![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০. কুখ্যাত, ব্যক্তিআক্রমন কারী এবং ব্লগে গুন্ডামী করে অভ্যস্ত এক ব্লগার অহংকার করে বলছে “আমি একজন গুরুত্বপূর্ণ ব্লগার তাই, আমাকে কতৃপক্ষ সবসময় চোখে চোখে রাখেন।“ তার পা াটা মোসাহেব দল সংগে সংগে চিৎকার করে বলছে “গরু আপনি ব্যক্তিত্ববান, আপনি শক্তিমান!”
১. এক বহুল আলোচিত পরিচিত লেখাচুরির জন্য কুখ্যাত ব্লগার এক পোস্টে মন্তব্য করেছেঃ “যারা জোরজবদস্তি আমাকে দোষী সাবস্ত করতে চেয়েছিলো। তাঁরা সাকসেস হয়নি। তাঁরা আমার গত দুই বছরের পোষ্ট গুলো দেখুক। কিছু কপিপেস্ট খুঁজে পায় কিনা। চিলে কান নিয়েছে, লোকজন চিলের পেছনে ছুঁটে গেছে।”
উল্লেখ্য তার চোরাই পোস্ট ২-৩ মাসেই ভুলে নির্বাচিত পাতায় গিয়েছিলো। সে পোস্টের পাশাপাশি মন্তব্যও কপি-পেস্ট করে থাকে। সবচেয়ে বড় কথা (শোনা কথা) সে আর লেখা চুরি করবেনা এই বলে নাকে খত দেয়ায় তাকে কিছুদিন আগে ব্যানমুক্ত করা হয়েছে।
২. লেখা কপি-পেস্ট কারী ব্লগারদের সাথে সকাল বিকাল ওঠাবসা দহরম মহরম এমন এক ব্লগার বলছে “নিরপেক্ষ কপি-পেস্ট ব্লগারদের তালিকা করলে আমি কপি-পেস্ট বিরোধী আন্দোলনকে সমর্থন করবো।“ উল্লেখ্য ওনার সমর্থনের জন্য কেউ বসে নেই!
৩. এক ব্লগার বলছেন “আমি লেখাচুরি করিনা। আমি এই পোস্ট থেকে কাট, ঐ পোস্ট থেকে কপি করে লেখা সম্পাদনা করি!”
২১ শে মে, ২০২২ বিকাল ৫:৩৩
আরইউ বলেছেন:
কতৃপক্ষ উহাকে সাধারণ ব্লগারদের চেয়ে বেশি সুবিধা দিয়া আসিয়াছেন তাহা নিয়া সন্দেহ নাই।
২| ২১ শে মে, ২০২২ বিকাল ৫:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: এই ছবিটা আগেও দেখছি। তখনও পছন্দ হইছিলো, এখনোও পছন্দ হইছে। লেখাও।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০২
আরইউ বলেছেন:
হা হা হা! কৌতুক পড়িয়া হাসিয়াছেন বলিয়া বিশ্বাস করি।
৩| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবির নায়িকার নাম কি শাহরিন?
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৬
আরইউ বলেছেন:
দুঃখিত, রূপক, আমি ভদ্রমহিলার নাম জানিনা।
ভালো থাকুন।
৪| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৮
ভুয়া মফিজ বলেছেন: নাহ...............আপনারে নিয়ে আর পারি নি। পাগলের কথায় রিয়্যাক্ট কি করতেই হবে?
নিজেকে সর্বজ্ঞানী ভাবা এক পাগল তার কতিপয় চামচা পরিবেষ্টিত হয়ে কিছু সুখ পেতে চাচ্ছে, আর আপনি সেখানে কাবাব মে হাড্ডি হয়ে দাড়িয়েছেন। এই চামচাদের এটাও জানা নাই যে, আলোচনায় থাকলেই সে বিখ্যাত হয় না। মুদ্রার অপর পিঠের মতো কুখ্যাতও হয়। সারা পৃথিবীর বড় বড় আলোচিত-সমালোচিত কুখ্যাত ব্যক্তিদের কথা বাদই দেই; আমাদের দেশের এরশাদ শিকদারও তাইলে বিখ্যাত। তারে ফাসি দেয়া ছিল সর্বযুগের সবচাইতে বড় মিসটেইক!!!
