নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

বিরহ-বর

----------- মো; রুহুল আমীন ।



কোন্ বারবেলায়

দেখা হয়েছিল,

হয়েছিল পরিচয় প্রণয়

তোমাতে আমাতে ।

তার পর এক সাথে

দু’জনার কত পথ চলা,

কত মাখামাখি জড়াজড়ি,

কত কথা, কত হাসাহাসি,

কত উষ্ণ আলিঙ্গন চুম্বন,

মিলন সুমধুর !

হঠাৎ একদিন

আচমকা চৈতালী ঘুর্ণিবায়ে

নিমিষেই উধাও এর সবই

যেন খড়কুটো ।

সেই হতে

বিরহ-বরে আসিক্ত আমি,

রঙিন আতশী স্বপন ভেঙ্গে চুরমার,

উদয়েই অস্তমিত যৌবন বালার্ক,

সবেগে নিরুদ্দেশ আবেগ ।

প্রাণহীন জীবনের অস্তিত্ব

আমি আজ, নিঃসঙ্গ একাকী

স্বজন বেষ্টিত বিজনে ।

হাত বাড়ালেই তোমাকে আর

যায় না পাওয়া আগের মতন ।

ভরে না মন

অশরীরি জ্যোৎস্নার সোহাগে ।

সিনানীতে পিছু হতে

সাপটে ধরে লাবনী কাশফুল,

তুলতুল নিরুত্তাপ বেশ্যার শরীর ।

স্পর্শে তার জাগে না পুলক,

সে নিজেও না হয় শিহরিত শৃঙ্গারে ।

রমন মন্থন সুখে নেই তার

রমনীয় তৃপ্তির শীৎকার,

দম বন্ধ-করা বাহুর বন্ধন ;

নেই তার পিঠ খামছে ধরা কিংবা

বিছানার চাদর ।

অনুষ্ণ তার বিরস প্রস্রবণে

শিশ্নের অক্লান্ত নিঃশব্দ বিহরণ,

অস্থির ধাপাধাপি ।

অনিবার্য্য অতৃপ্ত রেতঃপাতে

শুধু ঘর্মাক্ত কলেবর ।

বিস্বাদের অবসাদে অবশেষে

প্রশ্ন জাগে মনে -

আমি কি মানুষ ?

না অন্য কিছু ?

---*---

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.