নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সুখ বৈমুখ

--------- মোঃ রুহুল আমীন ।

সুখ নিয়ে ভাবিনা আর !

সুখ আমারে করেছে বিমুখ ।

দিন দিন প্রতিদিন

বার বার প্রতিবার

তার দ্বারে হাত পেতেছি,

অনুনয়-বিনয় করেছি কত,

কেঁদেছি নিরন্তর,

ভাসায়েছি বুক,

ভেসেছি চোখের জলে,

তবুও সুখ দেয়নি কিছুই;

দগ্ধ করেছে শুধু

উপেক্ষায় অবহাসে ।

দুঃখ অবশেষে

অসহায় এই আমারে

যত্নভরে বক্ষে নিয়েছে টানি,

দিয়েছে উজাড় করে

যা ছিল তার সবই;

হতাশ করেনি ।

সেই হতে

দুঃখের বুকে কষ্ট নিয়ে

আজও বেঁচে আছি,

আছি সুখে আমার মতন,

যাতনার সযতন আলিঙ্গন

আগলে রেখেছে আমারে,

অকৃপনে বুক ভরে দিয়েছে হাহাকার,

আবেগ অনুভুতি সব করেছে হরণ

যেন না-পাওয়ার কষ্ট কিংবা

মরণ যন্ত্রনা না পায় আমারে,

দুচোখে করেছে স্থাপন মানসসরোবর -

অশ্রুর নির্বিঘ্ন প্রস্রবণ;

পণবদ্ধ তপ্ত দীর্ঘশ্বাস

ছেড়ে না যাবার দৃপ্ত আশ্বাসে

আশ্বস্ত করেছে আমায়,

চাওয়া-পাওয়ার দুন্ধুমার

তাই আর এখন ভাবায় না আমারে,

করেনা উদ্বেগাকুল আগের মতন ।

আজ এই নিঃসঙ্গ আমি

সতত নিরত শুধু

নিরত্যয় বিমূর্ত ভালবাসায় ।

----*----

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৭

এহসান সাবির বলেছেন: নিঃসঙ্গ আমি আজ
সতত নিরত শুধু
নিরত্যয় বিমূর্ত ভালবাসায়......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.