![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন হবে কিয়ামত
---------------------- মোঃ রুহুল আমীন ।
শিঙার প্রচন্ড ফুৎকারে
সেদিন আকাশ বিদীর্ণ হবে,
সশব্দে ভেঙ্গে সব হবে খানখান,
দিগ্বিদিক নিক্ষিপ্ত হবে নক্ষত্র গ্রহ
প্রচন্ড গতিতে,
কক্ষপথচ্যুত এর সবই
সংঘর্ষে সংঘর্ষে সেদিন হবে চুরমার,
সূর্য নিষ্প্রভ হবে, নিস্তেজ আলোহীন,
অন্ধকারে আচ্ছাদিত হবে চারিদিক,
ভূ-মন্ডল হবে প্রকম্পিত অকল্প কম্পনে,
পাহাড় পর্বত শূন্যে উড়িবে
যেন ধুনিত রঙিন তুলো,
সাগর ষ্ফীত হবে অজানা উচ্চতায়,
কবর হ’তে একে একে উত্থিত হবে
মৃত মানুষেরা,
তাকাবে এ ওর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে -
পৃথিবীর কী হ’ল আজ ?
অনন্তর সকলে দলে দলে
নির্দিষ্ট গন্তব্যপথে হবে ধাবমান
উদ্ভ্রান্তের মত শশব্যস্ততায় ;
হাতে সকলের
অনিষ্পন্ন স্থিতিপত্র জীবনের ।
সেদিন জনে জনে জিঙ্গাসিত হবে -
কি আজ তারা সঙ্গে এনেছে,
কি-ইবা অগ্রে করেছে প্রেরণ ।
আমলনামার চুলচেরা বিশ্লেষণে
সেদিনের শেষ বিচারে
কারও হবে নিশ্চিন্ত স্বর্গবাস,
কারও ভাগ্যে নরকের অনন্ত দহন ।
অতএব, সাবধান মানুষ !
সাবধান !!
-----*-----
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪২
মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে । শুভেচ্ছা রইল-----
৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৬
এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।
৪| ২৭ শে মে, ২০১৩ সকাল ৯:০৫
মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন----
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৪৪
ৈতয়ব খান বলেছেন: পবিত্র আল কোরান ও রাসুল সাঃ এর হাদিস শরিফ এর সাবধান বাণী ঘোষণা করেছে। কিন্তু মানুষ দুনিয়াবী কাজে কামে এতোটাই মশগুল যে, মহান আল্লাহর ঐশী বাণী ও পবিত্র আল হাদিসের বাণী থেকে দূরে সরে গেছে। তাই দুনিয়াতে এত ফেতনা ফেসাদ লক্ষ্য করা যাচ্ছে।
আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