নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরইউ

আরইউ › বিস্তারিত পোস্টঃ

আমাদের পাড়ার চায়ের দোকানের আড্ডার গল্প

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৬


আমাদের পাড়ার মোড়ে একটা চায়ের দোকান আছে। দোকানী খুব ভালো মানুষ; দোকানে আসা ক্রেতারাও সমাজের বিভিন্ন জাতি-পেশা-ধর্ম-বর্ণের প্রতিনিধিত্ব করেন। চায়ের দোকানে সময়ে-অসময়ে কাজের-অকাজের আড্ডা হয়; এর কথার বিপরীতে ও একটা কথা বলে, তার প্রতিযুক্তিতে অন্য কেউ বলে আরেকটা কথা। এভাবে চায়ের দোকানে আড্ডা চলতে থাকে।

এই আড্ডার নিয়মিত চরিত্র শমশের গাজী! তার নিজস্ব একটা ছোটখাটো দল আছে -- সেই দল খুব একটা ভারী না হলেও সদস্যরা দলনেতার প্রতি শতভাগ নিবেদিত।

সেদিন যেমন আমাদের গ্রামের দর্জী সালাম তরফরদারের গল্পের আড্ডায় বসে শমশের গাজী বললোঃ
এটা কোন গল্প হলো? সামন্তবাদী এমন গল্প আমি প্রতি রাতে দুই হালি প্রসব করি।

গাজীর কথাটা মাটিতে পরতে বাকী তার আগেই তার এক মোসাহেব পাড়ার নাপিত আক্কাস বললোঃ
গরুজী যেহেতু বলেছেন তিনি অবশ্যই এমন গল্প দু‘ চার হালি প্রসব করতে পারেন। উনি সর্বদাই গল্পের প্রসব বেদনায় কাতর থাকেন।

নাপিত আক্কাস আমাদের পাড়ায় জোকার হিসেবে পরিচিত। সে যেহেতু নাপিত তাই তার মতে সবাইকে দাড়ি গোফ কামিয়ে ক্লিন শেভ থাকতে হবে; শুধু ক্লিন শেভ থাকলেই নাকি মানুষের ব্যক্তিত্ব থাকে, মানুষকে ক্লাসি লাগে। তার পকেট ভর্তি ক্লিন শেভ করা মানুষের ছবি থাকে আর সে কারণে অকারণে সেই ছবি মানুষকে দেখিয়ে বেড়াবে। তার মতে ক্লিন শেভ করা মানুষের সাথে পরিচয় থাকা, তাদের ছবি অন্যদের দেখিয়ে বেড়ানোটা এক ধরণের এচিভমেন্ট, এতে নিজের সামাজিক অবস্থান উচুতে ওঠে। অন্যরা ভাবে আহারে ঐ নাপিতের এমন ক্লিন শেভ লোকের সাথে পরিচয় আর আমার খুর আর কসকো সাবান কেনার টেকাটুকা নাই।

একদিন চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছে ডিমের দাম বেড়ে গিয়েছে এ বিষয়ে। শমশের গাজী যথারীতি নাক গলালো সেই আলোচনায়ঃ
ডিমের দাম বেশি তো কি হইছে? আমি নিজের ডিম নিজেই পেরে ওমলেট বানায়ে খাই।

আড্ডায় উপস্থিত বেশিরভাগ লোক এ কথা শুনে এর দিকে ওর দিকে তাকাচ্ছে যখন তখন নাপিত আক্কাস বলে বসলোঃ
হ্যা, গরুকে আমি নিজ চোখে ডিম পারতে দেখেছি। কি সোন্দর সেই ডিম, খেতেও কি অপূর্ব স্বাদ। এই ডিম যারা খায়নি তারা ক্লিন শেভের বিপক্ষ শক্তি।

নাপিত সাহেবের কথা শেষ হতে না হতে আড্ডায় হাজির হলো আমাদের গ্রামের সুপরিচিত সিঁদেল চোর বক্কর খাঁ। ব্ক্কর হচ্ছে শমশের গাজীর সবচেয়ে পুরোনো ও নিবেদিত প্রান চ্যালা। পাড়ায় গল্প প্রচলিত যে বক্কর আশায় আছে কোন একদিন শমশের গাজী তাকে শহরে নিয়ে যাবে।

যাহোক, বক্কর এসেই বললো ডিমের দাম বাড়ার মূল কারণ ধার্মীক লোকজন। লোকজন ধর্ম কর্ম বাদ দিলেই ডিমের দাম আগের অবস্থায় ফিরে আসবে। আর তার গরুকে কষ্ট করে ডিম পারতে হবেনা। সে আরো বললো দেশটা চোর চোট্টায় ভরে গেছে। লোকজন দূর্নীতি করে অন্যের ঘরে সিঁদ কেটে ডিম নিয়ে যাচ্ছে।

বক্করের এই কথায় শমশের খুশি হয়ে বললোঃ
বক্কর ঠিক বলেছে। ডিম পারা লোকজনকে সৎ হতে হয়, ব্যক্তিত্ববান হতে হয়।

বক্কর গাজীর কথার বিপরীতে বললোঃ
আমার কথায় সায় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ!

আমাদের সেদিনের আড্ডা প্রায় ভেঙে গেলো। আমরা যে যার বাসায় ফিরে গেলাম। আক্কাস নাপিত লোকের দাড়ি গোঁফ কামাতে চলে গেল। বক্কর চোরা গেল তার নেক্সট এসাইনমেন্টে। শমশের গাজী চায়ের দোকানেই বসে রইলো...

ছবিঃ আমার তোলা।

মন্তব্য ১৯৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৯৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১১

অপু তানভীর বলেছেন: আরইউ, গতদিনে মাল্টিনিকের পোস্টের কথা কি মনে আছে? বলেছিলাম অন্য ব্লগারদের কথা না হয় বাদই দিলাম আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় যে আপনি আসলে আমার মাল্টি ! বললে বিশ্বাস করবেন কিনা জানি এই চায়ের দোকানের বিশেষজ্ঞ শিরোনামে ঠিক এমন একটা পোস্ট আমার ড্রাফটে জমা হয়ে আছে কয়েকদিন । পোস্ট করবো করবো করে করা হয় নি ফাইনাল টাচের কারণে । পোস্টের বক্তব্য বলা চলে একেবারেই আপনার মতই ।
আমাদের চিন্তা ভাবনা দেখেন কতটা একই রকম ! একই সময় একই জিনিস নিয়ে ভাবনা !!

আর চায়ের দোকানের বিশেষজ্ঞ নিয়ে কী বলবো ! এরা চায়ের দোকানে বসে আমেরিকার প্রেসিডেন্টের ভুল ধরে, ভাবে দেশের প্রধানমন্ত্রী দেশ চালাইতে পারে না, পুতিনের নামের বানান পর্যন্ত ঠিক মত লিখতে পারে না অথচ পুতিন বিশেষজ্ঞ হয়ে বসে আছে !

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫১

আরইউ বলেছেন:




হা হা হা! আপনি গল্পটার ফিনিশিং টাচ দিন এবং পোস্ট করুন। আমি খুবই আগ্রহী গল্পটার বিষয়ে, অপু।

কোন বিশেষজ্ঞের কথা বলছেন, কে পুতিন, আ আমেরিকা কোথায়? এটা নিতান্তই একটা গল্প...

২| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৭

মিরোরডডল বলেছেন:




লেখাটা দুবার এসেছে ।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫২

আরইউ বলেছেন:




ধন্যবাদ, মিরর, ঠিক করেছি।

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। গাও গ্রামের প্রতিচ্ছবি ফুটে উঠেছে গল্পে। তবে গল্পটি দুইবার এসেছে। কখনও কখনও কিবোর্ডের 'এন্টার' বাটন প্রেস করলে অনিচ্ছাকৃতভাবেই অগোচরে এমনটা হয়ে যায়। কষ্ট করে এডিট করে দিবেন, আশা করছি।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

আরইউ বলেছেন:




ধন্যবাদ, নকিব।
এডিট করে ইমেজ অ্যাড করতে গিয়ে এই সমস্যা হয়েছে। ঠিক করে নিয়েছি।

৪| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবিতে সম্ভবতো জ্যাকারান্ডা গাছ দেখা যাচ্ছে। এমন একটি ফুলে ভরা গাছ দেখার সুযোগ কখন আসবে কে জানে।
- একই লেখা একই পোস্টে দুইবার এসেছে।
- লেখা সম্পর্কে কিছু বলতে চাইনা।
- ধারনা করি এর বিপরীতে অন্তত ৩টি লেখা আসবে।

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

আরইউ বলেছেন:




-হ্যা, আমার খুব প্রিয় ফুল। এমনিতে আমি ছবি তুলিনা খুব একটা। তবে এবার জেকারান্ডার কিছু ছবি তুলেছি। ছবি তোলার সময় আপনার কথা মাথায় ছিল। সেদিন আপনার অন্য একটা পোস্টে কমেন্টে একটা ছবি দিতেও চাইছিলাম। পরে মনে হল অপ্রাসংগিক হয়ে যায়।

-পোস্ট এডিট করেছি। ধন্যবাদ, জলদস্যু।

-কোন সমস্যা নেই।

-নাহ, আসবেনা। এটাতো একটি নিরীহ গল্প মাত্র!!

