নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে মে, ২০১৩ সকাল ১০:৫০





কষ্ট

------ মোঃ রুহুল আমীন ।



কষ্ট কি লাল নীল কালো,

নাকি বর্ণচোরা ?

কিংবা বিবর্ণ রংধনু ?

ব্যথিত হৃদের বিক্ষত আবেগ,

নাকি বিন্দু বিন্দু রক্তক্ষরণ

অদৃশ্য বক্ষ পাঁজরে ?

নাকি আরও বড় প্রত্যক্ষ কিছু,

যেমন লোহিত সাগর ?

কষ্ট কি শুধু না পাওয়ায় ?

না দেওয়ায় কি কষ্ট নেই ?

কিংবা দিতে না পারায় ?

কষ্ট কি শুধুই মনের ?

চোখের নয় ?

কেন তবে দু'নয়নে অশ্রুর প্লাবন

যখন কাঁদে মন ?

কষ্ট কি বিবাগী বিষন্ন মেঘের

বৃন্তচ্যুত বৃষ্টি ফোঁটা ফোঁটা,

নাকি বিধবার নীরদবরন চোখে

সংগোপনে তপ্তাশ্রুর অঝোর বর্ষণ ?

কষ্টের ব্যপ্তি কি আসমুদ্রহিমাচল,

নাকি আরও বড় ?

কষ্ট কি অতল সুনীল জলধি,

নাকি নীলিমা নিঃসীম ?

কষ্ট কি তরল বায়বীয়,

নাকি জীবনের প্রস্তরকঠিন

নির্মম বাস্তবতা ?

---*----

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:২০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো।

২| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন--

৩| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি কবিতা,,,,,,,,,,,,ভীষণ ভাল লাগলো,,,,,,,,,,

৪| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: অশেষ ধন্যবাদ । অনেক অনেক শুভেচ্ছা---

৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

এহসান সাবির বলেছেন: বেশ কবিতা।

৬| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । আপনার 'বিশুদ্ধ হও অথবা' কবিতাটিও আমার খুব ভাল লেগেছে +++++ আরও ভাল ভাল কবিতা উপহার দিন । শুভ কামনায়-------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.