নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

এনায়েত উল্লাহ আব্বাসী\'র বংশ পরিচয়

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

বেশ কয়েকদিন যাবত ভারত থেকে আগত এই লোকটাকে দেখেছি বিভিন্ন ওয়াজ মাহফিলে বেশ প্রতাপের সহিত ওয়াজ করছে।প্রতাপের সহিত বললাম কারন আমাদের দেশে উনার এতো ভক্ত রয়েছে যে মাঝে মাঝে মাহফিলের জন্যে উনাকে হেলিকপ্টার কয়ে এক মাহফিল থেকে আরেক মাহফিলে নিয়ে আসা যাওয়া করা হয়।প্রান,আর এফ এল এর পাছায় উনি সব সময় আংুল দিতে ভালবাসেন, ইদানিং উনি ড. জাকির নায়েক কে নিয়েও বেশ কিছু ওয়াজ নসিহত পেশ করেছেন।উনার ভাষ্যমতে ড. নায়েক হচ্ছেন ইহুদি ক্রিস্টানের দালাল।এমনকি গত কয়েকদিন আগে দেকলাম RTV তে উনার মাহফিল লাইভ দেকাচ্ছে।এভার নিশ্চয় বুঝতে পারছেন উনার জনপ্রিয়তা কতটুকু।ব্যক্তিগত ভাবে উনার সাথে আমার কোনো দন্দ নাই।কিন্তু যখন তিনি ঢালাউ ভাবে কোনো এক ব্যক্তি বা প্রতিসঠানের বিরুদ্ধাচার করেন কোনো যুক্তি প্রদর্শন ছাড়াই তখন তার সম্পর্কে জানতে আগ্রহী হই।এবং যা জানতে পারলাম তা অবাক করার মতো।আসলে সাধারন মুসলমানরা উনাকে যে কারনে বেশি পছন্দ করে তা হচ্ছে উনি কেরামত আলি জৈনপুরী (র) এর বংশজ।কিন্তু বাস্তবে উনি তা নন।এনায়েত উল্লাহ
আব্বাসী নিজেকে কারামত
আলী জৌনপুরীর খাস আওলাদ ,
জৌনপুরের একমাত্র পীর ও
আওলাদে রাসুল বলে দাবি করেন
এবং সকলের
সামনে তা ঢালাওভাবে প্রচার
করে থাকেন । এনায়েত উল্লাহ
আব্বাসীর এই দাবিগুলো কতটুকু সত্য
তা এবার আপনাদের
সামনে আলোচনা করবো ।
মাওলানা কারামত
আলী জৌনপুরী উনি উনার খেলাফত
দিয়ে গেছেন উনার আপন পুত্র
মাওলানা হাফিজ আহমদ জৌনপুরীর
কাছে । কারামত আলী জৌনপুরীর একজন
মেয়ে ছিলেন হাজেরা বিবি ।
হাজেরা বিবি আবার হাফিজ আহমদ
জৌনপুরীর মায়ের পেটের বোন ।
এনায়েত উল্লাহ আব্বাসী হলেন
হাজেরা বিবির ছেলের নাতির ঘরের
নাতি । অর্থাৎ কারামত
আলী জৌনপুরীর মেয়ে বংশের নাতির
ঘরের নাতি । তাহলে প্রশ্ন
হলো এনায়েত উল্লাহ আব্বাসী কারামত
আলী জৌনপুরীর খাস আওলাদ হলেন
কেমনে ? আব্বাসী হুজুরের বংশ পরিচয়
হবে উনার বাপ দাদার পরিচয়ে ।
উনি কেন নিজের বাপ দাদার পরিচয়
না দিয়ে নানার নানার পরিচয়
দেন ?
আর মাওলানা কারামত
আলী জৌনপুরী খেলাফত দিয়ে গেছেন
উনার ছেলে হাফিজ আহমদ
জৌনপুরী কে । হাফিজ আহমদ খেলাফত
দিয়ে গেছেন উনার পুত্র আব্দুর রব
সিদ্দিকিকে । আব্দুর রব
সিদ্দিকী খেলাফত দিয়ে গেছেন
সামাদ সিদ্দিকী কে আর সামাদ
সিদ্দিকী খেলাফত দিয়ে গেছেন উনার
পুত্র বর্তমান জৌনপুরের পির
সুফী আহমদ সিদ্দিকী কে ।
তাহলে আব্বাসী খেলাফত পেলেন কার
কাছ থেকে আর উনি জৌনপুরের একমাত্র
পির হবেন কেমনে ? জৌনপুরের
বর্তমান পির তো কারামত
আলী জৌনপুরীর আপন ছেলের নাতি ।
সুতরাং এনায়েত উল্লাহ
আব্বাসী জৌনপুরের একমাত্র পির নন
এবং কারামত আলী জৌনপুরীর খাস
আওলাদ নন ।
তিনি নিজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য
এই ছলনার আশ্রয় নিয়েছেন ।
আর উনি যে দাবি করেন
আওলাদে রাসুল এবং নামের
পূর্বে সাইয়্যেদ লাগান সেটা কতটুকু
গ্রহণযোগ্য ? আমরা এখন
থেকে পূর্ববর্তী কোন জৌনপুরী পির
সাহেবদের নামের সামনে সাইয়্যেদ
লকব দেখি নি এবং উনারা কেউই
সাইয়্যেদ দাবি করেন নি । এনায়েত
উল্লাহ
আব্বাসী যদি জৌনপুরী দাবি করেন
তাহলে উনি কিভাবে একা সাইয়্যেদ
হলেন ? অতএব সাইয়্যেদ
দাবি করে কি উনি প্রতিষ্ঠা লাভ
করতে চান নাকি নিজের
মর্যাদা বাড়াতে চান এটাই এখন বড়
প্রশ্ন ?
সুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

নতুন বলেছেন: একটা ফ্যামিলি ট্রি আকারে লিস্টি তৌরি করুন...তবে বুঝতে সুবিধা হবে..

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

প্রফেসর সাহেব বলেছেন: পরে দিবামনে

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০

কলাবাগান১ বলেছেন: প্রফেসর সাহেব কি এই ভাষায় ক্লাশেও লেকচার দেন "প্রান,আর এফ এল এর পাছায় উনি সব সময় আংুল দিতে ভালবাসেন, "

৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

প্রফেসর সাহেব বলেছেন: রাগের মাথায় লেখছি

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:



উনি মুসা নবীর সরাসরি বংশধর।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

প্রফেসর সাহেব বলেছেন: হইতারে

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



প্রোপিকে আপনার ছবি এলো কি করে?

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

প্রফেসর সাহেব বলেছেন: কোন প্রপিক?

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

বিজন রয় বলেছেন: এমন করে লিখলেন??

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

প্রফেসর সাহেব বলেছেন: হুম

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

রাজ বিদ বলেছেন: কোরআনেই বলা আছে, 'যখন তোমাদের কাছে কোন তথ্য আসে তা যাচাই করে দেখ।" আর আমরা বাঙালীরা কে শোনে কার কথা। জ্ঞান,বুদ্ধি,যুক্তি দিয়ে যাচাইকারী বাঙালীজাতি পেতে হয়ত আমাদের আরো অপেক্ষা করতে হবে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

প্রফেসর সাহেব বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.