৫| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২২

মিরোরডডল বলেছেন:




শুধু বক্কর আর আক্কাসে শেষ হয়ে গেলো !!!
আমিতো আরো একজনকে এক্সপেক্ট করেছিলাম :)

ছবিতে জাকারান্ডা দেখতে পাচ্ছি ।
এখনতো সিজন, পার্পল পার্পল।

০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

আরইউ বলেছেন:




এই কিস্তিতে আর কাউকে আনলামনা। কানে কানে বলি, এতটুকু লিখতেই আমার ঘাম ঝরে গেছে। গল্প লেখা আমার কর্ম নহে।

হ্যা। এবার খুব ইচ্ছে ছিল গ্রাফটন যাবো জেকারান্ডা ফেসটিভালে। এয়ারবিএনবি বুক করে রেখেছিলাম, কিন্তু, আবহাওয়া পারমিট করলোনা!!

৬| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৪

সোনালি কাবিন বলেছেন: কে কী মন্তব্য করলেন তা দেখতে এলাম।

০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

আরইউ বলেছেন:




আমার পোস্টে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ!

৭| ০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

গেঁয়ো ভূত বলেছেন: জয় গরু, গরুজীর জয় !

০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

আরইউ বলেছেন:



গরুজী নমঃ নমঃ

৮| ০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

ফ্রেটবোর্ড বলেছেন: আমি যখন পোস্ট দেখেছিলাম তখন বক্তব্য দুইবার ছিল।
অবাঞ্চিত অংশ শেভ করে দেয়াতে এখন বিষয়টা ক্লাসি হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৮

আরইউ বলেছেন:




হা হা হা, ফ্রেটবোর্ড! আপনার শেষের লাইনটা পড়ে হাসি থামাতে পারছিনা। ধন্যবাদ।

৯| ০৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২২

মিরোরডডল বলেছেন:




গল্প লেখা আমার কর্ম নহে।

কে বলেছে ? ওটাতো আমরা বলবো ।
চাইলে অনেক ভালোই লিখতে পারে কিন্তু কেন যেন চায় না !

ইচ্ছে ছিল গ্রাফটন যাবো জেকারান্ডা ফেসটিভালে।

সিডনিতে কিছু এরিয়া আছে বহুদুর পর্যন্ত শুধুই পার্পল ।
গ্রাফটন ফেসটিভে যেটা হয়, মনোমুগ্ধকর !!!
ইচ্ছে আছে কোন একসময় যাবার ।

ফ্রেটবোর্ড বলেছেন:
অবাঞ্চিত অংশ শেভ করে দেয়াতে এখন বিষয়টা ক্লাসি হয়েছে।

can’t stop laughing :)

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯

আরইউ বলেছেন:




নাহ, গল্প কবিতা আমার জন্য বেশ কঠিন বিষয়।

গ্রাফটন আমি গিয়েছি কিন্তু জেকারান্ডা সিজনে কখনো যাওয়া হয়নি। এবার মাস দু‘ একের জন্য অস্ট্রেলিয়া ছিলাম, সুযোগ এসেছিল কিন্তু ব্যাটে বলে হলোনা!

আমিও, ফ্রেটবোর্ডকে এওয়ার্ড দেয়া হোক।

১০| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



কুকুরের লেজ সাহিত্যবিশারদ ২য়?

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

আরইউ বলেছেন:




আমি সাহিত্যবিশারদতো অবশ্যই নই আর সবচেয়ে বড় কথা আপনার লেজ নিয়ে আমার কোন আগ্রহ নেই।

১১| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

ভুয়া মফিজ বলেছেন: হাহাচেথেপগে!!! =p~ =p~

আপনারা না পারবেন কোনদিন ভালো ব্লগার হইতে, না পারবেন ক্লাসি হইতে। শেইম অন ইউ.......আরইউ!!!! :P

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

আরইউ বলেছেন:




চেয়ারে একটু সাবধানে বইসেন, ভুয়া।

পৃথিবীর সব ক্লাস নিয়ে বসে আছে এক নাপিত তার গরু আর সাগরেদের দল। আমার আপনার ক্লাসি হওয়ার কোন সুযোগ আছে?

১২| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৮

জুল ভার্ন বলেছেন: প্রকৃতইবগাঁও গেরামের চিত্র ফুটে উঠেছে.... +

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

আরইউ বলেছেন:




গ্রামের গল্প ফুটিয়ে তুলতে পেরে আমি যারপরনায় আনন্দিত, জুল ভার্ন।

১৩| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:


আপনি যে রকম, আপনাদের গ্রামের লোকজন সেই ধরণেরই হবে, ইহাই নিয়ম।
অনেকদিন পর পোষ্ট লিখলেন, কিন্তু ঘুরেফিরে ক্যাচাল ব্যতিত কিছুই বের হলো না।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

আরইউ বলেছেন:




আপনি কথা বেশি বলেন, অনেক প্রলাপ বকেন, ভুল ধ্যান ধারণার উপরে কনফিডেন্সের সাথে ম্যাও প্যাও করেন এসবই সত্যি কিন্তু আপনি এই কথাটা ঠিক বলেছেন “আপনি যে রকম, আপনাদের গ্রামের লোকজন সেই ধরণেরই হবে”। গরু ও তার সাগরেদদের কাজকর্ম দেখে ব্লগপাড়ায় সবাই এটাই বলে।

১৪| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

অপ্‌সরা বলেছেন: ভাইয়া সবজান্তা শমসের শুনেছিলাম.

এই শমসের গাঁজীও কি সবজান্তা!!! B:-/

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

আরইউ বলেছেন:



অবশ্যই শমশের গাজী সবজান্তা, অবশ্যই, অবশ্যই। গরু যাই বলে তাই ঠিক। জয় মা গরু!!

১৫| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনারা কয়েকজন মিলে সামুকে ক্যাচালের আড্ডাখানায় পরিণত করেছেন।
নানীশ্বাশড়ির গল্প কি আবার শুরু হতে যাচ্ছে?

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

আরইউ বলেছেন:



ব্লগে ক্যাচাল করার জন্য কাকে যেন কান ধরে বারবার ব্লগ থেকে বের করে দেয়া হয়েছে?

১৬| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



ব্লগ পাড়ায় অনেক ব্লগারের ব্লগিংই হচ্ছে "চাঁদগাজী"কে থামানোর জন্য, "সোনাগাজী"কে থামানোর জন্য। আপনি আপনার গ্রামের মানুষদের যেই স্বভাবের গল্প করছেন, ইহা আপনার জীবনেরও অংশ হয়ে গেছে; আমি এর থেকে অনেক অনেক সুন্দর গ্রামে বড় হয়েছি।
এই ব্লগে আমার গ্রামের মানুষ নিয়ে আমি সবচেয়ে বেশী পোষ্ট করেছি। সেখানে অনেক সুন্দর সুন্দর মানুষের কথা আছে।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

আরইউ বলেছেন:




চাঁদগাজী জিনিসটা আবার কী? আপনিতো নমস্য, আপনি যা বলবেন যা লিখবেন তাই ক্লাসি। আপনার চেয়ে বেশি াল কে কোথায় ফেলেছে বলুনতো মশাই!!

১৭| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:




সামুকে সন্মান করবেন, ক্যচাল আর আবর্জনা পোষ্ট লিখে ইহাকে কলুষিত করবেন না।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

আরইউ বলেছেন:




সেইড হু? কান ধরে কাকে যেন বারবার ব্লগ থেকে বের করে দেয়া হয়, জনাব?

১৮| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা সোনাগাজী ভাইয়া তোমার নানীশ্বাশুড়ির গল্প শুনতে চাই! :)

নইলে গ্রামের মেয়ে জ্যোস্না আমার কথা দিয়েছে গানটা শোনাও ভাইয়ামনি :)

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

আরইউ বলেছেন:




উনি ঠিকঠাক বাক্য গঠন করতে পারেননা। উনি কি পারবেন একটা গল্প বলতে?

১৯| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:



অপ্‌সরা বলেছেন: হা হা হা সোনাগাজী ভাইয়া তোমার নানীশ্বাশুড়ির গল্প শুনতে চাই!

-নানী শ্বাশুড়ি ও নাতনী জামাইর গল্পগুলো ছিলো সামুর জন্য কলংকের দাগ; সামুকে অনেক নীচে নামানো হয়েছিলো।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

আরইউ বলেছেন:





বাট, কিন্তু, বাট... কাকে শুধু সামহোয়ারইন নয় অন্যান্য ব্লগ থেকেও বারবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে?

