নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

অহংকার শুধু আল্লা’র

--------------------- মোঃ রুহুল আমীন ।



অহংকার একমাত্র আল্লা’র অধিকার,

যিনি শাশ্বত অমর অদ্বিতীয়,

সর্বময় ক্ষমতার অধিকারী,

যার হাতে জন্ম মৃত্যু সৃষ্টি বিলয়,

নির্দেশে যার সুবিন্যস্ত চন্দ্র সূর্য তারা,

ভাসমান মহাশূণ্যে, বিচরণরত

নির্দিষ্ট বলয়ে,

উদয় অস্ত নির্বঘ্ন যার অমোঘ ইশারায় ,

বিশাল ব্রহ্মান্ড যার মহিমায় মন্ডিত,

দৃশ্য-অদৃশ্যের নিপুন স্থপতি যিনি,

নির্ব্যূঢ় একচ্ছত্র অধিপতি

আগত অনাগত সকল সৃষ্টির,

নিজে অদৃশ্য যিনি, নিষন্ন আড়ালে

তবুও নহে কিছু যাহার অগোচর,

নিয়তির বিধায়ক যিনি,

নির্ভুল নির্ঘন্ট প্রনেতা,

উত্থান পতনের যিনি একমাত্র বিনায়ক ।

অহংকারে মানুষের তাই

হিস্যা নেই কোন ।

যারা তা মানতে নারাজ,

পারলে ঠেকাক তারা মৃত্যুর মিছিল,

হউক দেশান্তরী আল্লা’র সৃষ্টির বাহিরে,

বাঁচুক না নিয়ে আল্লা’র কোন অনুদান,

সূর্যকে বসাক আনি পৃথিবীর পাশে,

ধরণীরে করুক স্থাপন চন্দ্রের কোলে,

বাঁধুক এক বিন্দুতে অগ্নি নৈঋত,

নিঃশেষ করুক বাতাস নিশ্বাসে নিশ্বাসে,

সেঁচে সেঁচে জলশূন্য করুক জলাধিপ,

ফুৎকারে নিভাক সূর্য পিদীমের মত,

করুক সৃষ্টি যা আছে যেমন

জলে স্থলে অন্তরীক্ষে ।

না পারলে ছাড়ুক অহংকার,

হউক অবনত সিজদায় ।

নইলে শেষ বিচারে

নিরয়ে নিক্ষিপ্ত হবে দলে দলে ।

---*---

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.