নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

মনোবনে

---------- মো; রুহুল আমীন ।

এ মন যেন বৃন্দাবন,

প্রেমধন্য পূণ্য নিলয় -

ব্রজধাম ।

এখানে নিজন বিজনে রাতে

বাঁজে সুমধুর মুরলী কৃষ্ণের,

শিশিরে শিশিরে ঝরে

অমিয় অমৃত কামরস,

রভসে রজনী তামরস-তনু

রাসপূর্ণিমায় ;

নেশায় বুদ্ বুদ্ নিসর্গ নিগম ।

স্মৃতির কান্তারে বাঁজে রাতভর

কানাড়া সুমধুর পাতার মর্মরে ।

থরে থরে পুষ্পলতায়

ফুলশয্যা সাজায় প্রকৃতি

নিভৃত নিধুবনে ।

রাধিকা ব্রজেশ্বরী

তটারূঢ়া কালিন্দীকূলে;

গোকুলে ত্রিভঙ্গ-মুরারি

প্রতীক্ষা কাতর

মধুর মিলন পিয়াসে ।

তুলসীর বনে সংগোপনে

ভিড় করে সহস্র গোপিনী,

চুপিসারে উঁকি দেয়

যখন সিনানী নিবিড়

ঘন বনছায় ;

জড়ায় আঁচল নিচুল কন্টকে

যখন ত্রস্তপদে ব্যস্ত বিচরণ

ছোটাছুটি এদিক ওদিক।

কামোষ্ণ ঘন নিশ্বাসে

উতলা বৃন্দার বৃন্দাচল,

মনোজ্ঞ লীলায় মুখরিত,

হৃষিত রাতভর

অবারিত জোছনায়

তারার সমারোহে ।

---*---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

এহসান সাবির বলেছেন: দারুন +++

২| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:০৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: অশেষ ধন্যবাদ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.