২০| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

অপ্‌সরা বলেছেন: সোনাগাজী ভাইয়া এখন তুমি কিছু সামুকে উচু করে তুলে ধরার মত গল্প লেখো।

আমরা পড়ে ধন্য হই। :)


০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

আরইউ বলেছেন:




কিন্তু উনিতো একটা বাক্যও সঠিকভাবে গঠন করতে পারেননা। লেখায় থাকে অসংখ্য বানান ভুল। উনি কি পারবেন গল্প লিখতে? জানতে হলে চোখ রাখুন ক্লাসি নাপিত-চোরা-গরু চ্যানেলে।

২১| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:


অপ্‌সরা বলেছেন: হা হা হা সোনাগাজী ভাইয়া তোমার নানীশ্বাশুড়ির গল্প শুনতে চাই! :)
নইলে গ্রামের মেয়ে জ্যোস্না আমার কথা দিয়েছে গানটা শোনাও ভাইয়ামনি

-গ্রামের মেয়ে জোস্না, সিমন, জেবু, বীণা প্রকৃতির বুকে বড় হয়েছে, মানুষের আদর ও সন্মানের সাথে বড় হয়েছে, এরাই শ্বাশত বাংলার কিশোরী, নারী ও মা; আমি ওদের সাথে বড় হয়েছি।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

আরইউ বলেছেন:




কিন্তু মানুষ হতে পারেননি। আফসোস!

২২| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



সামুকে আপনি আপনার গ্রামের চা-দোকান বানায়েছেন!

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

আরইউ বলেছেন:




এই পোস্টে কে বারবার এসে ঘ্যানঘ্যান করছে মশাই? কে ভুলভাল অসম্পূর্ণ রাজনৈতিক ধারণা নিয়ে পাড়ার চায়ের দোকানের ফটকাবাজ বাদাইম্মা চাচার মত ব্লগে আড্ডাবাজী করে, মশাই। আয়নায় নিজের চেহারা দেখেছেন কোনদিন? নাকি লজ্জা পাবেন সেই ভয়ে আয়না দেখেননা!!

২৩| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:



সামুকে সন্মান করে এখানে আমি ইসরায়েল, ব্রাজিল, আমেরিকার রাজনীতি, ভোট, অর্থনীতি নিয়ে লিখি; আর আপনি ইহাকে আপনার গ্রামের ক্যাচালের আড্দায় পরিণত করেছেন।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১

আরইউ বলেছেন:




আপনার ও আপনার সাগরেদদের কাছে আপনার শিটপোস্ট মধুর লাগলেও অনেকে বলেন ওগুলো ডোডোপাখির ডিমপোস্ট। ব্রাজিল ও বাংলাদেশ ৩০ বছর আগে একই অবস্থায় ছিল যে বলে সে মোটামুটি গর্ধব।

২৪| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১

সোনাগাজী বলেছেন:



আমি বার্ট্রান্ড রাসেলের সমান জানি না; কিন্তু সামুতে সন্মানী বিষয়ের উপর আলোচনা আনছি; আপনি সামুতে ক্যাচালের আবর্জনা ফেলছেন।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

আরইউ বলেছেন:




আপনি না জেনে জানার ভান ধরছেন, সামহোয়ারইনে ভুল জানা থেকে ভুলভাল পোস্ট করছেন, ফরমালিনকে পাউডার বলে চালিয়ে দিচ্ছেন। আপনার এসব আবর্জনা অন্যদের পরিষ্কার করতে হচ্ছে।

২৫| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সোনাগাজী বলেছেন:


সামুকে সন্মান করেন, ক্যাচালের আবর্জনা ফেলা বন্ধ করেন।

রাজনীতি, অর্থনীতি, সায়েন্স, টেকনোলোজী, ইত্যাদি জানলে লিখুন, সামুকে সন্মান করুন।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

আরইউ বলেছেন:




উপরে আপনার মন্তব্যের (#২৪) জবাব আবার পড়ুন।

২৬| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

অপু তানভীর বলেছেন: বিকেল বেলা বের হয়েছি সাইকেল নিয়ে। কিন্তু ঘুরে ফিরে এই পোস্টের একটা লাইন মাথার ভেতরে সেই ঘুরছে। আর আপনা আপনি হাসি আসছে।

"ডিম পাড়া লোক সৎ হতে হয়, ব্যক্তিত্ববান হতে হয়"

একখান লাইনই বটে। ভাগ্য ভাল মুখে মাস্ক পরা থাকে নয়তো, একা একা হাসতে দেখে মানুষ জন কি না কি ভাবতো!


সব চেয়ে কমেডির ব্যাপার হচ্ছে সব চেয়ে ব্যক্তিত্বহীন বেহায়া আর নির্লজ্জ ব্যক্তি যখন অন্যকে ব্যক্তিত্বের জ্ঞান ঝাড়ে। এই কমেডি আর কোথায় দেখা যাবে বলেন!!

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০

আরইউ বলেছেন:




এভাবে বললে কারো বাঁকা লেজে আঘাত লাগবে, অপু।

দেশে কি লোকজন নিয়মিত মাস্ক পরে এখন? ভালো অভ্যাস।

২৭| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সোনালি কাবিন বলেছেন: নাহ, উনি যতদিন বেচে আছেন, বিনোদনের জন্য সামুর চেয়ে আর ভালো জায়গা হবে না

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

আরইউ বলেছেন:




এ বিষয়ে মনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক করার সুযোগ নেই!

২৮| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



কুকুরের লেজ সাহিত্যবিশারদের সংখ্যা বাড়ছে ব্লগে।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১

আরইউ বলেছেন:




আপনি মোট ১২ টি মন্তব্য করেছেন। গল্প বিষয়ে কোন মন্তব্যই করেননি। গল্পটা আপনার কেমন লেগেছে, গল্পের ভালো দিক কী কী, মন্দ দিকগুলো কী, শমশের গাজী চরিত্রটি কেমন লেগেছে, কীভাবে গল্পটিকে ভবিষ্যতে আরো উন্নত করা যায় এসব নিয়ে মন্তব্য করুন।

২৯| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

অপু তানভীর বলেছেন: কুকুরের লেজের ব্যাপার টা দেখি অনেকেই ভুলতে পারছে না। মানুষ নিজেকে চিনতে পারে সব থেকে বেশি। নিজেই নিজের লেজ বাঁকা সবার সামনে চিনিয়ে দিচ্ছে। যদিও লেখাটা লিখেছিলাম অন্য একজনকে নিয়ে কিন্তু দেখা যাচ্ছে জালে আরো কুকুর লেজ ধরা পরেছে। এইজন্য কান্নাকাটি চলছে। পোস্টে পোস্টে গিয়ে সেই কথাই স্বরন করছে।
ব্যাপারটা বেশ ভাল হয়েছে। :D

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

আরইউ বলেছেন:




ওনার লেজ নিয়ে যে লোকের আগ্রহ নেই এ সহজ বিষয়টা ওনার মগজে ধরছেনা। বেদম দুঃখের বিষয়!

৩০| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনালি কাবিন বলেছেন: আফসুস, গল্পে আগুনের ফুল্কি পেলুম না

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

আরইউ বলেছেন:




নেন এক ছিলিম তামাক খান।

৩১| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০০

সোনালি কাবিন বলেছেন: না মানে একটা আগুনে চরিত্র আশা করেছিলাম আর কী!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৫

আরইউ বলেছেন:




আরো এটলিস্ট দু‘টো ক্যাটেক্টার আসতে পারতো—আমাদের পাড়ার ছড়াকার এখন অসুস্থ্য তাই তাকে আনিনি। আমাদের পাড়ার টিউশনি করে সত্যবাদী ছেলেটা তাকে আনিনি লিখতে লিখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে। আগুনতো আমার মনে হয় এদেরই কারো বহুরুপ তাই বিবেচনায় আনিনি।

নেন হুক্কাটা এদিকে দেন।

৩২| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



আপনি আমার সম্পর্কে লিখেছেন, " ... আপনি মোট ১২ টি মন্তব্য করেছেন। গল্প বিষয়ে কোন মন্তব্যই করেননি। "

-আপনি ব্লগে কি গল্পকার হিসেবে পরিচিত, নাকি ক্যচালের আবর্জনার জন্য পরিচিত?