আর এই গরু.........থুক্কু গুরুর (খালি পাছার........থুক্কু ছাপার ভুল হয়!!!! ) ভুলগুলি এতো বার এই ব্লগে তুলে ধরা হয়েছে যে, সব একজায়গায় করলে মহা মহা গ্রন্থ হয়ে যাবে। এর পরেও তাকে যারা গুরু মনে করে, তাদেরকে মানসিক প্রতিবন্ধি বলা ছাড়া আসলেই আর কোন উপায় থাকে না।
জয় গরু!!!!!
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬
আরইউ বলেছেন:
আসলে লিখতে চেয়েছিলাম কুখ্যাত লেখাচোর-কে নিয়ে কিন্তু, গরুর পোস্ট চোখের সামনে পরে গেল। কী আর করা।
তবে, ইদানিং টপ ব্লগ জোকার হিসেবে অবির্ভুত হয়েছেন দু‘জন * একজন বিদ্রোহী ছড়াকার, নিজেকে সনাগবাদিক দাবী করেন ** আরেকজন মিডিয়া পার্সোনালিটি, বর্তমানে গরুর পরামর্শক হিসেবে কাজ করছেন। উনি মনে করেন ওনার সাপোর্ট খুবই গুরুত্বপূর্ন তাই, সবার পোস্টে বলে বেরান কপি-পেস্টের আন্দোলনে সমর্থন করবেন। মজার বিষয় হচ্ছে কেউ কিন্তু তার সমর্থন চায়নি!!!
৫| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৩
ভুয়া মফিজ বলেছেন: জোকাররা নিজেদের মধ্যে প্রতিদ্বন্ধিতা করুক। আমরা পপকর্ণ নিয়া মজা লুটি!! আগে টপ জোকার ছিল একজন; এখন আরো দুইজন যদি সেই পদের যোগ্য অধিকারী হয়, মন্দ কি? ঢোলে বাড়ি দেওয়া জোকারের সংখ্যা যতো বাড়বে, ঢোল ফাটার সম্ভাবনাও ততো জোড়ালো হবে। ভালো না! ভালো তো!!!
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
আরইউ বলেছেন:
হা হা হা!
কালকে গরুর পোস্টে একটা মন্তব্য করতে গিয়ে দেখি ওস্তাদ আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে। আমি হাসতে হাসতে শেষ। আমার মত অতি সাধারণ একজন ব্লগারের ভয়ে কেউ এতটা ভীত হতে পারে আমার বিশ্বাস হচ্ছেনা! তবে, সে লাস্টবারের ব্যান শেষে ফিরে তার পা াটা মোসাহেবদের “আরইউ“ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল দেখেছি।
৬| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫
সোনালি কাবিন বলেছেন: হা হা, কী কৈতুক দিলেন! এর প্রভাবে তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বালগার তো পোস্ট সরিয়ে নিয়েছে।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১০
আরইউ বলেছেন:
গরুর ৩ সাগরেদের একজন ব্লগ জোকার পোস্ট সরায়ে নেয়ার জন্য পরামর্শ দিয়েছিল। কী কারণে তাহা আমার বুঝে আসেনি।
৭| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: বাহ কৌতুকগুলো খুবই মজার কিন্তু আগেই পড়েছি।
তখন হাসিনি বিরক্ত হয়েছিলাম।
আজ হাসি পাচ্ছে ......
আর তুমি এইবার কপি পেস্ট দোষে দুষ্ট হইলা ভাইয়ামনি!!!!!!
