নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

্কবিতা

১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩১

পহেলা শ্রাবণ

-------------- মোঃ রুহুল আমীন ।



আজ পহেলা শ্রাবণ ।

গগন ঘনাবৃত চারিদিকে,

ধূসরে ধূসরে নীলিমার অপসর,

নক্ষত্র-গ্রহ অনন্যোপায়-

অন্তরীণ অদৃশ্যলোকে ।

শুধু থাকি থাকি

মেঘমন্দ্রে বিধূত ভূ-তল,

তনুমধ্যা স্রোতস্বিনী

উতল জোয়াড়ে স্ফীতবক্ষা,

যৌবনবতী ।

প্রকৃতি ব্যস্ত দিনমান

পূণ্যস্নান আয়োজনে ।

বৃষ্টি পরিমল ঢালে গঙ্গোদক

বিবসিনী বপুষ্মতী বনানীর গায় ।

বৃষ্টির ফোঁটায় শিহরিত সরোবরে

উর্মিল ছন্দে দোলে রক্তকমল

যেন সে ষোড়সী এক ত্রিদশবনিতা ।

অতনু ত্রিযামায় চুমে যায় তারে

অলক্ষ্যে সবার ।

কচুরিপানার ফুলে- চন্দ্রকে

কলাপীরা উল্লাসে পেখম মেলে-ধরা,

সিক্ত সোহাগে ডালে ডালে

দোল খায় কামিনী নিয়ানী,

গৃহছাদে, তরু-লতার পত্রপল্লবে

অবিরাম বৃষ্টির স্বনন

যেন

মেঘাবৃত শ্যামাঙ্গী শ্রবনার

রসোত্তীর্ণ শোহিনী মূর্ছনা ।

মন্থর গতিতে গড়ায় বেলা,

ক্লেদাক্ত পিচ্ছল ভূ-তলে

কম্পিত পায় আসে ধীরে ধীরে

শঙ্কিত রাত ।

বর্ষণ বিভোল বিভাবরী

যেন আর না চায় পোহাতে ।

---*----

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা ।

চলছে বর্ষাকাল। তাই কবিতা শ্রাবণ সময়োপযোগী ।

২| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২২

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ, ভাই সেলিম আনোয়ার ।

৩| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০২

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৫

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.