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৭

আরইউ বলেছেন:




এই হলো ১৩। মন্তব্যে বানান ভুল থাকলে আর আপনার মন্তব্যের জবাব দেবনা।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৭

সোনাগাজী বলেছেন:



@অপু তানভীর,
আপনি বলেছেন, " কুকুরের লেজের ব্যাপার টা দেখি অনেকেই ভুলতে পারছে না। "

-আপনার শুরু ছিলো বিদেশী নাটকের প্লটকে বদলায়ে গল্প লেখার প্রচেষ্টা দিয়ে, ইহার শেষ হচ্ছে কুকুরের লেজের গল্প লেখার প্রচেষ্টার মাঝ দিয়ে।

আপনার ব্লগিং ক্যচালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৩

আরইউ বলেছেন:




এখন হলো ১৪। আবারও বানান ভুল, আবারও আপনার লেজ নিয়ে ঘ্যানর ঘ্যানর। ঘুম এসে যাচ্ছে। নতুন কিছু বলুন।

৩৪| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি লিখেছেন, "এই হলো ১৩। মন্তব্যে বানান ভুল থাকলে আর আপনার মন্তব্যের জবাব দেবনা। "

-আপনি আমার মন্তব্যের কি জবাব দেবেন? নীচু মানের ক্যাচাল করে আপনি সামুকে টং দোকান বানায়েছেন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬

আরইউ বলেছেন:




এই হলো ১৫। আবারও বানান ভুল। এই শেষ। এরপর বানান ভুল হলে কিন্তু আর আপনার মন্তব্যের জবাব দেয়া হবেনা, সোনামনি।

৩৫| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:


সামুকে সন্মান করেন, না লিখতে জানলে চুপ করে থাকেন, ক্যচালের আবর্জনা ফেলবেন না এখানে।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৭

আরইউ বলেছেন:




এই হলো ১৬। আগে আপনি বাংলা ভাষাকে সন্মান করতে শিখুন। সঠিক বানানে ও সঠিক বাক্য গঠনে লিখতে শিখুন।

৩৬| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: খোঁচা দিয়ে যারা মজা পায়, খোঁচা খেয়ে তারা ব্যথা পায় কেন? খোঁচা দিয়ে মজা পাওয়ার সময় অবশ্যই খোঁচা খাওয়ার জন্য প্রস্তত থাকতে হয়। শমশের গাজী সেটা না বুঝলে কেমন হয়?

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৬

আরইউ বলেছেন:



একটা জ্ঞানের কথা বলেছেন। ধন্যবাদ, মহাজাগতিক।

৩৭| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৩

অপু তানভীর বলেছেন: অনলাইনে যে ব্যক্তি কোন পরিচয় দেয় না, অথচ সে মুক্তিযোদ্ধা সেই কথা বলে বেড়ায়! গ্রামের জোসনা নিয়ে পোস্ট লেখে অথচ ১০ বছরে কোন দিন মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে পোস্ট লেখে নাই।
লিখবে কিভাবে, থাকলে না লিখবে!

তিন প্যারার বেশি লেখার হেডাম নাই, সে আবার অন্যের লেখার মান বিচার করে। নিজে কোন সাহিত্যের বই না পড়ে নিজেকে সাহিত্য বিশারদ দাবি করে।

হায়রে মানুষ!!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪১

আরইউ বলেছেন:



আমাদের গল্পের শমশের গাজী মনে করেন উনি হলেন একজন পলিম্যাথ। জ্ঞানের সকল শাখায় ওনার অবাধ বিচরণ। আদতে উনি ওনার অন্য সাগরেদের মত মাকাল ফল।

৩৮| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৯

অপু তানভীর বলেছেন: ও আরেকটা কথা! কোন মুক্তিযোদ্ধা কোন দিন কোন অন্যায়কে সমর্থন করতে পারে না অথচ আমরা দেখেছি লেখা চুরি করা ব্যক্তিদের কিভাবে একজন সমর্থন দিয়ে গেছে। অন্য সবাই ব্যাপার মেনে নিলেও এই তথাকথিত মুক্তিযোদ্ধা এখনো এই লেখা চোরের পক্ষে কথা বলে! ব্লগের মত একটা স্থানে এর থেকে লজ্জার আর কী হতে পারে!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪

আরইউ বলেছেন:



কে মুক্তিযোদ্ধা! একজন মুক্তিযোদ্ধা সন্মানীত পূজনীয় ব্যক্তি। চোর-চোট্টা সমর্থক মুক্তিযোদ্ধা হয় কী করে!!

৩৯| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০২

রানার ব্লগ বলেছেন: অবশেষে ডিমের দাম কি কমলো?!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৫

আরইউ বলেছেন:



শমশের গাজী ডিম পারছেন, নাপিত আক্কাস সেই ডিম ওমলেট বানিয়ে খেয়ে ফেলছে, ডিমের দাম আর কমছেনা।

৪০| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০২

সোনাগাজী বলেছেন:



@অপু তানভীর ,

আপনি গল্প লিখে গড়ে ৪টি মন্তব্য পেতেন; কুকুরের লেকের গল্ল লিখে ৫৬ টি মন্তব্য পেয়েছেন; আপনাকে অভিনন্দন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৭

আরইউ বলেছেন:



ধুর াল, আপনি সঠিক বানানে ছোট একটা বাক্যও বাংলায় লিখতে পারেন না!!

এই হলো ১৭।

৪১| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



আমি মুক্তিযোদ্ধা বলে আমি নিজে প্রচার করিনি, ব্লগের মুক্তিযোদ্ধরা সেটি বলেছিলেন। আমি কুকুরের লেজ নিয়ে এখনো গল্প লিখিনি।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৮

আরইউ বলেছেন:



কৌতুক ভালো হয়েছে। নিজের লেজ সাবধানে রাখুন।

৪২| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১২

রেজাউল৮৮ বলেছেন: ব্লগে আসলে কান্না পায় , ব্লগ ছেড়ে দিতে ইচ্ছে করে। যারা রবীন্দ্রনাথের নাম শুদ্ধভাবে বানান করতে পারেনা তারা রবীন্দ্রনাথের জীবনী আলোচনা করে। অথচ বোঝেনা রবীন্দ্রনাথের জীবনী আলোচনা করতে গেলে আমার ছেলেবেলার মতো প্রামান্য গ্রন্থ আগে পড়তে হবে।
মগজহীন লোকেরা কুকুরের লেজ নিয়ে আবোল তাবোল লেখা লিখছে। এইজন্যআমার মন ভালো নেই।
আমি আশাবাদী রবীন্দ্রনাথের আমার ছেলেবেলার মতো শমসের কাগু কুকুরের লেজ নিয়ে প্রামাণ্য কিছু লিখবেন ফলে ব্লগের ডোডোদের মেওপেও বন্ধ হয়ে যাবে।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫০

আরইউ বলেছেন:



আমারও মন ব্যাফুক খারাফ। নেন এক ছিলিম তামাক নেন।

৪৩| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৩

রেজাউল৮৮ বলেছেন: @ অপু তানভীর - যেই কুকুরের লেজ দাবি করে পাঞ্জাবিরা ভালো মানুষ ছিল বলে ঢাকার ক্ষতি কম হয়েছে, সে কোন সেক্টরের মুক্তিযোদ্ধা তা বলার অপেক্ষা রাখে না।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫১

আরইউ বলেছেন:



ছিঃ কারো ধুতি ধরে টান দিতে নেই, রেজাউল!

৪৪| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: সোনামিয়া, আপনি লেখার সাথী হওয়ার সাথে সাথে আপনি দেখি মিথ্যাবাদিও।
এই যে ডাহা মিথ্যা কথা বলে ফেললেন। আপনাকে চিনি আপনার পাঠক৭১ নিক থেকে। নিজের মুখে প্রচার করে বেরিয়েছেন। এখন বলছেন মুক্তিযোদ্ধারা বলেছেন। হায়রে মিথ্যাবাদি!!

আপনি ব্লগিং করে কেবল মন্তব্যের জন্য। মন্তব্য কম কম পেলে আপনি পোস্ট সরায়ে ফেলেন। মন্তব্য পাওয়ার জন্য আপনে কি না করেন! কোন কিছু সম্পর্কেই আপনার জ্ঞান নাই। ব্লগে তিন প্যারার বেশি কিছু লেখা হেডাম নাই।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫২

আরইউ বলেছেন:




ওনাকে পাড়ায় পাড়ায় মাইক দিয়ে ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধা বলে পরিচয় করিয়ে দেয়া হয়েছে! হা হা হা!!

৪৫| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৯

নেওয়াজ আলি বলেছেন: আমার মনে হয় প্রতিটি গ্রামের চা দোকান আড্ডা জমে। রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং পারিবারিক সহজ সরল ও জটিল বিষয় সবাই আলাপ করে চিন্তামুক্ত ভাব নিয়ে।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৫

আরইউ বলেছেন:



ধন্যবাদ, নেওয়াজ। চায়ের আড্ডা ভালো জিনিস। সমস্যা হলো চায়ের আড্ডার বখাটে মোড়ল (গ্রামের কেউ মানেনা কিন্তু নিজে নিজেই... ...) ও তার লেজ চাটা মোসাহেবের দল।

ভালো থাকুন সবসময়।

৪৬| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২২

সোনালি কাবিন বলেছেন: লোকমুখে শুনেছিলাম, শমশের গাজীর কোয়ালিটি দেখে যাদুঘর কর্তৃপক্ষ তাকে সংগ্রহে রাখতে চেয়েছিল। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে ছাড়ে নাই।

( মন্তব্য কৃতজ্ঞতা : মীরাক্কেল)

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৫

আরইউ বলেছেন:



হা হা হা! এই পোস্টে অসাধারণ সব মন্তব্য এসেছে। আমি হেসে কাইত।

৪৭| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২৭

রেজাউল৮৮ বলেছেন: উপরে ৪৩ নম্বর মন্টব্যে কাকু লিখতে যেয়ে কাগু লিখে ফেলেছি।

গু এর যায়গায় কু পড়তে হবে।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৬

আরইউ বলেছেন:



হা হা হা! মাঝরাতে এত জোরে হাসাটা ঠিক হচ্ছেনা!