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৬
আরইউ বলেছেন:
নাহ, এই কৌতুকগুলো আগে পোস্ট করিনি! আমার ড্রাফটের ৩৯ টা পোস্ট কুইক রিভিউ করে দেখলাম।
৮| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: আরে তোমার পেইজে না তো । মানে তোমার পেইজে পড়িনি তো।
কৌতুকগুলো যারা সৃষ্টি করেছিলো সেই সব ক্রিয়েটিভ কৌতুকম্যানদের পেইজে।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩১
আরইউ বলেছেন:
ওহ, হা হা হা! বুঝতে পেরেছি এবার। কপি করা লেখা কোটেশান মার্কের ভিতর লিখেছি কিন্তু। হা হা হা।
৯| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
সোনালি কাবিন বলেছেন: কৈতুকে একজন বিশিষ্ট কাট পেস্ট সম্পাদকের উল্লেখ রয়েছে। যার অনেক আগের নিকের সাথে মিল রেখে সেই সময় তাকে ব্লগে জাউরা উপাধি দেয়া হয়েছিল এবং উষ্ঠা মারা হয়েছিল।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
আরইউ বলেছেন:
মনে পরছেনা তবে কাউকে “জাউরা“ উপাধী দেয়া ঠিকনা। শব্দটার মানে যদি আমি সঠিক জানি তবে ইহা খুবই বাজেঁ একটা শব্দ।
১০| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
শায়মা বলেছেন: ওহ কোটেশনের মাঝে লিখলে তো দোষ নাই।
এইবার বুঝলাম।
স্বপ্নে গরু আকাশে ওড়ে
একটা গান দিলাম.....
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
আরইউ বলেছেন:
কোটেশন দিলে সবসময় দায়মুক্তি ঘটবেই এমন নয় তবে, এখানে পাঠকরা যেহেতু কনটেক্সটা বুঝতে পারবে তাই ঠিক আছে ধরে নিচ্ছি।
কী ভিডিও দিলেন; ব্লগ গরুর সাথে ভিডিওর গরুর দেখি ব্যপক মিল।
১১| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪২
এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার ০ নম্বরের ব্যক্তি বড় ধরণের ক্রিমিনাল। উদাহরণস্বরূপ, নিজ দেশে পরবাসী নির্যাতিত ফিলিস্তিনীদের কট্টর সমালোচনা কেবল জায়নবাদী সেবাদাস ক্রিমিনালের পক্ষেই সম্ভব। ব্লগ মালিক ক্রিমিনালকে প্রশ্রয় দিয়ে বারবার অন্যায় করছেন।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
আরইউ বলেছেন:
উহাকে আমি ব্লগ মাস্তান বলে থাকি। ব্লগে সে যা করেছে, লিখেছে তা সে সভ্য সমাজে বলতে/করতে পারবেনা। সে নিজের (এখন ডিলিট করা) পোস্টেই বলেছে তাকে চেনে এমন লোকজন তার ব্লগে লেখা সম্পর্কে কিছু জানেনা, সে কাউকে বলেনি।
কেন দেখায়নি? কারণ পরিচিত লোককে সে তার ছোটলোকি দেখাতে চায়না।
১২| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
জ্যাকেল বলেছেন: আচ্ছা ঠিক আছে আপনাকে বুঝানো যাবে না। এই ভেক ধারী বর্তমানে ব্লগপীর (২/৩ জন দাগী শিষ্য বিশিষ্ট) নিয়ে আমার কোন কনসার্ন নাই। উনি ২/১ দিন পরপরই আমার ব্লগবাড়িতে এসে হানা দিয়ে যান কিছু পরিবর্তন হইছে কি-না, কিন্তু বিষয় হইতেছে উহার কমেন্ট ব্যান আমি ছুটাব নাহ। উহাকে গোনার টাইম নাই।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
আরইউ বলেছেন:
আমি উহাকে ব্যান করিনাই, করবোওনা। এমনিতেই উহার সাহস নাই আমার পোস্টে এসে মন্তব্য করার।
১৩| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫২
সোনালি কাবিন বলেছেন: আপনি যেটা বলেছেন সেটা ঠিকি আছে। খুব সম্ভবত নামদাতা নামের ডিজাইনের দিকে মিল রেখে খেতাবটা দিয়েছিলেন, মূল অর্থের চাইতে সেটাকে প্রাধান্য দিয়ে।
২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
আরইউ বলেছেন:
তারপরও এমন নাম দেয়া খুবই অন্যায়, সোনালি!
