয়তো মন্তব্য দুইটা কোট করেছে। পোস্টে পক্ষে বিপক্ষে মন্তব্য থাকবে। ইটস নরমাল! আপনি কি করলেন! এসেই আমার মন্তব্য নিয়ে আমোদিত হলেন। প্রিয় ব্লগারকে কাউন্টার করাকে চামচামি বললেন। হুদাই!!! নিজেরে মুই কি হণু হিসেবে জাহির করলেন।

সেহেরির সময় বেশী কিছু লিখলাম না। শুধু এতোটুকু বলব আপনি প্রচুর ইমম্যাচুর। বড় হোন আরো। অবশ্য নোংরারা কোন ব্লগার কে সমর্থন করাকে বা সেফ করার ট্রাই করাকে চামচামিই ভাববে। ব্যাপার না।

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৪

আরইউ বলেছেন: সমসাময়িককালে ব্লগে সবচেয়ে বেশি লোক হাসিয়েছেন আপনি। দু‘ একটা জোকার ব্লগে দরকার আছে।

৫৬| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৩:৪৬

অপু তানভীর বলেছেন: গোফরান সাহেব, আমি রাজীব নুরের প্রতি জেলাস? হা হা হা !
কখনও হিট নিয়ে মাথা ঘামাতে দেখেন ? আপনার পেয়ারের রাজিব সাহেবের মত পোস্টে পোস্টে বলে বেড়াতে দেখেছেন কি আমি এতো পোস্ট করেছি এতো মন্তব্য করেছি ?
এই জিনিস আপনে কোথা থেকে আবিস্কার করলেন? কই থেকে পান এসব আপনারা ? আপনার মন্তব্যের ধরন একদমই তাদের মত। কোন আগামাথা নাই একটা কিছু বলে দিলাম । তাহলেই হল ? এটাও অবশ্য একটা লক্ষ্যন । আপনা আপনি তোষামুদে মনভাবওয়ালার ভেতরে চলে আসে !

আর বললেন পুরানো ব্লগাররা সবাই জানে ? আবারও আজগুবি সব কথা !

আপনার সম্পর্কে তো আমার ভাল করে জানার দরকার নেই । ব্লগে আপনার মন্তব্যই আপনার ব্লগীয় পরিচয় বহন করে । প্রিয় ব্লগারকে কাউন্টার দেওয়া আর চামচামি করা এক জিনিস না । বর্তমানে আপনার মত তেলতেলে আর তোষামদী মন্তব্য আর কেউ করে না । কেবল রাজিব সাহেব সাহেবের পোস্টেই না আরও একজনের পোস্টে আপনি যে হারে তেলতেলে মন্তব্য করেন তাতে অন্তত আপনার ব্লগীয় মনভাব খুব ভাল করে টের পাওয়া যায় ! সম্প্রর্তি করা কয়েকটা মন্তব্যেও আপনার সেই তেলতেলে ভাবটা খুব পরিস্কার !

আপনি কি লিখবেন সেটা তো দেখতেই পাচ্ছি ।

ব্যাপার না নাকি ব্যাপার সেটা আপনার প্রতিক্রিয়া দেখেই টের পাওয়া যাচ্ছে ...




৫৭| ২০ শে এপ্রিল, ২০২২ ভোর ৬:০৩

সাসুম বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: কারো কোন মন্তব্য তার মতের সাথে মিলে গেলে সে মন্তব্য যথাযথ পোস্টে কপি পেস্ট করে দিলে সমস্যা টা ঠিক বুঝলাম না।

এটাকে কমেন্ট কপি পেস্ট করা বলেনা, এটা হল আরেকজনের বাসি গন্ধওয়ালা আন্ডারওয়ার নিজে পইরা ঘুরে বেড়ানো

যে ভদ্রলোকের বিরুদ্ধে এলিগেশান- উনার একটা কমন এবং ক্লিয়ার পরিচয় আছে - সেটা হল লেখা চুরি। এটা নিয়ে সবাই জানে, নতুন কিছুনা। এখন দেখা যাচ্ছে- সেই লেখাচোর খালি মানুষের ঘরে সিদ কাটছে না বরং কমেন্ট ও চুরি করে আনছে গুগুল থেকে যেটা লিটারালি আরেকজন হুবুহ লিখে দিয়েছে।

