নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

শরৎ সম্ভার

----------- মোঃ রুহুল আমীন ।



ঘনান্তে মেঘমুক্ত উদার আকাশ ।

গগনে নিরুদ নীরদ ভাসে উন্মন

যেন জলশূন্য শুভ্র মুশক ।

কুঁদুলী কাদম্বিনী কেঁদে কেঁদে

ক্লান্ত অবশেষে ;

নিরুদ্দেশ একরাতে দূর অজানায় ।

মেঘমন্দ্র গর্জে না আর,

ধরণীরে ত্রাসে না কুলিশে ।

বিশল্যা প্রকৃতি শান্ত শীরীন ।

প্রসবোত্তর প্রশান্তির পরম অনুভব,

অনুভাব চারিদিকে-

সবুজ বনানী প্রান্তরে,

সুনীল নীলাম্বরে,

উজ্জ্বল নক্ষত্রলোকে,

মিহিরদীপ্ত তটিনীর

ঝিলমিল তরঙ্গশৃঙ্গে আর

নীহার নিষিক্ত শস্যমঞ্জরীতে ।

প্রমত্ত ব্রহ্মপুত্র শান্ত প্রশমিত,

দুই তীরে তার স্বস্তির আবহ নিবিড় ।

পলিতকুন্তল কাশবনে

অহোরাত্র উতল হাওয়ার

স্নিগ্ধ সোহাগ, কোমল পরশ

অনন্ত নির্মল অনুলেহ ।

জেগে উঠা চরে

সারি সারি শারিকার ঝাঁক ।া

শাল্ম ল বিটপে সমারূঢ় মাছরাঙ্গা সারস,

দৃষ্টি নিবদ্ধ ঝিলের শফর চন্দকে ।

অফুরান স্বপ্নের দ্বার অবারিত ।

সদর্পে আগত রবির ভরা মরসুম ।

কর্ষিত রৌদ্দদগ্ধ উর্বর মৃত্তিকা

অপরাহ্নে মনোহারী সুগন্ধি মঞ্জুষা ।

প্রদোষে শেফালী সুবাস,

হলুদ ঝিঁঙেফুল ;

প্রভাতে প্রমথের ফুলেল অর্চনা ।

অটবী আবৃত হেথা সেথা

হালকা ওসের মলিদা মলাটে ।

শিশিরে মরীচিমালী,

মলম্বা শাদ্বল

প্রপঞ্চিত আদিগন্ত দৃষ্টিনন্দন ।

---*---

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: খুব ভাল হইল

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ উভয়কে ।ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.