১৪| ২১ শে মে, ২০২২ রাত ৮:১১
সোনালি কাবিন বলেছেন: এর মিনিং ঠিক কী আমিও জানি না । গুগোল করে এ নিয়ে যা জানলাম তা ভয়াবহ। সামুর একটা পোস্ট থেকে
গালি এবং আমি মেরুদন্ডী প্রাণী
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৫
জাউরা........এই শব্দটির সাথে প্রথম পরিচয় ক্লাস ওয়ান এ। স্কুলে যেতেই হঠাৎ খেয়াল করলাম ক্লাসের ছেলেগুলো সবাই একজন আরেকজনকে জাউরা বলছে আর যাকে বলছে সে খুব ক্ষেপে যাচ্ছে। এর মধ্যে রিতা সবাইকে এটা বলতে বারবার না করছে। যাই হোক, ক্লাস শুরু হয়ে যাওয়াতে আসলে জাউরা শব্দটির এত কি জাদু বুঝতে পারলাম না। অবশ্য টিফিন টাইম এ বন্ধুদের কাছে এর মানে জানতে পারলাম। ইদ্রিস আমাকে ব্যাখ্যা দিল এরকম, জাউরা হচ্ছে এমন একটি গালি যা খুবই খুবই এবং খুবই খারাপ। যার বাবা-র ঠিক নেই সে হচ্ছে জাউরা। আর এটা কাউকে দেয়া ঠিক না। যদিও আমি পুরো ব্যাখ্যা জানার পরও স্কুল ছুটির পর ঠিকই একজন আরেকজনকে জাউরা জাউরা শ্লোগান দিতে দিতে ফিরলাম।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪৬
আরইউ বলেছেন:
জ্বী, আমিও এই মানেটাই জানতাম। কারো এমন উপাধী দেয়া তাই ঠিক নয়!
১৫| ২১ শে মে, ২০২২ রাত ১১:৫৯
জিকোব্লগ বলেছেন:
৩ নম্বরে যে ব্লগারের কথা বলেছেন, সেই ব্লগার ২০১০ সালের ২১ শে আগস্ট
থেকেই সামুতে এই কাট কপি পেস্ট সম্পাদনার কাজ করে এসেছেন।এতো
দিনেও যেহেতু কিছু হয় নি, ভবিষ্যতেও কিছু হবে না, সে এই বিষয়ে নিশ্চিত।
কপি পেস্ট নিয়ে ব্লগ মডারেটরের বিভিন্ন কার্যক্রম অনেকটা গেম খেলার মত।
এটা বোঝাই যায়।
লেখা চোরদের তালিকা দিয়ে আসলে কোনো কাজ হবে না। এর চেয়ে ভালো
এদের কে নিয়ে মাঝে মধ্যে মজার মজার রম্য, কৌতুক লেখা, যা সামুর
পাঠকদের অনেক বিনোদন দিবে।
ধন্যবাদ।
শুভ ব্লগিং।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪৭
আরইউ বলেছেন:
দেখা যাক না কী হয়!
১৬| ২২ শে মে, ২০২২ সকাল ৯:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যক্তি আক্রমন কারো পক্ষেই শোভনীয় নয়; সবাইকে সহনশীল হতে হবে।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪৭
আরইউ বলেছেন:
আপনি শতভাগ সঠিক বলেছেন!
১৭| ২২ শে মে, ২০২২ সকাল ১০:৪৪
রানার ব্লগ বলেছেন: একই লেখার চর্বিত চর্বন !! জমে নাই !!! আবার চেষ্টা করুন !!!
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪৮
আরইউ বলেছেন:
ওয়ালাইকুমআসসালাম!
১৮| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৫৮
অপু তানভীর বলেছেন: আপনাকে খুব একটা ইন্টারেনস্টিং তথ্য দিই । এটা আমি খুজে পেয়েছি কপিপেস্ট সার্চ করার সময় ! ব্লগে কপিপেস্ট নিয়ে কথা বলার কারণে উপরে বর্ণিত ব্লগারদের দুইজন তাদের বিরুদ্ধ ব্লগারদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে এখানে সেখানে মন্তব্য করেছেন । যদিও এই ট্যাগিং পক্ষে তাদের কাছে কোন প্রকার প্রমান নেই । আপনি আমি এই ট্যাগ খাওয়া লিস্টে আছি । কিন্তু মজার ব্যাপার কি জানেন, তারা এমন একজন ব্লগারের সাথে দহরম মহরম করেছেন, এমন একজন ব্লগারের পক্ষে সাফাই গেছেছে যার পোস্ট, বইয়ের প্রমোশন নিয়মিত ভাবে বাশেরকেল্লা বাংলাদেশ নামক একটা পেইজে পিনড পোস্ট আকারে আছে !
