নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

বেঁচে আছি

------------ মোঃ রুহুল আমীন ।

না মরার নাম

যদি হয় বেঁচে থাকা,

তবে বেঁচে আছি ।

বেঁচে আছি জন্মাবধি-

হাসিকান্নায় সুখেদুখে,

বরণে প্রত্যাখ্যানে,

মিলনে বিরহে,

কল্পনার আকাশ কুসুমে,

বাস্তবের নিষ্ঠুর ব্যস্ততায়,

অবসরে অবসাদে,

স্বর্গের অনন্ত সুখাবহে,

সোনা রং জ্বলন্ত নরকের

প্রতপ্ত উপকুলে ।

বেঁচে আছি

কারও উপেক্ষা বুকে ধরে

নয়তো ভালবাসা,

পুষ্পের লাবন্যে সৌরভে

কিংবা কন্টকে,

হয়ে কারও পথের কাঁটা,

নয়তো খোঁপার কুসুম ।

শীতের জড়তায় জড়ায়ে

আজও বেঁচে আছি আমি

আমার মতন করে

বসন্ত প্রত্যাশায়,

আর

করছি নিঃশেষ জীবনেরে

নিশ্বাসে নিশ্বাসে ।

---*---

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

এহসান সাবির বলেছেন: কত দিন পর আপনার কবিতা পড়লাম.... কেমন আছেন আপনি?

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: হ্যা,অনেক দিন পর --- ভাল আছি। আপনি কেমন ? আপনার শুভ কামনায়-----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.