যদিও অনেকের কাছে এটা নতুন কিছু, বাট সেই লেখকের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি।


উনার চিকিৎসা দরকার, মানসিক চিকিৎসা। অন্তত এমন চিকিৎসা করা হোক- যাতে করে আরেকজনের গান্ধা আন্ডারওয়ার পিন্দা থেকে বিরত থাকবে ।


তবে আমি পারসোনালি এই লেখাচোর ভাইকে পছন্দ করি এবং চাইনা উনি ব্লগ থেকে চলে যাক- কারন উনি এক্টা নিদারুন এন্টারটেইনমেন্ট

সবচেয়ে বড় কথা, উনাকে গাইলাতে আসা গাধা সিন্ডিকেট দের সকল মাল্টি আইডি গুলা এক যায়গা থেকে দেখা যায় । এটাও বিনোদনের আরেকটা বড় রকমের উৎস।

সো, সকলের কাছে আকুল আবেদন- আপ্নারা লেখাচোর ব্রো কে ব্লগ থেকে বিতাড়ন করবেন না। বিনোদনের এই দুর্দিনে এমন কিছু করবেন না যাতে উনি হারিয়ে যান

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৫

আরইউ বলেছেন: হা হা হা! আপনি পারেনও বটে। মিরর, শায়মা আর আমি আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম।

৫৮| ২০ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৯

রানার ব্লগ বলেছেন: তাই বলে কমেন্ট :|

২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৭

আরইউ বলেছেন: টুকলিবাজি যার রক্তে তার কাছ থেকে পোস্ট আর মন্তব্যে কেউই সেফ না!

৫৯| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একখানে অনেক লোক থাকলে সবাই যে ভালো হবে এমন তো না। ওনাকে থাকতে দেননা ওনার মতো করে। ওনার বিষয় সবাই জানে তাই আর বলে লাভ কি?

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৬

আরইউ বলেছেন: এটা কী বলছেন আপনি, অন্যায় হবে আপনার চোখের সামনে আর আপনি অন্যায় দেখে যাবেন চোখ বন্ধ করে? আপনার ঘরে চুরি হলো; আপনি জানেন কে চুরি করেছে; তো আপনি কি বলবেন আহ জানি তো কে চুরি করেছে, চোরকে চোরের মত থাকতে দেই!?

৬০| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬

রেজাউল৯৭ বলেছেন: সত্য কথা বলছি , অনেকদিন এত প্রাণ খুলে হাসিনি। শুয়ে শুয়ে পড়ছিলাম, না হলে আসলেই লুঙ্গী খুলে যেতেও পারতো,

পোষ্ট থেকে যত হাসি পেয়েছে, সানি লিওনের মুভির ভক্ত বিশিষ্ট জিনিজিন সাহেবের মন্তব্য এবং তার উত্তর , সর্বোপরী এক্সন মোবিল এর সেলসপারস ১৩ বার এসে যা বলে গেলেন এসব থেকে অনেক আনন্দ পেয়েছি।
সত্যি বলছি , এত হাসি অনেক দিন হাসিনি।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৭

আরইউ বলেছেন: পুরো পোস্টই কৌতুকময়।

৬১| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৮

রেজাউল৯৭ বলেছেন: জোক:
২য় মহাযুদ্ধের সময়ের একজন এনসিওর অভ্যাস ছিল দুর্গন্ধযুক্ত মোজা পরা। কোন এক ব্যাটেলে তার মোজার গন্দেই কিছু শত্রু ঘায়েল হয়ে পড়ে। এর পর তাকে আয়রন ক্রস দেয়া হবে। কমান্ডিং অফিসার তাকে নির্দেশ দিল- রানী ( বা বড় অফিসার, মনে নেই) আসবে, ঐ দিন যেন সে কোনভাবেই গন্ধ ওয়ালা মোজা না পরে আসে।
অনুষ্ঠানের সময়ে দেখা গেল তীব্র ডুর্গন্ধ।
কমান্ডিং অফিসার খুব খেপে যেয়ে বললেন- তোরে পৈ পৈ করে বললাম এরপরেও তুই এই গন্ধ য়ালা মোজা পরে আসলি?
এনসিও পকেট থেকে গন্ধয়ালা মোজা বের করে কমন্ডিং াফিসারের নাকের সামনে দোলাতে দোলাতে বলল- স্যার , আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না । সত্যি বলছি , এই দেখেন পুরান মোজা। নতুন মোজা আমার পায়ে।

যারা অপরের আন্ডারওয়্যার পরে ঘুরে বেড়ায় তারা হয়ত এখন ব্লগে নিজেদের আন্ডারওয়্যার পরা ছবি পোষ্ট করে দিয়ে বলবে - দেখ- আমি ভালো হয়ে গেছি - নিজের আন্ডারওয়্যার পরে আছি।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৮

আরইউ বলেছেন: উহাদের আন্ডি নাই। এটাই সমস্যা!