৪৮| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৯

রেজাউল৮৮ বলেছেন: @সোনাবাবা- স্যার এই সব মেওপেও পোস্টে ঘুড়ে ঘুড়ে ডোডোদের দাম আর বারায়েন না। আপনি পিলিজ আপনার অসাধারন পোস্ট প্রসাব কর্তে থাকুন। আপনি পোস্ট দিতেছেন না বলে নিউ ইয়র্ক টাইমস আপনার লেখা টুকলি করে সম্পাদকিয় লিখতে পারছে না।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৭

আরইউ বলেছেন:




সোনামনি এরপর দাবী করবেন ওনাকে নিয়ে লিখলে অনেক মন্তব্য পাওয়া যায়। অথচ এই পোস্টে সোনামনির মন্তব্যই বেশি!

৪৯| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪২

রেজাউল৮৮ বলেছেন: আবার মিশটেক করে ফেল্লাম।
প্রসব এর যাগায় প্রসাব লিখে ফেলচি।
চা দোকানে বেশি আড্ডার ফলে বানানের এই অবস্থা।
আকার ক্ষমা কর্বেন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৮

আরইউ বলেছেন:



সমস্যা নেই। সোনামনির জন্য দুইটাই একই জিনিস!

৫০| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



@অপু তানভীর ,
আমি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কাছে; আপনি সেটার কেহ নন।

আপনি ভালো করছেন কুকুরের লেজ সাহিত্যে, আপনি আমাদের কুককুরের লেজ সাহিত্যিক; আপনাকে অভিনন্দন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০০

আরইউ বলেছেন:



এই হলো ১৯।

বানান ভুল এখনো ঠিক হয়নি। আপনার লেজ নিয়ে কেউ আগ্রহী এই এই সত্যটা যতক্ষন না মেনে নিচ্ছেন আপনার বানান সঠিক হবেনা। আপনার বাঁকা লেজের দোহাই বানানের দিকে নজর দিন।

৫১| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৪

জুল ভার্ন বলেছেন: ৪৭. ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২৭২

রেজাউল৮৮ বলেছেন: উপরে ৪৩ নম্বর মন্টব্যে কাকু লিখতে যেয়ে কাগু লিখে ফেলেছি।

গু এর যায়গায় কু পড়তে হবে।



এই পোস্টে অন্যতম সেরা মন্তব্য =p~

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০০

আরইউ বলেছেন:




এই পোস্টে এপিক কিছু কমেন্ট আছে!

৫২| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:


@জুল ভার্ন ,

আপনি আমাকে ব্যান করে রাখায় আপনার খোঁজ খবর নিতে পারছি না; আপনার "মুক্তিযুদ্ধের ভাতা" যে আটকায়ে দিয়েছিলো, উহার কি হলো?

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৩

আরইউ বলেছেন:




এই হলো ২০!

৫৩| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:


অপু তানভীর বলেছেন: সোনামিয়া, আপনি লেখার সাথী হওয়ার সাথে সাথে আপনি দেখি মিথ্যাবাদিও।
এই যে ডাহা মিথ্যা কথা বলে ফেললেন। আপনাকে চিনি আপনার পাঠক৭১ নিক থেকে। নিজের মুখে প্রচার করে বেরিয়েছেন। এখন বলছেন মুক্তিযোদ্ধারা বলেছেন। হায়রে মিথ্যাবাদি!!

আপনি ব্লগিং করে কেবল মন্তব্যের জন্য। মন্তব্য কম কম পেলে আপনি পোস্ট সরায়ে ফেলেন। মন্তব্য পাওয়ার জন্য আপনে কি না করেন! কোন কিছু সম্পর্কেই আপনার জ্ঞান নাই। ব্লগে তিন প্যারার বেশি কিছু লেখা হেডাম নাই।

-আমি ১৫ লাইনের পোষ্ট দিলে, ২০টার মতো মন্তব্য না'এলে সব সময় পোষ্ট সরায়ে ফেলি, পাঠক পছন্দ করছে না; আপনি সিনথেটিক প্লটের ৭০০ লাইনের গল্প লিখে গড়ে ৪টা কমেন্ট পেতেন; কুকুরর লেজের গল্প ছিলো ব্যতিক্রম, আপনি ৫৬টি কমেন্ট পেয়েছে, আপনি এটাই চালিয়ে যান।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৭

আরইউ বলেছেন:




দেশের ক্লাস ৪ এর বাচ্চারা এর চেয়ে ভালো বাংলা লেখে। নাহল তরকারীকে আপনি অকারণে বুলি করেন অথচ নাহোল আপনার চেয়ে লেখায় ভালো।

আপনার লেজ নিয়ে লোকের অনেক আগ্রহ এই ধারণা আপনার কেন হলো দয়াকরে একটু ব্যাখ্যা করুন।

৫৪| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: ওরে আমার আসল মুক্তিযোদ্ধা। বারো নম্বর সেক্টরের যোদ্ধা। যে দাবী করে পাঞ্জাবিরা ভালো মানুষ ছিল বলে ঢাকার ক্ষতি কম হয়েছে, সে কোন সেক্টরের মুক্তিযোদ্ধা তা বলার অপেক্ষা রাখে না।
যার কাছে শাহবাগে আন্দোলন যাওয়া নাকি ভুল ছিল। এই সমস্ত জোচ্চুরি বন্ধ হওয়া দরকার।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪২

আরইউ বলেছেন:



যে পাঞ্জাবিদের ভালো মানুষ বলে, শাহাবাগ আন্দোলনে যেখানে চিহ্নিত রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবী করা হয়েছে সেখানে যাওয়াকে যে নিরুৎসাহিত করে তার জন্ম পাকী বীর্যে! আই ডোন্ট কেয়ার কে বলেছে।

৫৫| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:


@অপু তানভীর,
আপনি শাহবাগে গিয়েছিলেন শুনে ভালো লাগলো, আপনি "জন্মযোদ্ধা"; কিন্ত কুকুরের লেজের উপর নতুন গল্প লিখতে ভুলবেন না যেন!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৬

আরইউ বলেছেন:




নাহ আপনার লেজ নিয়ে সমস্যায় পরা গেল দেখছি। ভাঙা রেকর্ডের মত একই জিনিস বাজাচ্ছেন!! তা আপনি সত্যিই কি পাঞ্জাবিদের ভালো মানুষ বলেছেন? শাহাবাগ আন্দোলনে যেখানে চিহ্নিত রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবী করা হয়েছে সেখানে যাওয়াকে যে নিরুৎসাহিত করেছেন, যাওয়াকে ভুল বলেছেন? একটু ঝেড়ে কাশুনতো, মশাই।

৫৬| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: @সোনামিয়া, আপনার জ্ঞান যে অতি নিন্ম পর্যায়ে তা আপনি উপরে আমাকে নিয়ে মন্তব্য গুলোই দেখেন। প্রতিটি মন্তব্যে কেবল একই লেজ নিয়ে কথা। আপনার কাছে আসকে আর কিছু বলার মত নাই ই যুক্তি দিয়ে যে কথা বলতে হয় সেইজন্য তো ঘিলু থাকতে হয়। এইগুলো স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের আচরন। ঐদিন ভুয়া মফিজ আপনার নামের অর্থ করেছিল ডিকহেড। একেবারে এপ্রোপ্রিয়েট মিনিং হয় জন্য। অতি সামান্য জ্ঞান নিয়ে আপনি অতিজ্ঞানী সাজার চেষ্টা করেন। তা আপনার পোস্ট গুলো প্রমান করে। কম জানা খারাপ কিছু না, কিন্তু কম জেনে বেষি জ্ঞানীর ভাব ধরা নির্বুদ্ধিতা।

আপনে মন্তব্য নিয়া যে বড়াই করেন তা নিজের পোস্টের মন্তব্য খেয়াল করে দেখেছেন কি! আপনার জোচ্চুরি ভাবছেন ধরতে পারে না। একজনই, আপনার সাগরেদ একাই আপনার ১০ টা মন্তব্য করে, নিজের মাল্টি দিয়া মন্তব্য করে মন্তব্য বাড়ান। লজ্জাও লাগে না। আবার অন্যের লেখা নিয়ে মন্তব্য করেন। আজ পর্যন্ত কোন যুক্তিযুক্ত মন্তব্য করতে পেরেছেন আপনি? সেই হেডাম আছে, মস্তিস্কে সেই জোর আছে? আমার তো মনে হয় না। খালি কলসি যেমন বাজে বেশি আপনার অবস্থা হইছে সেই রকম। কোন পোস্টের ভুল ধরে মন্তব্য করেছেন কোন দিন? একটা দেখান দেখি।

আর মডারেশন প্যানেলের এতো তিরস্কার পেয়েও নির্লজ্জ হয়ে এখনো পড়ে আছেন আবার সেটা গর্ব করে বলেছেনও। যদি নিজের ভেতরে সামান্যতম ব্যক্তিত্ব থাকত তাহলে কবেই দূর হয়ে যেতেম। এমন গন্ডারের চামড়াও মানুষের হয়। বাস্তবেও এমন নিশ্চয়ই।
এমন বেহায়া মানুষ সত্যিই আমি আর দেখি নি।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৭

আরইউ বলেছেন:




ওনার জ্ঞান ডোডোপাখির সেটা বড় কথা নয় মুল কথা হচ্ছে ওনার লেজটা বাঁকা!!

