নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮



তুমি নেই বলে

----------------- মোঃ রুহুল আমীন ।



তুমি নেই বলে

বিচ্ছায়ে দগ্ধ জীবন, বিক্ষত ;

নিঃশব্দে নির্বাসিত জনান্তিকে ।

অবলীড় মধুর যৌবন

যেন আজ শুধুই অতীত,

অপাঙক্তেয় ।

দীর্ঘরি নিঘুম রাতের

নিঃসীম দুঃসহ প্রহর

অস্থির কাতর শূন্য শয্যায়,

আঁধারে ব্যস্ত আঁধার

শশাঙ্ক তালাশে কৃষ্ণতিথিতে ।

বসন্ত মলয়

যেন আজ শুধুই বাতাস,

নহে গন্ধবহা ;

শিশিরে রবির বিসার বিহনে

বিষন্ন সকাল ।

বিদাহী বিরহ-তাপে

প্রতপ্ত চৈত্রদুপুর,

ক্লান্ত শ্রান্ত ঝিমধরা;

স্মৃতির পুষ্পিতা

বসন্ত বিনানী মধুময়

আজ সুখময় স্বপ্ন অতীত;

নিজন বন প্রান্তরে

অলক্ষ্যে পতিত যত

অমল পাপড়িদল,

তার সবই

মোর গোপন বাসনা ,

দলিত অকাতরে

নিঃশব্দ মনের গহনে ।

কাব্যে তাই আর সরে না মন,

লেখনী উঠেনা হাতে,

শোভে তাতে শুধুই সিগারেট ।

জীবন আর সিগারেট অভিন্ন যেনঃ

এক প্রান্ত প্রজ্জ্বলিত

আর প্রান্তে ধোঁয়ার নিঃসরণ-

নির্মম অন্তর্দহন,

আত্মহনন প্রকারান্তরে ।

ঐকল্যে জীবন

বিধ্বস্ত বিকল-পঞ্চাতপা,

শুধু প্রতীক্ষায় পণবদ্ধ

যাবচ্চন্দ্রদিবাকর ।

আহা, দহন !

দহনেরে মানি পতিতপাবন ।

দহনেই নিহিত মাহাত্ম্য জীবনের,

প্রেমের উৎকর্ষ,

পূর্ণতা ।

----*---



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫

এহসান সাবির বলেছেন: নতুন কবিতা নাই অনেক দিন...................!

২| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:০১

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ঐ যে বলেছি--'কাব্যে সরে না মন---'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.