৬২| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯

হাইজেনবার্গ ০৬ বলেছেন: কমেন্টও কপি করতে হ্য়? =p~ এতোদিন ধরে বলার পরেও ব্লগটা সাবধান হলো না।চুরি চলছেই, অথছ এমন নিম্ন রুচির কাজটাকেও গফুইরা আর গাজী সাপোর্ট কইরা গেলো। ছেচ্চর মনে হয় এদেরই ডাকে।

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১০

আরইউ বলেছেন: চুরি উহার মজ্জাগত - রক্তে মিশে আছে।

৬৩| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৮

ঘুম ঘুম চোখে বলেছেন: লেখক বলেছেন: নিরীহ অবলা প্রানীটিকে কে লিখতে বলেছে?

হা হা লু খু গে

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১১

আরইউ বলেছেন: ঘুম ঘুম চোখে লুংগি খুলে গেলে সমস্যা তো! হা হা হা, ভালো থাকুন।

৬৪| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এখানে সবাই প্রাপ্ত বয়স্ক; ইশারায়-উপমায় কথা বলার কিছু নেই। আপনি মন খুলে কথা বলতে পারেন।

আমি মনে করে ছিলাম সবাই নাবালক! সেটা আমার ভুলই ছিলো!
এখন বুঝতে পেরেছি কেনো খালুই গুলো আমার ওই পোষ্ট পড়লেও
কোন মন্তব্য করে নাই। সবাই মনে হয় বুঝে গেছে তাদের
পাছায়ও বড় বড় ছ্যাঁদা রয়েছে! সবাই সাবালক হয়েছে। ভালতো!
ভালো না!!

২১ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১২

আরইউ বলেছেন: আপনি অসম্ভব বুদ্ধিদীপ্ত একটা মন্তব্য করেছেন। আপনার জন্য তাই থাকছে কেয়া বল সাবানের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার!

৬৫| ২১ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭

আশিকি ৪ বলেছেন: লেখা চোর ও ছাগু মুক্ত ব্লগ সময়ের দাবী।

৬৬| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:১০

সোনালি কাবিন বলেছেন: Comment copy paste _ha ha

৬৭| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১২:১৭

সোনালি কাবিন বলেছেন: মিরোরডডল বলেছেন:




সেতো অনেক ভালো মৌলিক লেখা লিখতে পারে কিন্তু তারপরও কেনো কপি পেস্ট বন্ধ হচ্ছে না কারন এটা তার একটা ডিজিজ । বিল্ট-ইন প্রবলেম যেটা কখনোই ঠিক হবে না ।

ইচ্ছা থাকলে মানুষ কিছু অভ্যাস পরিবর্তন করতে পারে কিন্তু অস্থি মজ্জা হাড়ে রক্তে যেটা ঢুকে গেছে ওটা আর বের হবেনা । এই কাজ অনন্তকাল চলবে । তাই আর এখন এগুলো নিয়ে বলিনা ।

মনে আছে কিনা আরইউ, অনেক আগেই আমি বলেছিলাম যে অন্যের মন্তব্যও কপি করে । আমারটা করেছে বহুবার তাই আমি জানি । মন্তব্য নিয়ে জোড়াতালি দিয়ে পোষ্ট দিয়েছিলো । তারপর আসলেই আর কিছু বলার থাকে না ।

B:-) B:-)

৬৮| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

সোনালি কাবিন বলেছেন: দেও ঠ্যালা !

৬৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

অপু তানভীর বলেছেন: ;)

৭০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

যাযাবর১১১ বলেছেন: গোফ্রান এই পোস্টে বেশ লোক হাসিয়েছে। যাক গতকাল সে তার ভুল বুঝতে পেরেছে।

৭১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

অপু তানভীর বলেছেন: এই পোস্ট টা আপনার জন্য ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.