ব্যাপারটা একবার চিন্তা করে দেখুন ।
আবার ভাববেন না যে আমি মন গড়া কোন কথা বলছি । আমার কাছে সেই পেইজের এবং মন্তব্যের স্ক্রিনশন আছে ।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫৪
আরইউ বলেছেন:
ট্যাগের কথাটা আমি জানি। আমাদের গোফরান সাহেব ওনার গরুজী, সহ-সাগরেদ, আর সম্পাদক সাহেবের পোস্টে “ছাগু“ ট্যাগ দিয়ে মন্তব্য করে বেড়িয়েছেন দেখেছি। পরে অবশ্য সেফ সাইডে খেলার আর নিজের াছা বাচাঁনোর জন্য বলেছিলেন উনি আমাদের “ছাগু” বলেননি।
বাশেঁর কেল্লার বিষয়টা জানা নেই। তবে ছাগু আখড়া বাশেঁর কেল্লার এক সুপরিচিত লেখক আমাদের গোফরান সাহেবের আত্মার আত্মীয় তা জানি।
১৯| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:০৯
পাঠক০০৭ বলেছেন: ব্লগকে কিছু কিছু ব্লগার প্রচন্ড ইরেটেটিং করে ফেলেছে। এই সব ব্লগারদের ব্লগিং ক্যারেক্টার মোটেও সুবিধার না।
পোস্ট ঠিক আছে কিন্তু একটা কথা আছে। এই ধরনের পোস্ট যে সাইড থেকেই আসুক না কেন, অন্যপক্ষ হাউকাউ করবেই।
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫৫
আরইউ বলেছেন:
ঠিক বলেছেন, পাঠক। ভালো আছেন আশাকরি।
২০| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:২৪
ভুয়া মফিজ বলেছেন: মজার ব্যাপার কি জানেন, তারা এমন একজন ব্লগারের সাথে দহরম মহরম করেছেন, এমন একজন ব্লগারের পক্ষে সাফাই গেছেছে যার পোস্ট, বইয়ের প্রমোশন নিয়মিত ভাবে বাশেরকেল্লা বাংলাদেশ নামক একটা পেইজে পিনড পোস্ট আকারে আছে ! অপু, হিপোক্র্যাট দিয়ে দেশ ভরে গিয়েছে। ব্লগ আর তার বাইরে থাকে কিভাবে?
২২ শে মে, ২০২২ দুপুর ১২:৫৭
আরইউ বলেছেন:
ইহাদের াছা উন্মুক্ত করিয়া দিনে ৩ বেলা নিয়ম করে জালি বেত দিয়ে শাসন করা উচিত। বাশেঁর কেল্লা প্রেম বের হয়ে যাবে।
২১| ২২ শে মে, ২০২২ দুপুর ১:০৪
রানার ব্লগ বলেছেন: মজার ব্যাপার কি জানেন, তারা এমন একজন ব্লগারের সাথে দহরম মহরম করেছেন, এমন একজন ব্লগারের পক্ষে সাফাই গেছেছে যার পোস্ট, বইয়ের প্রমোশন নিয়মিত ভাবে বাশেরকেল্লা বাংলাদেশ নামক একটা পেইজে পিনড পোস্ট আকারে আছে
সিরিয়াসলি ???? !!!
নামটা বলবেন প্লিজ !! দশ হাত দূরে থাকবো তার থেকে । জামাত শিবির ও ইম্পর্টেড ছাগল আমি খুব ঘৃনা করি !!!
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০২২ বিকাল ৫:২৯
জিকোব্লগ বলেছেন:
কুখ্যাত, ব্যক্তিআক্রমন কারী এবং ব্লগে গুন্ডামী করে অভ্যস্ত এক ব্লগারকে
তো মনে হচ্ছে ব্লগ কর্তৃপক্ষেরই লোক। ব্লগ কর্তৃপক্ষেরই লোক না হলেও ব্লগ
কর্তৃপক্ষও উহাকে আদর করে মাথায় তুলেছে। সামুর নাম পরিবর্তন করে
উহার নামে নামকরণ করা হোক।