নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২২

শুভ নববর্ষ

----------- মোঃ রুহুল আমীন ।

শুভ নববর্ষ আজ ।

আজ পহেলা বৈশাখ ।

দিবসের এই শুভক্ষণে,

বর্ণিল তার বরণ আয়োজনে

দেহমন বিভাসিত ।

আজ রক্তরবির পুণ্যালোকে

অন্তরের যত অন্ধকার

হোক দূরীভূত,

যেন মোরা থাকি বিমৎসর

প্রতিবাসর আজিকার মত;

এ জীবন হোক দ্বন্দ্বাতীত,

সংবৎসর থাকুক পূর্ণ মহাসুখে,

অনাবিল আনন্দের এমন প্রহর

আসুক ফিরে বার বার

আমাদের মাঝে ।

নির্মোহ প্রেমের বিসার চাই আজ,

চাই বিলয় বিদ্বেষ ঘৃণার চিরতরে;

সমুহ সংঘাতের চাই অবসান,

পরিত্রাণ চাই করজোড়ে

অপমৃত্যুর আলিঙ্গন হতে ।

রক্তের ফিনিক নয় যেথা-সেথা,

চাই পলাশ কৃষ্ণচূড়া বনে বনে,

আর চাই রক্তজবা আঙ্গিনার বাগিচায় ।

নয় কালবোশেখির বজ্রহুঙ্কার,

চাই সৃষ্টির উদাত্ত আহ্বান,

বিধ্বংসী তান্ডব নয় ঝড়ের,

চাই এক পসলা বৃষ্টি নবোদক;

বিশাখ বনানী প্রান্তরে

চাই পল্লবিত শাখা সপুষ্পক ।

মানুষে মানুষে নয় হানাহানি,

চাই শান্তির পরিবেশ প্রতিবেশ

ঘরে বাইরে রাজপথে ।

বিবেকের বিনাশ নয় কোন মতে,

চাই তার সাবলীল সুস্থ্য বিকাশ ।

আগুন নয়, চাই আলো;

অগ্নিসংযোগ নয়,

চাই আলোর মিছিল ।

----*----

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: অনেক দেরিতে হলেও নববর্ষের শুভেচ্ছা।

২| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:০৬

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: না পাওয়ার চেয়ে বিলম্বিত প্রাপ্তি অনেক ভাল ---ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.