নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯

পলায়নপরা

------------ মোঃ রুহুল আমীন ।



যদি ভেবে থাক,

দূরে সরে গেলেই

আমি হব বিস্মৃত অতীত,

বিরহ সম্পন্ন হবে ;

হৃদয়ের অস্ফুট উচ্চারণ

কিংবা নিভৃত বিশ্রম্ভালাপ

পশিবে না হৃদয়ে তোমার

কিংবা কর্ণ-কুহরে ;

না রাখিলে হাত আমার এ হাতে,

সর্বাঙ্গে স্পন্দিত অতীত শিহরনে

তব দেহমন হবেনা রোমাঞ্চিত

স্মৃতির আলোড়নে অবসরে ;

না রাখিলে চোখ আমার এ চোখে

তারারা হারাবে দ্যোতি,

নিঘুম নিশুতি রাতে

অন্ধকারে হবে লীন

তোমার স্বপ্ন যত

যা ছিল সুদৃশ্য রঙ্গিন

এতদিন ;

না ফোটালে হাসি ঐ ওষ্ঠাধরে,

থেমে যাবে পুস্পের স্ফোটন,

কলির পাপড়ি মেলে-ধরা ;

লুকাতে হবেনা আর ঐ চন্দ্রমুখ

আঁচরের প্রাচীর পশ্চাতে ;

আজন্ত প্রতীক্ষার আমার

হবে অবসান ;

তবে জেনে রেখো,

কিছুই হবে না এমন ।

অগম্য তোমার ঐ হৃদয় মন্দিরে

অলক্ষ্যে অহোরাত্রি উঁকি দিব আমি

যেন অনঙ্গ-মোহন ;

অনবস্থিত-চিত্তেরে তোমার

অস্থির করিব আরও

মুরালীর মোহিনী মূর্ছনায় ;

চোখের বালি হয়ে

রব চোখে চোখে ;

কষ্ট হয়ে বিরাজিব মনে ;

আধিক্লিষ্ট তুমি,

স্মরণ করিবে মোরে

ভুলিতে চাহিবে যত বার;

পথের কাঁটা হয়ে

রক্তাক্ত করিব দু'পা ;

আচকা ধরিব টানি

শাড়ির আলগা আঁচল ;

শ্রাবনের মেঘ হয়ে

তোমার ঐ নিরুদবরণ চোখে

ঝরাব অশ্রু-বৃষ্টি বেলা-অবেলায় ;

বায়ু হয়ে বাঁধিব আলিঙ্গনে,

সান্দ্র সুনিবিড় ;

নিঃশ্বাসে নিঃশ্বাসে

প্রবেশিব তব অন্তরের অন্তঃপুরে ;

বাতাস হয়ে ছুঁয়ে যাব, চুমে যাব

তোমার ঐ রাতুল কপোল,

এলোচুল ;

চুমোয় চুমোয় স্থানিব ললাটে

দুরপনেয় কলঙ্ক-তিলক ;

স্মৃতির মালতী মালা

পরাব ও গলে

যখন বিবাগী তুমি,

নিজন বিজনে একা ।

কোথা যাবে তুমি ?

---*---

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা । ভাল লিখেছেন কবি।

২| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

৩| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । শুভ কামনায়----

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২

এহসান সাবির বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম। ভালো লেগেছে। ঈদের শুভেচ্ছা।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । আপনাকেও ঈদের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.