৫৭| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



অপু তানভীর বলেছেন: @সোনামিয়া, আপনার জ্ঞান যে অতি নিন্ম পর্যায়ে তা আপনি উপরে আমাকে নিয়ে মন্তব্য গুলোই দেখেন। প্রতিটি মন্তব্যে কেবল একই লেজ নিয়ে কথা।"

-আপনি কুকুরের লেজেই ভালো করেছেন, আপনি আমাদের কুকুরের লেজ সাহিত্যের হুমায়ুন আহমেদ।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৮

আরইউ বলেছেন:




কিন্তু লোকেতো বলে আপনার লেজ বাঁকা!!

৫৮| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: @সোনামিয়া, সরি আপনার মত আমার নিজের বড়াই করার অভ্যাস নেই। আমি শাহবাগে গিয়েছি কি যাই নাই সেটা আমি তো কই নাই। নিজে নিজে কেন সব ধরে নিতেছেন। শাহবাগের সেই সময়ে একমাত্র ছাগু সম্প্রদায় ভাল চোখে দেখে নি।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৯

আরইউ বলেছেন:




ওনাকে একটা সরাসরি প্রশ্ন করেছি দেখি ওনার জবাবটা কী।

৫৯| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫০

সোনাগাজী বলেছেন:


অপু তানভীর বলেছেন: @সোনামিয়া, সরি আপনার মত আমার নিজের বড়াই করার অভ্যাস নেই। "

-আপনি এসব ভুলে যান, কুকুরের লেজ নিয়ে "সিরিজ" লেখেন; আমাকে কমেন্ট ব্যানমুক্ত করেন, আমি ইংরেজীতে অনেেক মন্তব্য করবো; আপনি সাহিত্য বিশারদ হয়ে যাবেন; অগ্রিম অভিনন্দন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৫

আরইউ বলেছেন:



আপনার ইংরেজীর অবস্থা কেমন? ভুলভাল ছাড়া ৫০ শব্দে “শমশের গাজীর বাঁকা লেজ“ এই বিষয়ে একটা ইংরেজী প্যারাগ্রাফ লিখুনতো পড়ে দেখি।

৬০| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৫

সোনালি কাবিন বলেছেন: ভাবতে অবাক লাগে, স্বঘোষিত মহান লোকটি একদা কালনি ছাগুর পক্ষ নিয়েছিল।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

আরইউ বলেছেন:



এবং উনি আমার একটা সহজ প্রশ্নের উত্তর এখনো দেননি!!

৬১| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: সোনামিয়া, আপনি কোন দিন প্রাসাঙ্গিক মন্তব্য করতে পারেন? জীবনে করেছেন কি?
কিংবা সেই বিদ্যাবুদ্ধি কি আছে?
আর আপনার মন্তব্য থেকে গন্ধ বের হয় । আমি আমার পোস্ট গন্ধ মুক্ত রাখতে চাই । তবে আপনার আরেকটা মাল্টি যে আছে, যেটা দিয়ে নিজের পোস্টে নিজেই মন্তব্য করে মন্তব্যের সংখ্যা বৃদ্ধি করেন, সেটা এখনও ব্যান মুক্তই আছে । সেটা দিয়ে মন্তব্য করতে পারেন ।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৭

আরইউ বলেছেন:




হা হা হা!

৬২| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: @সোনালি কাবিন পাকি পাঞ্জাবী খান তার কাছে ভদ্র, শাহবাগ তার পছন্দ না ।
একমাত্র কাদের কাছে এসব হয় বলেন ?

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৮

আরইউ বলেছেন:



উহা আমার সাধারণ দু‘টি প্রশ্নের জবাব এখনো দিতে পারলোনা। আপসুস খাইলাম।

৬৩| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১১

সোনালি কাবিন বলেছেন: @ অপু তানভীর, সেজন্যই তো সে অবলীলায় কালনি ছাগুর পক্ষ নিয়েছিল

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২১

আরইউ বলেছেন:




উহার কেপি টেস্ট নেয়ার সময় হয়েছে মনে হয়। উহাকে অতি সাধারণ দু‘টি প্রশ্ন করেছি, এখনো জবাব পাইনি।

উহার মোসাহেব ক্লাসি াগু ফাইটারের ছাগ কানেকশন আছে—বাশেরকেল্লার লেখক াগু ফাইটারের বন্ধু। এখনতো উহাও আমাকে সন্দেহের ভেতর ফেলে দিল।

৬৪| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:


@অপু তানভীর ,

আমি এখন বিবিধ বিষয় নিয়ে ভাবতে চাচ্ছি না, আপনি "কুকুরের লেজ" কিংবা শিয়ালের লেজ নিয়ে সিরিজ লিখতে থাকেন, আমি মন্তব্য করতে থাকি; এটাই এখন স্বপ্ন

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৫

আরইউ বলেছেন:




রাখেন আপনার লেজ! লোকে আপনার পাঞ্জাবী কানেকশন নিয়ে ব্যস্ত আর আপনি এখনো আপনার বাঁকা লেজ নিয়ে অবসেসড!

৬৫| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২২

অপু তানভীর বলেছেন: @সোনালী কাবিন, একবার কেবল ভাবেন ! একজন সাধারণ বাঙালী যে কিনা সামান্যতম মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছেন সেই বর্ণনার যডি ১০% আমি কল্পনা করতে পারি তাহলে কী হত্যাযজ্ঞ চলেছিলো সেটা ভাবলেই শিউরি উঠতে হয় অথচ একজন বলছে পাঞ্জাবী খানটা ভদ্র ছিল !! এদের এমন মনভাবের লোকজনের জুটা পেটা করা উচিৎ !

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৬

আরইউ বলেছেন:




এদের মুখোশ উন্মোচনের সময় এসেছে, অপু!

৬৬| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: সোনামিয়া, আপনে তো ভাবতে পারবেন না । আপনের সেই জায়গা আজকে ক্ষয় হয়েছে । আপনে বরং আপনার পেয়ারের ভদ্র পাঞ্জাবিদের নিয়ে একটা পোস্ট লিখুন । আমিও আপনার লেজ নিয়ে লিখি । টেনশন নিয়েন না, লিখবো।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৯

আরইউ বলেছেন:



উনি এখনো আমার সাধারণ একটা প্রশ্নের জবাব দেননি! কেউ যদি মুক্তিযোদ্ধা হন বা কারো পরিবারে যদি কেউ মুক্তিযোদ্ধা থাকেন তাহলে আমার মন্তব্য ও পরবর্তিতে আমার করা মন্তব্যে কী প্রতিক্রিয়া হবে ভেবে দেখেছেন!!

৬৭| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৯

সোনালি কাবিন বলেছেন: কালনি ছাগুর ইস্যু থেকেই আমার সন্দেহের শুরু।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩০

আরইউ বলেছেন:




কী স্ক্যান্ডাল দেখুনতো!!

৬৮| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩২

রেজাউল৮৮ বলেছেন: @আরইউ- জলদস্যুর এই পোস্টের মন্তব্য পরুন, পান্জাবিদের বিষয়ে সোনাবাবার মনোভাব জানতে পারবেন

দাদা কাহিনি ৩- https://www.somewhereinblog.net/blog/qshohenq/30342146

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৮

আরইউ বলেছেন:




দেখেছি। আমি সরাসরি উহার মুখ থেকে শুনতে চাচ্ছি কিন্তু উহা ব্যাপক হারে “পিছলািতেছে“। লক্ষন ভালোনা।

৬৯| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৩

অপু তানভীর বলেছেন: শুনুন আর ইউ, সোনামিয়া আজ পর্যন্ত কোন প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে কিংবা দিতে পেরেছে । তার নিজের পোস্টে কিংবা অন্য কোন প্রাসাঙ্গিক যুক্তযুক্তি মন্তব্য আপনি করতে দেখেছেন? কোন যুক্তির সঠিক খন্ডন সে করতে পেরেছে? এসব করতে তো মাথায় কিছু থাকা লাগবে !

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৯

আরইউ বলেছেন:




এটা এক ধরণের ডিজেবিলিটি!

৭০| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



@অপু তানভীর,
আমি মুক্তিযোদ্ধা হলে, কিংবা না'হলে আপনাদের কোন লাভ হবে না; আপনি কুকুরের লেজ সাহিত্য বিশারদ, আর আরইউ ক্যাচালবাজ, আমি হলাম ব্লাগর।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪০

আরইউ বলেছেন:




জ্বি, আপনি নিঃসন্দেহে একটা ব্লাগর!

