নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬



সব কিছু তুমিময়

-------------- মোঃ রুহুল আমীন ।

কেন যে এমন হয় !

যখন যে দিকে তাকাই,

যা কিছু দেখি,

তার সব কিছুতেই তুমি,

সব কিছু তুমিময় ।

বনানীর সবুজে তুমি,

অনন্ত যৌবনা অপ্সরা ;

কুসুমের কুঁড়িতে কুঁড়িতে

লালিত কৌমার্য্য তোমার,

লালিত্যে ললিত লাবনি,

ললৎ পাপড়িদলে

খেলে অপাঙ্গ আঁখিঠার,

সৌরভে সমঙ্গা কুন্তলসুবাস-

মধুপ সমাকুল ।

মৃগাঙ্কে নিশিথে তুমি বিধুমুখী,

তারকিনী শাড়িতে নব স্বর্বধু-

জগজ্জয়িনী অপরূপা,

শাদ্বলে সুভগা শর্বরী জাগরী

বেলোয়ারী জোছনায় ।

সাগরের নিঃসীমে নিলীন

তোমার হৃদয় অপার,

অতল জলঙ্গা নীলে

তুমি অমূল্য নীলকান্তমণি-

তরঙ্গশৃঙ্গে ঝলমল,

কোমল জলকুন্তলে

তোমার গোপন বাসনা

আন্দোলিত ঢেউয়ের

তালে তালে ।

সুবর্ণ স্বর্ণলতায়

তুমি হেমাঙ্গী হেমলতা,

বিম্বে বিম্বিত তোমার

লালিম ওষ্ঠাধর,

রক্তজবায় বিনোদ বেণীর

লালফিতার ঝুঁটি ।

কোকিলার কন্ঠে বনে

তোমার সুমধু্র কুহরণ,

উতাল ফাগুন বাতাসে

সর্বাঙ্গে স্পন্দিত্ স্পর্শ তোমার ,

কামোষ্ণ নিবিড় নিশ্বাসে

সুবোধ্য আসঙ্গ মিলন অভিলাস

নিজন নিকুঞ্জে বিজনে ।

কৃষ্ণচূড়ার অলক্ত ফাগে

কামরাঙ্গা তুমি-

যৌবনবতী কুমারী চঞ্চলা,

অনঙ্গ অঙ্গভঙ্গিতে সমর্পিতা

আমার বাহুডোরে ।

দিগন্ত কটিতে তোমার

আমার সাপটেধরা

বাহুর বেষ্টনী;

উর্মিল ফসলের মাঠে

নন্দিত ছন্দে ছন্দিত

তোমার সুরঙ্গী পথচলা;

মান্দারবনের বিচিত্র পত্রপল্লবে

চিত্রিত তোমার

কামদার শাড়ির আঁচল-

স্নিগ্ধ শীতল সামিয়ানা,

সুজনি সজ্জিত শয্যাস্তরণ

শ্রমক্লান্ত নিদেল দুপুরে ।

সঘন শ্রাবন অম্বরে

তুমি কন্যা মেঘবতী-

সুকেশিনী এলোকেশী;

কমলকোরকে সরোবরে

তোমার আয়তলোচন

নীরদবরণ মেঘছায়;

অঝোর আসারে তাতে

আনন্দাশ্রুর অমিয় বর্ষণ,

গা-লেপটানো তিমিত কাঁচলে

তুমি লাজুক লজ্জাবতী,

দূর্বাদলে অবলুন্ঠিতা,

জড়সড় ।

ঊষার অরুণ উষ্ণীষে

তোমার প্রেমের প্রথম বিভাস,

বিতত শিশিরে শিশিরে

বীতংসের প্রায়;

নিশিথে নীরবে ঝরিত শেফালী

প্রভাতে তোমার নৈবদ্য প্রেমের;

দিনান্তে সাঁঝের সাজিতে

বিচিত যতনে যত সোহাগ আদর,

রাতের প্রহরে প্রহরে একে একে

তার অকাতর নিবেদন ।

নিঘুম নিশুতি নিশির

নিঃশব্দ নিঝুম যামে

মর্মরে ঝর্ঝরে ঝংকৃত

তোমার নূপুর-ঝমর;

তটিনীর ছলচ্ছলে, জলকল্লোলে

স্বনিত অবিরাম বিশ্রম্ভালাপ

একান্তে নিভৃত বাসরে ।

রাতের কুহোরে বাহিরে

গগনের তারায় তারায়

জোনাকির বুকে

হরষে দীপ্যময়

দুচোখের দীপ্তি তোমার ।

কোথা নেই তুমি,

তোমার আবহ !

---*---

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

মহিদুল বেস্ট বলেছেন: অন্তর জুড়ে তুমি!

ভাল লাগছে 'তুমিময়'

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ-----ভাল থাকুন ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৯

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা। ঈদের শুভেচ্ছা।

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । ঈদ শুভেচ্ছা আপনাকেও ------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.