নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৭

নিঃসঙ্গ সময়

--------- মোঃ রুহুল আমীন ।



নিঃসঙ্গ কে - সময়, না আমি,

বুঝিনা তা ।

সময় আসে, যায় ফিরে;

তারে হয়না কিছু বলা,

হয়না কোন কথা তার সাথে ।

প্রলম্বিত অলস প্রহর

আমারে টানেনা কাছে আর ।

ভাবনা বিভোর অচেতন মনে

শুধু ইচ্ছে হয়,

হই মৃত্যুঞ্জয় বিলাসীর বুকে ।

তার রক্তোষ্ঠাধর বন্দি করি

ওষ্ঠ-প্রকোষ্ঠে মোর ।

বৃষ্টির ফোঁটার মত

এই বাদলা দুপুরে,

খুঁজি তার ভেজা চুলে,

আঁচল-কাঁচুলি তলে,

দেহবল্লরীর প্রতি বাঁকে -

আপাদমস্তক,

অরূপ তার অপরূপ

লাবন্য নিধান ।

ঝরা কামিনীর আসিক্ত সুখ

তারে দিই কিছু,

কিছু নিই আমি ।

একাঙ্গী হয়ে এভাবে

আমরা দু’জন বাঁচি আমরণ

বর্ষণ সিক্ত আলিঙ্গনে ।

-----*-----

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম ভালো লাগলোখুব!

২| ২৬ শে মে, ২০১৩ রাত ২:০২

এহসান সাবির বলেছেন: দারুন।

৩| ২৬ শে মে, ২০১৩ সকাল ১০:২৬

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা থাকল । ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.