নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

শরতের হসন্তিকা

------------------ মোঃ রুহুল আমীন ।

আক্রোশ আবেগ

নিজে কেঁদে কেঁদে,

কাঁদায়ে রোদসী,

অভিমানী শ্রাবণ-ভামিনী

ভাদ্রপদে এসে অবশেষে

কমলে-কামিনী অমানী ।

শাপলা শালুক ফুলে সজ্জিতা অপরূপা,

সর্বাঙ্গ হিরণ বরণ রবির কিরণে ।

শ্রাবণের সঘন অম্বর

শরতের হসন্তিকা আজি,

নব পরিণীতা ।

পরণে নীলাম্বরী শাড়ি তারকিনী,

সীমন্তে সৈমন্তিক শোভা

সায়াহ্নের রক্তিম আবীরে,

কপোলে বিচ্ছুরিত কোকনদ আভা,

ললাটে সন্ধ্যাতারা টিকলি সুশোভন ;

কটীতে দিগন্ত যেন সুবর্ণ রশনা,

কণ্ঠে কনক-প্রভা সপ্তর্ষির মালা

আবক্ষ বিস্তৃত ।

দ্রোনপুষ্প শোভে নাকে হয়ে নাকফুল,

দুকর্ণে কর্ণিকা হয়ে দোলে ঝুমকোলতা,

মল্লিকার মালা হাতের শঙ্খবলয়,

কাশবন দাঁড়িয়ে পাশে চামরধারিণী ।

অলখঝোরা নয়নযুগল নিরশ্রু রাজীবলোচন,

বদরবদন খানি আরও বিভাসিত ভাদ্রপদীতে ।

ক্রন্দন-ফীত ওষ্ঠদ্বয়ে প্রস্ফুটিত বঙ্কিম হাসি,

আলোকিত ছায়াপথ ধন্য তার চরণ-রেণুতে ।

সরসীর অবীচি জলে চুপিসারে সম্পন্ন ছামনি-

সহাস্য মুখচন্দ্রিকা ।

পুলকিত হৃদে

কাসারে কুমুদ নাচে রাতুল চরণে

যেন সুরালয়ে অতুল অপ্সরা দেবপ্রিয়া ।

আপানে অভ্যাগত যত বিমুগ্ধ হৃষি‌ত,

ঝিল্লিকার শোহিনি মূর্ছনায় আর

কৌমুদীর সাশ্লেষ আপ্যায়নে ।

নক্ষত্ররাজিতে বিরচিত ফুলশয্যায়

উদযাপিত মধুচন্দ্রিমা

যেন শেষ না হতে চায় ।

নিশাজলে সিক্ত আঁচল

নীলাম্বরে উড়ায় হরষে,

শুকায় রোদ্দুরে ।

---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.