৭১| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৬

সোনাগাজী বলেছেন:


অপু তানভীর বলেছেন: শুনুন আর ইউ, সোনামিয়া আজ পর্যন্ত কোন প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে কিংবা দিতে পেরেছে । তার নিজের পোস্টে কিংবা অন্য কোন প্রাসাঙ্গিক যুক্তযুক্তি মন্তব্য আপনি করতে দেখেছেন? কোন যুক্তির সঠিক খন্ডন সে করতে পেরেছে? এসব করতে তো মাথায় কিছু থাকা লাগবে !


-আপনি যে কুকুরের লেজ নিয়ে লিখে ভালো করেছেন, ইহা জন্য কি যুক্তি দেয়ার দরকার আছে? আপনি "৫৬" মন্তব্য পেয়েছেন।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪২

আরইউ বলেছেন:




কুইক করে চেক করে দেখুনতো আপনার বাঁকা লেজটা ঠিক আছে কিনা!

৭২| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: সোনাগাজী বলেছেন:
আমি হলাম ব্লাগর।

সঠিক বলেছেন, আপনি হচ্ছেন ব্লাগর ! :D =p~

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৩

আরইউ বলেছেন:




হাসতে হাসতে শেষ। আমি উহার ঐ মন্তব্যে ইচ্ছে করেই লাইক দিয়েছি!

৭৩| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



এখন আমার টাইপো নিয়ে "লেজ" বাঁচানোর চেষ্টা করেন; আশাকরি কিছুটা দীক্ষা পেয়েছেন।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৫

আরইউ বলেছেন:



কালে ভদ্রে ভুল হলে টাইপো বলা যায়। আপনি দেখুনতো আপনাকে কতবার বানান নিয়ে সতর্ক করা হয়েছে, মশাই।

৭৪| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



আপনাদের থেকে আরো বড় ক্যাচালবাজেরাও টিকতে পরেনি।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৭

আরইউ বলেছেন:



কিন্তু আপনার মত ব্লাগর ঠিকই টিকে গেছে। তাই কবি বলেছেন “তেলাপোকা লেজ সহ ব্লগে টিকে রইলো“।

৭৫| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



সামু হলো ব্লগারদের এলাকা, এখানে ক্যাচালবাজরা সুবিধা করতে পারার কথা নয়।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৮

আরইউ বলেছেন:




সামহোয়ারইন আপনার মত ব্লাগরদের এলাকা নয়, এটা নিশ্চিত!

৭৬| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৬

রেজাউল৮৮ বলেছেন: সত্যকথনের জন্য ব্লাগরের মন্তব্যে লাইক।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৯

আরইউ বলেছেন:




আমিও দিয়েছি। সত্যবচনকে প্রমোট করা আমাদের কর্তব্য!

৭৭| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: না না ব্লাগর সাহেব, আপনি হচ্ছেন সামুর সেরা ব্লাগর ।
তা ব্লাগর সাহেব সেই সময়ে আপনার পেয়ারের ভদ্র পাঞ্জাবীরা ঢাকাতে থাকায় কিভাবে বাঙালিরা রক্ষা পেয়েছিলোস সেটা নিয়ে আপনার নিজের অভিজ্ঞতা লিখুন । তারপর ব্রাজিলের অর্থনীতি কিভাবে বাংলাদেশের সমান ছিল আরও একটু লিখুন । আপনি যেহেতু শ্রেষ্ঠ ব্লাগর, এটা আমাদের জানাতেই পারেন ।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫০

আরইউ বলেছেন:




ব্লাগর সাহেব লেজ ঠিকঠাক আছে কিনা চেক করে দেখছেন।

৭৮| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫১

অপু তানভীর বলেছেন: সোনাগাজী বলেছেন:
সামু হলো ব্লগারদের এলাকা, এখানে ক্যাচালবাজরা সুবিধা করতে পারার কথা নয়

সামুর ইতিহাসে আপনার মত বড় ক্যাচালবাজ আর কেউ আসে নি । আপনার তো আসলে লজ্জা শরম বলে কিছু নেই । আপনাকে ব্লগার তো বাদই দিলাম, মডু প্যানেল থেকে যেভাবে তিরস্কার করা হয়েছে। যার ভেতরে সামান্যতম লজ্জাশরম কাজ করে সে আর এই মুখো হত না ।

অবশ্য আপনি তো শ্রেষ্ঠ ব্লাগর ! আপনি টিকে থাকবেন আর আমাদের বিনোদনের খোরাক হবেন ।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৩

আরইউ বলেছেন:




এই জিনিস (আর এর সাগরেদ াগু ফাইটার) যেন ব্লগ থেকে কোনদিন কোথাও না যায়।

৭৯| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: ব্লাগর সাহেব, নিয়মিত সলিড ফরমালিন পাউডার খাচ্ছেন তো ? আপনারই তো আবিস্কার !

আপনি না বলেছিলো কিমজং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ! আরে হ্যা । আপনার মত ব্লাগর ভুল জানতে পারে না!
আবার রানী এলিজাবেথ নাকি আমার কুইন ছিলেন ! সেই সময়ে আপনি নিশ্চয়ই ছিলেন ! নিজ চোখে দেখেছেন বলে কথা !

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০১

আরইউ বলেছেন:




ব্লাগর সাহেব লেজে ফরমালিনের পাউডার লাগান নিয়মিত।

৮০| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৬

সোনালি কাবিন বলেছেন: আজকে ব্লাগরের চ্যালারা লজ্জায় এদিকে আসছে না।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৩

আরইউ বলেছেন:




যুদ্ধের মাঠে ব্লাগরকে একা ফেলে সাগরেদরা পোঁচে গেছে।

৮১| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৯

সোনালি কাবিন বলেছেন: ব্লাগর সাহেব বোধহয় ফ্রিতে পেগের অংক কষেন। তাই মন্তব্যের এমন উরাধুরা অবস্থা। কারণ সস্তার তিনাবস্থা।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৪

আরইউ বলেছেন:



হা হা হা! সব লেজের দোষ।

৮২| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০১

অপু তানভীর বলেছেন: আপনার মত ব্লাগর অর্থনীতিবিদ কিন্তু আমাদের দেশে আর নেই । আপনই না পরামর্শ দিয়েছিলো বৈদেশিক রিজার্ভ থেকে দেহে যুবকদের লোন দেওয়ার । কী এক যুগান্তকার আইডিয়া ছিল ! আপনার মত গুণী ব্লাগর অর্থনীতিবিদের পরামর্শ শুনে যদি লোন দিয়ে দেওয়া হত এখন কী সুফল পাওয়া যেত একবার ভেবে দেখেছেন !! :D

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৫

আরইউ বলেছেন:




ব্লাগর সাহেব এখনো নিজের লেজ চেক করা নিয়ে ব্যস্ত আছেন।

৮৩| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৯

সোনালি কাবিন বলেছেন: এমন মর্ষকামী বাংলা ব্লগে আর দ্বিতীয়টি আসবে কীনা সন্দেহ!

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫২

আরইউ বলেছেন:




ওয়ান পিস মেড, কারীগর ডেড! আরেক পিস আসার কোন সম্ভাবনা নেই।

৮৪| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: এই ব্লাগর সাহেব আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখা পোস্টের শিরোনাম । ঠিক মত শিক্ষা ব্যবস্থা বানানই লিখতে জানেন না আবার সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কত বড় বড় লেকচার !

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

আরইউ বলেছেন:




উনি একবার ব্লগারদের মাতৃভাষায় সঠিকভাবে লেখা নিয়ে পোস্ট করেছিলেন। হোয়াট আ জোক!

৮৫| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৫

সোনাগাজী বলেছেন:



আশাকরি আজকের পর, ব্লগে ক্যাচাল একটু কমে আসবে; কুকুরের লেজও কাজ দেবে না।

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৪

আরইউ বলেছেন:




প্লিজ আপনার লেজে পরি, ব্লগ ছেড়ে কোথাও যাবেননা!

৮৬| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৭

রেজাউল৮৮ বলেছেন: ছোটবেলায় কুকুর ভোলাকে দেখতাম খাম্বা দেখলেই এক পা তুলে ...

ভোলার স্বজাতিকে দেখে বোঝা যায় ভোলাকে ব্লগে একাউন্ট খুলে দিলে পোস্টে পোস্টে যেয়ে বাহ্য করতো।

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

আরইউ বলেছেন:




হা হা হা! নিক দিতেন “ভোলাগাজী”!

৮৭| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৩:৫৬

বিষন্ন পথিক বলেছেন: ছবির জায়গাটা কোথায়?

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

আরইউ বলেছেন:




অস্ট্রেলিয়াতে একটা পার্কের ভেতরে মাঠ এটা। ধন্যবাদ, বিষন্ন পথিক।

৮৮| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

কবিতা ক্থ্য বলেছেন: ভাই,
আপনার ছবিটা সুন্দর হয়েছে।
কোথায় তুলেছেন এই টা?

