নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫



কোন এক অমানিশায়

--------------------- মোঃ রুহুল আমীন ।



রাতের দ্বিপ্রহর

নিঃশব্দে কখন যে গত,

তা বুঝিনি একটুও ।

মাঝেমধ্যে শুনি শুধু

বাদুরের ঝাপটা দাপাদাপি

উঠানের পেয়ারার ডালে ।

থাকি থাকি

বাঁশঝাড়ে ডাকে কুকপাখি ;

জানান দিয়ে যায় অজানা শংকার ।

আকাশের নক্ষত্র অযুত

আজ আমার রাতজাগা সাথী ।

শরৎ বাবুর “আঁধারের রূপ”

খোঁজে খোঁজে ক্লান্ত ওরাও

আমারই মতন ।

যেন কার বাসনার ইন্দ্রজালে

আমি আজ সংরুদ্ধ একা,

কামতাপে ছটফট সারারাত

নিঃসঙ্গ শয্যায় ।

অভিমানে তুমি আজ প্রতিপদের চাঁদ,

স্বেচ্ছা-অন্তরীণ আলোর পশ্চাতে ।

দেহলিতে আলোলায়িত তামসীর গায়

জড়াও চুপিসারে তারকিনীর নক্সীচাঁদর,

আমাকে প্রলুব্দ কর কিংবা বিদ্রুপ ।

শিশিরের ঝাপটা দিয়ে চোখে

নিদ কেড়ে নাও,

খপুষ্পের বাহারী বজরা ভিড়াও

কুয়াশাবৃত অগম্য তটে ।

দূর দ্যুলোক হতে বিশাখার আঁখিঠারে

আমাকে বিভ্রান্ত কর,

কামনার চিতায় দাও ঘৃতাহুতি,

কষ্ট দিয়ে বুঝাতে চাও তোমার অভাব ।

ভাব, আমি এর বুঝিনা কিছুই ।

ক্রমশঃ শেষ হয়ে আসে রাত,

তবুও অপেক্ষা অশেষ ।

প্রভাতে শিশিরে শিশিরে

দীপিত তোমার উপহাস,

কপট উল্লাস ।

---*---

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

এহসান সাবির বলেছেন: সুন্দর।
শুভেচ্ছা রইলো।

( ১ম ভালো লাগা)

২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

আলমগীর_কবির বলেছেন: উপহাসের সাথে কপট উল্লাস কেন? বুঝতে পারলাম না।
নিচের লিংকে ক্লিক করুন এবং পড়তে থাকুন, =>
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.