নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ আমি ঠিক করি তিন দিনের ছুটিতে কোথাও যাওয়া উচিত। প্রথমে আমি আমার বন্ধু রবিন এর সাথে কথা বলি। সে আমাকে বলে সে যেতে পারবে না। আমি আজমের সাথে কথা বলি, সে আমাকে বলে রাজি। আমি এরপর আমার অন্য বন্ধুদের মধ্যে অনিক, রাসেল, মরিয়ম, শুভ, সোহাগ এবং গোলাপ এর সাথে কথা বলি।
এরপর হঠৎ একটা কাজ পড়ায় ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ যাওয়া হলোনা। এরপর ঠিক হলো ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে সকালে আমরা ফ্যান্টাসি কিংডম যবো। এরপর আবার সবার সাথে যোগাযোগ করি। এর মধ্যে রাজি হয় শুধু আজম, গোলাপ ও তার বউ। যে কথা সেই কাজ। আমরা চার জন ৩০ তারিখ সকাল ৯ টা ৩০ মিনিটের সময় রওনা দিই মিরপুর ১ থেকে। কিন্তু সকালে আমাদের সকলের দেরি হয়। আজম আসে সকাল ১০ টায়, গোলাপ ও তার বউ আসে ১০ টা ৩০ মিনিটে।
(আজম এবং আমি গোলাপের অপেক্ষায়)
(আজম এবং আমি গোলাপের অপেক্ষায় মিরপুর ১ প্রিন্সের সামনে)
(আমি গোলাপের বউএর সাথে ছবি তুলে আজম। এক হাতে গোলাপরে আটকাইয়া)
(বাম থেকে গোলাপের বউ, গোলাপ, আমি এবং আজম)
আমাদের বন্ধু রবিন ফোনে বলে ফ্যান্টাসি কিংডম না গিয়ে নন্দন যেতে। আমি আজমের সাথে কথা বলার আগেই আজম নন্দন পার্কে হট লাইন ০১৭৫৫৬৬৭৭০৩ নম্বরে যোগাযোগ করেছে। আমাদের যাত্রা শুরু করলাম আলিফ গাড়িতে। প্রথমে আমরা ইপিজেড নামি। ঢাকা থেকে ইপিজেড জন প্রতি ভাড়া ৫০ টাকা।
(আলিফ পরিবহনে আমরা)
(আলিফ পরিবহনে)
এরপর রাজধানী গাড়িতে করে নন্দন যাই। ইপিজেড থেকে নন্দন জন প্রতি ভাড়া ১৫ টাকা।
(রাজধানী পরিবহনে আমরা)
এরপর নন্দনে গিয়ে ৩,৪০০ টাকা দিয়ে ফ্যামিলি টিকেট কাটা দুপুর ১২টায়। এর মধ্যে ওয়াটার ওয়ার্ল্ডসহ ১৩টি রাইড এবং দুপুরের খাবার।
(আমাদের টিকেট)
নন্দনের ঢুকে প্রথমে আমরা রোলা কোস্টারে উঠি। সোহাগ ও তার বউ উঠতে চায় ছিল না। কিন্তু আমি তাদের জোর করায় তারা রাজী হয়। আমি আর আজম প্রথমে এবং এরপর সিটে সোহাগ ও তার বউ। রোলা কোস্টারে উঠার পর মনে হচ্ছেল রোলা কোস্টার লাইন থেকে ছুটে নিচে চলে যবে। (চলবে, পর্ব ২ আগামীকাল)
০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৬
রুবেল ১৯৮৪ বলেছেন: গোলাপের বউ
২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:১৭
মলাসইলমুইনা বলেছেন: ওমেরা, কঠিন প্রশ্ন | আলিফ পরিবহনের ফটোগুলোর ঠিক আগের ফটোটাতে বাম দিকেতো গোলাপ ভাই, গোলাপ ভাইয়ের বউ, এবং আজম ভাই নাই ! আবার যেন যেতে পারেন আরো মজা করতে পারেন সেই কামনা থাকলো |
৩| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৯
মোজাহিদুর রহমান ব বলেছেন: আজাইরা একটা পোস্ট
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৫২
ওমেরা বলেছেন: আপনার পাশে ওটা কার বউ ?