০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

আরইউ বলেছেন:




ধন্যবাদ, কবিতা। ছবিটা অস্ট্রেলিয়াতে তোলা। একটা পার্কের ভেতরে মাঠ এটা।

৮৯| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৭

অপু তানভীর বলেছেন: শ্রেষ্ঠ ক্যাচালবাজ যতদিন ব্লগে আছে ততদিন ব্লগ থেকে ক্যাচাল যাবে না । গত কয়েক বছরে যতক্যাচাল হয়েছে তার প্রায় সব গুলোর সাথে শ্রেষ্ঠ ব্লাগর জড়িত ।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০০

আরইউ বলেছেন:




উনি ব্লগের বিনোদনের সাথেও জড়িত! উনি ওনার ওনার ৩য় শ্রেনীর ক্লাসি সাগরেদদের ছাড়া ব্লগ পানসে হয়ে যাবে।

৯০| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান,

আমি জানিনা " গ " নিয়ে কিছু আলোচনা হলেই কেন কারো কারো চেতনার " গ " - গাড়ী ১০০ মাইল বেগে দৌড়ায় কিল্লাই?

আমি ত মনে করি, ৩ গ ( গেনী,গর্দভ,গাঁজী) খারাপ কিছুনা. কারন - তাদের থেকে ব্যাফোক বিনোদন মিলে এই নিরানন্দ সময় ও ছাকিব খানের অবর্তমানে।

কারন, বিনোদনের জন্য আমাদের ছিঃনেমায় আছে ছাকিব :P খান , আর ব্লগে আছেন তিস-মার-খান (গাজী)।

বিঃ দ্রঃ -

১। গেনীরা সমাজের গুরু বা মান্যজন তাদের যথাযথ গুরুদক্ষিণা দেয়া সকলের নৈতিক দায়িত্ব।

২।গর্দভ একটি নিরীহ ও পরিশ্রমী প্রাণী । সে কাম করে আর ঘাস খায়,কারো কোন সাতে-পাচে নেই। কাজেই আমি শুধু সেই নিরিহ প্রাণীর কথাই বলেছি। দয়া করে কেউ আমার বলা গাধার সাথে কাউকে নিজেকে মিলিয়ে চেতনার দন্ড খাড়া না করার/ ব্যক্তিগতভাবে না নেওয়ার অনুরোধ রইলো এবং বাকীদেরকেও গাধার সাথে কারোর সাদৃশ্য না খোঁজার জন্য :(( নিবেদন রইলো।

৩।গাঁজী কালু-চম্পাবতীর অমর প্রেম গাথা যুগ যুগ ধরে আমাদের লোক সাহিত্যের মাঝে এক বিশেষ স্থান দখল করে আছে। কাজেই এই গাঁজী আমাদের রূপকথার গাঁজী । এখানে অন্যকোন গাজীর সাথে মিল খুজলে আপনি পাজী (দুষ্ঠ :( লোক) বলে বিবেচিত হবেন।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০২

আরইউ বলেছেন:





হা হা হা, কামরুজজামান। বি. দ্র. দিয়ে ভালো করেছেন তা না হলে বাঁকা লেজওয়ালা একজন আবার কী না কী মনে করতেন।

৯১| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আপনারা এই পোষ্টে এবং কয়েকজনের মন্তব্যে আপনাদের আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে।

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৪

আরইউ বলেছেন:




সে না হয় প্রকাশ পেল, রাজীব। আপনি আবার দয়াকরে আমার এই গল্পটা স্বভাবজাতভাবে চুরি করে কোথাও পোস্ট করবেন না। আপনাকে অগ্রীম ধন্যবাদ!

৯২| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৪১

লেখক বলেছেন:
উনি একবার ব্লগারদের মাতৃভাষায় সঠিকভাবে লেখা নিয়ে পোস্ট করেছিলেন। হোয়াট আ জোক

সেখানেও দুইটা বাক্য সঠিক ভাবে লেখা হয় নি আর গোটা পাঁচেক বানান ভুল ছিল। :D

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

আরইউ বলেছেন:




দ্যাটস দা জোক!!

৯৩| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৩:২৮

বিষন্ন পথিক বলেছেন: মাঠের লোকেশন টা জানতে চাইছিলাম, গরম এই পোস্ট এ আপনার জাকারান্ডা বিষয়ে চোখ আটকে গিয়েছিলো, আমি সেন্ট মেরিস, নিউ সাউথ ওয়েলস :)

৯৪| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মেয়েরা তো বলে ক্লিন শেভ করলে ছিলা মুরগির মতো লাগে। নাপিত আক্কাস তার ব্যবসার ভালোর জন্য ক্লিন শেভের লেকচার দেয়।

৯৫| ১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫২

জিকোব্লগ বলেছেন:







বুড়া গাধাকে মারলেও শিক্ষা হয় না। কাজেই , বুড়া গাধা ব্লগে থেকেই যাবে।

সোনাগাজী বিতর্কিত হয়ে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য কী না করে!
এইজন্য সোনাগাজীকে বিতর্কিত করার সব পোস্ট উহা প্রিয়তে নিয়ে রাখে।
এই পোস্টটিও উহা প্রিয়তে নিয়েছে।

ব্লগে যে হঠাৎ সোনাগাজীর বিকৃত নামের কোনো মাল্টি পর্নোগ্রাফি আক্রমণ করে,
এটা এই সোনাগাজী নিজেই করে ব্লগারদের সহানুভূতি এবং এটেনশন পাওয়ার চেষ্টা করে।

এটাও দেখা গেছে সোনাগাজীকে ব্যান করলে সামু পর্নোগ্রাফি আক্রমণের শিকার হয়।
এই গুলো কে করে ! এইগুলো সোনাগাজী নিজেই করে।

আর মুক্তিযোদ্ধা ! হে হে হে। উহা তো পরিষ্কার চীন আমেরিকা পন্থী রাজাকার। উহা যে
মুক্তিযোদ্ধা না, এটা নিয়ে আমি শায়মার পোস্টে, ভুয়া মফিজের পোস্টে অনেক মন্তব্য করছি।
মডুর সাথেও এটা নিয়ে হালকা তর্ক -বিতর্ক হয়েছে।

মডুও অর্ধ চন্দ্র দিয়ে উহাকে বিদায় করতে চেয়েছেন। কিন্তু বুড়া গাধা কী এইসব মানবে!
ইতিমধ্যে উহা বলে দিয়েছে উহার পরের নিক হবে ফুলগাজী।

মার্ খেয়ে নিজে মজা পেয়ে ও অন্যকে মার্ দেওয়ার মজা দিয়ে হলেও সোনাগাজী
আমৃত্যু ব্লগে থেকেই যাবে।

কমেন্ট ব্যান ও প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ চিরতরে বন্ধ করে দিয়ে
ব্লগের উপর সোনাগাজীর কালো হাত একমাত্র সামু ব্লগ টিম-ই ঠেকাতে পারেন; যদি তাঁরা চান।

৯৬| ১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

জিকোব্লগ বলেছেন:

যারা নিজেরা ক্যাচালবাজ, সর্বদা অপ্রাঙ্গিক মন্তব্য ও অন্যকে ব্যক্তিআক্রমণ
করে হাইলাইটে থাকতে চায় তারাই আবার ব্লগ কর্তৃপক্ষকে শেখাতে আসে
কাকে রাখা উচিত আর অনুচিত। ব্যাপারটা হাইস্যকর !

৯৭| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



@জিকোব্লগ,

ব্লগটিম আপনাকে লালন পালন করতে গিয়ে বড় মুল্য দিচ্ছেন, টিমের সন্মান অনেক কমে গেছে।

৯৮| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৬

জিকোব্লগ বলেছেন:




১২ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪০০

সোনাগাজী বলেছেন:

@জিকোব্লগ,

ব্লগটিম আপনাকে লালন পালন করতে গিয়ে বড় মুল্য দিচ্ছেন, টিমের সন্মান অনেক কমে গেছে।

-
@সোনাগাজী,
ব্লগটিম বরং আপনাকে অযথা মূল্য দিয়ে আপনার মতো মানুষকে অনেক উপরে
তুলে ফেলেছেন। আপনি যেদিন আপনার ভুলগুলো বুঝতে পেরে নিজের আচরণ
সঠিক করবেন সেদিন সামুব্লগ ও টিমের সম্মান অনেক উপরে উঠে যাবে। কেননা
কেবলমাত্র আপনাকে সমর্থন দেবার জন্য ব্লগটিমকে অনেকবার প্রশ্নের মুখোমুখি
হতে হয়েছে, বিব্রত হতে হয়েছে।

৯৯| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:


@জিকোব্লগ ,

ব্লগটিম আমাকে যতটুকু জানে আর কোন ব্লগারকে এতটুকু জানে না; আমি ৭ বছরে ৯৫ হাজার মন্তব্য পেয়েছি; আপনি ২ বছরে ১টা মন্তব্যও পাননি; তারপরও তারা আপনাকে মাছি হিসেবে ব্লগে রেখেছেন।

১০০| ১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৩

আরইউ বলেছেন:




@সোনাগাজী,
আপনি ইতমধ্যে স্বভাবসুলভভাবে এই পোস্টের সৌন্দর্য অনেকটাই নষ্ট করেছেন। আর যেন না পারেন তাই এই পোস্টে আপনার মন্তব্য করার অধিকার রহিত করার ব্যবস্থা নিলাম। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.